বাঁশফুলের ঘটনা

মুজিব মেহদী এর ছবি
লিখেছেন মুজিব মেহদী (তারিখ: সোম, ৩১/১২/২০০৭ - ১০:৪৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

auto
কেন ফুটলি রে বাঁশফুল কেন
ইঁদুরবন্যা হলো আমাদের জুমযজ্ঞ ঘিরে
শস্য গেল রবি ও খরিফ
গেল ঘর-গেরস্থালি সব
বস্ত্রশস্ত্র বইপত্র জমানো সঞ্চয়সহ সবকিছু
চাষ অধিকার গেল পাহাড়ের থেকে

ফুটলি রে যদি
এতদিন পরে
বাঁশফুল
অভাব আনলি কেন ডেকে


মন্তব্য

মাহবুব লীলেন এর ছবি

এটা আসোলেই এক আজব ঘটনা
দুর্ভিক্ষের আগে বাঁশে ফুল ফোটে

গত কয়েকদিন আগে আমি মাধবকুণ্ডে গিয়ে একটা বাঁশে ফূল দেখেছি

মুজিব মেহদী এর ছবি

সত্যি আজিব!
..................................................................................
ছাগলের পৃথিবীতে কাঁঠালগাছ হয়ে পাতাহীন বেঁচে থাকা দারুণ শোকের, আমি বুঝে গেছি

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

কন্থৌজম সুরঞ্জিত এর ছবি

এরা যে ব্যাপারটা অর্জন করল সেইটাও আজব বিদ্বত্ সমাজে!

কন্থৌজম সুরঞ্জিত

মুজিব মেহদী এর ছবি

বিদ্বত্ সমাজ হলো এমন এক সমাজ যে সমাজে বিদ্বানের খুব আকাল। এদের আছে রাশি রাশি বিদ্বদভাব।
..................................................................................
ছাগলের পৃথিবীতে কাঁঠালগাছ হয়ে পাতাহীন বেঁচে থাকা দারুণ শোকের, আমি বুঝে গেছি

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

আহমেদুর রশীদ এর ছবি

কিছু বাঁশফুল ফোটে হৃদয়ে,অনুভুতির গভীরে

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

মুজিব মেহদী এর ছবি

জানবার ইচ্ছা যে, হৃদয়ের অত গভীরেও কি তখন দুর্ভিক্ষ নামে?
...................................................................
অসংখ্য 'নেই'-এর ভিড় ঠেলে
জ্বলজ্যান্ত 'আছে' খুঁজে পাওয়া হলো আসল ফকিরি

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

মাহবুব লীলেন এর ছবি

দুর্ভিক্ষ নামার জন্যও মিনিমাম কিছুটা সমৃদ্ধি থাকার দরকার পড়ে
আমাদের হৃদয় তো একেবারেই পোড়ামাটি
ফকফকা
ওতে আর দুর্ভিক্ষ নামার জায়গা কোথায়?

মুজিব মেহদী এর ছবি

মনে করেন মাটিই লোপ পেল, ওটাই ও তল্লাটের দুর্ভিক্ষ।
..................................................................................
ছাগলের পৃথিবীতে কাঁঠালগাছ হয়ে পাতাহীন বেঁচে থাকা দারুণ শোকের, আমি বুঝে গেছি

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

বিপ্লব রহমান এর ছবি

আহ!


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।