যেন মহিমামণ্ডিত হয় এই উঁকি দেয়া, রোদের আগেই যেই আভা এসে লাগে ধানগাছে, খঞ্জনা পাখির কণ্ঠে উঠে যেন আসে ওই গান, মানুষের ঠোঁটে
যুদ্ধ মনে না যেন করি কেবল, জীবনটাকে, যাপনআনন্দ আছে মনের মাথুরে, সকলে আমার আর আমার সকলে, সকলের ভালোবাসা এসে যেন পড়ে ঠিক আমার ভাগেও
যেন ধ্যানের চেয়ে কখনো বেশি মূল্য না-পায় কোনো দৃশ্যগান, আর মানুষই যেন হয় প্রকৃত আরাধ্য জন আগুনে-ফাগুনে পুড়ে
মন্তব্য
যাপনআনন্দে উদ্ভাসিত একটি কবিতা।
--- ফকির ইলিয়াস/ নিউইয়র্ক
কিছু কিছু কবিতা পড়লে মনে হয় এমন কিছু আমিও লিখতে চেয়েছিলাম। এটিও সেরকম। খুব ভালো লাগলো। নতুন বছরের শুভেচ্ছা নিন, সারাটা বছর ভালো থাকুন।
হাঁটুপানির জলদস্যু
আপনিও সারাবছর ধরে ভালো থাকুন। সৃষ্টিশীল থাকুন।
..................................................................................
ছাগলের পৃথিবীতে কাঁঠালগাছ হয়ে পাতাহীন বেঁচে থাকা দারুণ শোকের, আমি বুঝে গেছি
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
যেনক্লিশেময় দারুন লেগেছে
তাই আমার মাঝরাতের দেহ ক্যানভাস-২ আপনার এ কবিতার পদপানে------------------
মাঝরাতের দেহ ক্যানভাস-২
ডাকে ডাকে, আমারে উজানের বুকের মাঝে টানে,
দেড়শ টাকার ঘাম আর একশ টাকার পানে,
ওরে কেন বউ লাগে না? ও তো প্রেমিকাও না।
তবু ভাললাগে ওর চাউনি,হাসি, ওর অসবুজ যৌবণা।
আমার এক আধারের একশ টাকা,পাপ।নাকি এরে কয় প্রেম?
মাঝরাতের দেহ চাহিদার মাঝে, বুক ক্যানভাসে কাম।
-----------------------------------
কবি
উওরা,ঢাকা।
২৫ জানু, ২০০৮
কেমন কেমন যেন আপনার কবিতাটা!
কিন্তু পদপানে কেন?
..................................................................................
অপরিপক্কতা সবসময় একরোখা হয়, আর পরিপক্কতা হচ্ছে সর্বগ্রাহী
-সেলিম আল দীন
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
নতুন মন্তব্য করুন