কার্পাস

মুস্তাফিজ এর ছবি
লিখেছেন মুস্তাফিজ (তারিখ: সোম, ২২/০৩/২০১০ - ১:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

বানিজ্যিক ভাবে উৎপাদিত কার্পাস সুতি সুতা তৈরীর মূল উপাদান।

জাত ভেদে ফুলের রঙ বিভিন্ন হতে পারে, সাধারণত সাদা, হলুদ ও গোলাপি রঙ এর ফুল দেখা যায়। আমাদের দেশে কার্পাস গাছ দুই থেকে আড়াই ফুট লম্বা হয়, কিছু কিছু জাত ছয় ফুট পর্যন্ত লম্বা হতে পারে। ফুল থেকে ফল এবং সেই ফল শুকিয়ে ফেটে গেলে তুলা বের হয়।

নীচের ছবি গুলো সেই ফল শুকিয়ে ফেটে যাবার।

কার্পাস মূলত ভারতীয় উপমহাদেশ থেকেই বিস্তার লাভ করে।

কারো কাছে ফুলের ছবি থাকলে যোগ করতে পারেন।

কার্পাস তুলা Gossypium herbaceum

কার্পাস তুলা Gossypium herbaceum


মন্তব্য

মাহবুব লীলেন এর ছবি

সৌন্দর্য

নৈষাদ এর ছবি

সাদা ফুলের ব্যাপারই জানতাম, কিংবা দেখেছি। হলুদ ও গোলাপি রঙের ব্যাপারে জানতাম নাতো।

অতিথি লেখক এর ছবি

বড়-ই সৌন্দর্য ভাইজান !! হাসি

"মুক্ত বিহঙ্গ" [অতিথি লেখক]
মোঃ জিয়াউর রহমান ববি

বাউলিয়ানা এর ছবি

দারুন মুস্তাফিজ ভাই!

হলুদ আর গোলাপী রঙ এর কার্পাস দেখতে মন চায়।

দুর্দান্ত এর ছবি

auto

ইন্টার্নেটে গোলাপী তুলা ফুলের ছবি দেখতে পেলাম।

অম্লান অভি এর ছবি

অনেক দিন আগে কার্পাস তুলার রূপ দেখেছিলাম। তুলা গবেষণা কেন্দ্র না কি যেন নাম দিনাজপুরের দশ মাইল নামক স্থানে। সাদা আর হলদেটে দুই রঙের ফুলও। মুস্তাফিজ ভাই আপনার তোলা তুলারা সাদা সঙ্গা প্রকাশ করছে। দারুণ।

অট- @ দূর্দান্ত, গোলাপী ফুলের ছবিটা স্থল পদ্মের মতো দেখাচ্ছে । কার্পাসের পাতা, ঢেড়সের পাতা আর স্থল পদ্মের পাতা প্রায় কাছাকাছি গড়নের- হয়তো ভুলটা সেখানে, নয় তো ইন্টারনেটে দেয়ার সময়ের নামে।

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

দুর্দান্ত এর ছবি

যতটা জানি, ভুল হয় নাই। আপনি গসিপিয়াম (Gossypium) দিয়ে খুঁজে দেখতে পারেন।

১। Gossypium arboreumঃ আমাদের দেশী তুলা।
২। Gossypium barbadenseঃ মিশরী তুলা।

দুষ্ট বালিকা এর ছবি

অতি সুন্দর!

-----------------------------------------------------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে; সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

যুধিষ্ঠির এর ছবি

চলুক

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।