জিনিয়া

মুস্তাফিজ এর ছবি
লিখেছেন মুস্তাফিজ (তারিখ: রবি, ০৭/০৩/২০১০ - ১:২৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

চমৎকার এই ফুলের প্রায় ২০ প্রজাতির সন্ধান পাওয়া যায়। দক্ষিণ আমেরিকার আদিনিবাস ছেড়ে এখন সারা বিশ্বেই ছড়িয়ে আছে জিনিয়া। একটু বৃষ্টি আর পানি জমে না থাকার উপরই নির্ভর করে জিনিয়ার বিকাশ। এর উজ্জ্বল রঙ প্রজাপতি আকর্ষক, তাই জিনিয়ার বাগানে প্রজাপতির আনাগোনা বেশী।
আমাদের দেশে সাদা, হালকা সবুজ, হলুদ, কমলা, লাল, বেগুনী সহ প্রায় সব রঙের জিনিয়া দেখতে পাওয়া যায়।
জার্মান চিকিৎসক জোহান জিন যিনি একজন সখের উদ্ভিদবিদ ছিলেন তাঁর নামানুসারেই জিনিয়ার নামকরণ।

Pink Zinnia

Pink Zinnia

Small Pink Zinnia


মন্তব্য

নাশতারান এর ছবি

আপনাকে উত্তম জাঝা!

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

শাফক্বাত এর ছবি

আ-চ্ছা!! এইই তাহলে জিনিয়া!! আমি এই ফুল দেখেছি জিনিয়ার নামও শুনেছি কিন্তু ব্যাটে-বলে সংযোগ হলো আপনার পোস্ট পড়ে। ভাল পোস্ট। ধন্যবাদ অনেক হাসি
================================================
পরদেশী বঁধু, ঘুম ভাঙায়ো চুমি আঁখি।
যদি গো নিশিথ জেগে ঘুমাইয়া থাকি,
ঘুম ভাঙায়ো চুমি আঁখি।।

নাশতারান এর ছবি

আমারো ঠিক একই অবস্থা। জিনিয়া নামে ফুল আছে জানতাম, এ ফুলটাও দেখেছি। কিন্তু ইনিই যে সেই মহারথী তা জানা ছিলো না। খাইছে

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

পুতুল এর ছবি

ধন্যবাদ মুস্তাফিজ ভাই। অনেক কিছু জানলাম।
ইয়ে মানে কয়েকটা দেশি ফুলের কেবল নাম শুনেছি দেখিনি কখনো।
শিউলী, শেফিলী, চামেলী, মাধবি লতা(?), করবী, কেয়া, মালতী, রাধাচূড়া সংগ্রহে থাকলে এদের ছবি দেয়ার অনুরোধ রইল।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

নাশতারান এর ছবি

শেফিলী না, শেফালী লিখতে চেয়েছেন বোধহয়। শিউলীই তো শেফালী। তাই না?

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

পুতুল এর ছবি

শেফালীই লিখতে চেয়েছি, কিন্তু সেইই যে শিউলী সেটা জানতাম না। ধন্যবাদ। এবার ছবিটা পেলেই হয়।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

নাশতারান এর ছবি

শিউলী ফুলের ছবি দেখে মন ভরবে না। বুক ভরে গন্ধ নিতে হবে। কী যে অসাধারণ ভেজা ভেজা সৌরভ!

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

ধুসর গোধূলি এর ছবি

- কপাল ভালো, পুতুল ভাই ফুলের নামের শেষে একটা অতিরিক্ত "স" যোগ করে ফেলেন নাই ভুলে! দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সাইফ তাহসিন এর ছবি

আমি 'সিউলি' ফুল দেখতাম চাই চোখ টিপি, তয় সেইটা আগেরবার যাকে দেওয়া হয়েছিল, তারে দিয়ে মাইর খাইতে চাই না গড়াগড়ি দিয়া হাসি

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

পুতুল ভাই, এতোবছর দেশে থাকলেন, শিউলী মাধবীলতা রাধাচূড়া দেখেন নাই? হায় হায়, কন্কী?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

পলাশ দত্ত এর ছবি

তিন নম্বর ছবির জিনিয়াটা দেখছি অনেক। কিন্তু নাম জানতাম না।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

অতিথি লেখক এর ছবি

আরেকটু বিস্তারিত লেখা যায় না? কেমন যেন শুরু করে দিয়ে হুট করে ছেড়ে দেওয়া হচ্ছে পাঠকদের।
ছবিগুলা যথারীতি সুন্দর। হাসি

- মুক্ত বয়ান

তিথীডোর এর ছবি

শিউলী, জিনিয়া, গাঁদা, ডালিয়া, করবী, দোলনচাঁপা, অপরাজিতা, জবা, কল্কে, গোলাপ, মালতীলতা...
এককালে কত কি ছিলো বাগান জুড়ে!!
বয়স বেড়েছে আর শখগুলো মরে গেছে.. মন খারাপ

ছবিতে যথারীতি উত্তম জাঝা!

--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

দুষ্ট বালিকা এর ছবি

বাহ... আমার সস কই?

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

তিথীডোর এর ছবি

"মুস্তাফিজীয়" ছবি অর্ডিনারী বোতলে কুলোবে না,
সসের গ্যালন লাগবে... দেঁতো হাসি

--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

হাসিব এর ছবি

এই ফুল কত বড় হয় ?

ফারুক হাসান এর ছবি

মারাত্মক সব ছবি!!!
জিনিয়া আর ডালিয়ারে তো সম্পর্কে মনে হচ্ছে বাড়ির বড় বউ আর ছোট বউ। বড় বউ ডালিয়া, ছোট বউ জিনিয়া! ডালিয়ার পাপড়ির সাইজ একটু বড় আর কিঞ্চিৎ অগোছালো। অন্যদিকে জিনিয়ার পাপড়ি তো একদম স্লাইট ক্যালিপার্স দিয়ে মেপে জন্মানো!

সাইফুল আকবর খান এর ছবি

সুন্দর। গন্ধ পেলাম রঙগুলো দেখেই। কিন্তু জিনিয়ার মনে হয় ওইরকম কোনো গন্ধ নাই আসোলে, তাই না?

ফুলটা সুন্দর নিঃসন্দেহে।
ছবি তো সুন্দর হৈছেই, এই বিষয়ে আর বলা লাগে কী!
পুরা বইটাই সু্ন্দর হৈছে। চলুক

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

স্বপ্নাহত এর ছবি

জিনিয়া নামটা শুনলে ফুলটার চে' আমার এক ক্লাসমেটের কথা বেশি মনে পড়ে যায় দেঁতো হাসি

---------------------------------

বাঁইচ্যা আছি

---------------------------------

বাঁইচ্যা আছি

চড়ুই এর ছবি

আমাদের স্কুলের সেকশন গুলোর নাম ছিলো ফুলের নামে, জিনিয়া, ডালিয়া, পপি...
স্কুলের সামনে ছিলো বিশাল ফুলের বাগান, মালীরা তাতে ফুল ফোঁটাতো, আমরাও অংশ নিতাম। প্রতিযোগিতা হতো কার হাতের জিনিয়া বা ডালিয়া সবচাইতে বড়। ৭/৮ ইঞ্চি ব্যাসের জিনিয়া প্রায়ই দেখা যেতো। একবার ডালিয়া ধরেছিলো একই ফুলে বেশ কয়েক রংয়ের পাপড়ি নিয়ে। তেমন ফুল পরে আর কোথাও দেখিনি।

সুরঞ্জনা এর ছবি

শুধু এই সিরিজটাই বিশেষ পুরস্কারের দাবি রাখে, বাকি গুলো আর নাই বা বললাম। হাসি
আসলেই, কেয়া ফুলের কথা শুধু কবিতাতেই পড়লাম, যদি দেখতে পেতাম বড় ভাল লাগত।
...................................................................................
জগতে সকলই মিথ্যা, সব মায়াময়,
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় ।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

ফারুক হাসান এর ছবি

মুস্তাফিজ ভাই, গাছসহ একটা করে ছবি কি দেয়া যায়? তাহলে গাছটাও চিনতাম!

অতিথি লেখক এর ছবি

এইটা ভাল কথা। গাছেরও একটা ছবি দিলে ম্যাঙ্গোপাব্লিকদের চিনতে সুবিধা হয় আর কি...

ছবিগুলো উত্তম জাঝা!

কৌস্তুভ

অতিথি লেখক এর ছবি

ছবির ব্যাপারে নতুন করে বলার কিছু নেই। যতদূর মনে পড়ে, জিনিয়া, ডালিয়া, কজমজ, সূর্য্যমুখী আর গাঁদার মতো শীতের ফুল। একটু ঠান্ডা আবহাওয়া আর অল্প রোদে ভাল রঙ আসে। আমাদের বাসায় একবার বেড বানিয়ে লাগিয়েছিলাম, একদম সীড থেকে, এত সুন্দর হয়েছিলো! গাঢ় আর হাল্কা রঙ মিলিয়ে লাগালে খুবই চমৎকার লাগে।

- শরতশিশির -

সাফি এর ছবি

ছবি ভাল পাইলাম। আমি ঠিক নিশ্চিত না তবে ওদের কি আরও রঙ হয়? এরকম একটা হলুদ ফুল দেখেছিলাম

সাফি এর ছবি

লেখায় রঙ এর অংশটা ভুল করে গেছিলাম, দুঃখিত

সুলতানা পারভীন শিমুল এর ছবি

সবকিছু এতো কম জানি ক্যান? ইয়ে, মানে...
এই তাহলে জিনিয়া?
বাড়ির পাশে আরশিনগর অবস্থা... খাইছে

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

বোহেমিয়ান এর ছবি

হাহা!! পুরাই আমার কমেণ্ট খানা!!

সবকিছু এতো কম জানি ক্যান, এইটা দ্বারা শুরু করতে চাইছিলাম!!

সুন্দরম !

ফুলটা চেনা ছিল , দেরিতে হলেও যে নাম জানলাম তাই বা কম কি?!
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

অতিথি লেখক এর ছবি

কতদিন পর আপনার ব্লগে এসে জিনিয়া দেখলাম। ছোটবেলা থেকে জিনিয়ার সাথে বন্ধুত্ব ছিল। একসময় হারিয়ে গেল কোথায়।

মধুবন্তী মেঘ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।