গরুনামা

মুজিব মেহদী এর ছবি
লিখেছেন মুজিব মেহদী (তারিখ: রবি, ০২/০৩/২০০৮ - ১১:১০অপরাহ্ন)
ক্যাটেগরি:

জোস একটা গ্রন্থপাঠের পর মাথার ভিতরে যে জগৎ খেলা করে, তার ধার ঘেঁষে গজানো ঘাসের গুচ্ছে দেখি আমিও দিয়েছি মুখ গরুর পালের সাথে, যতখুশি খেয়ে ফিরে পাশেই দাঁড়িয়ে থাকা কালের সাক্ষীর মতো গম্ভীর পাকুড় তলে শুয়েবসে নেই খানিক, আমিও রাখালরূপী গরু একজন, তাড়া নেই তাই ভাবি, ভিতরে ওই যত রঙচঙে কোঠাবাড়ি দেখা যায়, সেসবের অন্দরমহলে যারা দলেবলে করছে যাপন, প্রাণপণে এগোলে ওদের কামনাবাসনাগুলো ঠিক ছুঁয়ে আসা যায়

গ্রন্থের মোড়কে যেসব বিদেহী হাহাকার ধরে এনে জড়ো করে রাখে গ্রন্থকার, সেসবের কিছু কিছু উৎসতাপ আমিও পেয়ে যাই গাছতলে শুয়ে, আর আশা নামের যেসব ফড়িংটড়িং ওড়ে ওইখানে, সেসব এতই সর্বজনীন যে গরুর পালের কাছেও ওসবের ওড়াওড়ি থাকে

এটুকু ভাবনা ভেবে হঠাৎ মনে হয়, আমি যদি চরিত্র হই কোনো গ্রন্থের, আমারও যে কামনাবাসনা আছে তাও কিছু ডকুমেন্টেড হয়, অথচ ঘাসের খাদক বলে সেরূপ আকাঙ্ক্ষা ব্যক্ত হতে কখনো শুনি নি, এই দুঃখে ঘাস খেতে খেতে একদিন মনে হলো পাতার কালিতে আমিও লিখতে পারি বই, খাওয়া ও ল্যাদানো ছাড়াও কেননা বিষয় থাকে গরুজীবনের, শেষে একে একে লিখে ফেলি 'গরুনামা' নামে ডাঁসা বই, জীবনঘটিত

শিশু ও কিশোরবেলা শিক্ষার্থীরা খাতায় খাতায় যেসব রচনা লেখে 'গরু'নামধেয়, ওর সবই 'গরুনামা' থেকে মেরে দেয়া, দাঁড়িকমাসহ


মন্তব্য

হাসিব এর ছবি

এই দুঃখে ঘাস খেতে খেতে একদিন মনে হলো পাতার কালিতে আমিও লিখতে পারি বই, খাওয়া ও ল্যাদানো ছাড়াও কেননা বিষয় থাকে গরুজীবনের, শেষে একে একে লিখে ফেলি 'গরুনামা' নামে ডাঁসা বই, জীবনঘটিত

চিন্তিত

মুজিব মেহদী এর ছবি

হুম
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

হিমু এর ছবি

লেখা থেকে দাঁড়ি কোথা গেলো এই ভেবে ভেবে খানিকটা মনবিড়ি টেনেছি দাঁড়িয়ে, আজ হলো সে রহস্য ভেদ, বুঝলাম, বালকের দল, হুদাহুদি প্যাঁচ কেটে রেখে গেছে রচনার কল


হাঁটুপানির জলদস্যু

মুজিব মেহদী এর ছবি

এইবার ধরেছেন
এজন্যেই খালি ঝরতেই থাকে ঝরতেই থাকে...
থামাথামি নেই
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

শেখ জলিল এর ছবি

গ্রন্থের মোড়কে যেসব বিদেহী হাহাকার ধরে এনে জড়ো করে রাখে গ্রন্থকার, সেসবের কিছু কিছু উৎসতাপ আমিও পেয়ে যাই গাছতলে শুয়ে, আর আশা নামের যেসব ফড়িংটড়িং ওড়ে ওইখানে, সেসব এতই সর্বজনীন যে গরুর পালের কাছেও ওসবের ওড়াওড়ি থাকে

...তাই গরুর রাখাল হওয়াও ভালো...

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

মুজিব মেহদী এর ছবি

তাছাড়া রাখাল হলে ঐশীপুরুষ হবার একটা সম্ভাবনাও কিন্তু উঁকি দেয়।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

আহমেদুর রশীদ এর ছবি

মেঘ যে কত কৃতকর্মের ঘৃত
পাওয়া গেলো তার কিছু কিছু খোঁজ

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

মুজিব মেহদী এর ছবি

মেঘ বড়ো ফাজিল, কেবলই বেলাইনে নিয়ে যায়।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

মাহবুব লীলেন এর ছবি

গবেষণা শব্দের সরাসরি নাদান বাংলা করলে নাকি দাঁড়ায় গরু খোঁজা?
যদি তাই হয় তবে যারা গবেষণা করে ড. উপাধী পেয়ে আমাদের ইস্কুলের রচনা বই লেখেন তারা তাহলে যুক্তিসঙ্গত কারণেই আমাদেরকে দিয়ে গরুচক্কর খাওয়ান

০২

আহারে গরু..........
সে যদি জানতো যে এই দেশে রবীন্দ্রনাথ থেকেও তাকে নিয়ে বেশি লেখালেখি হয়....

মুজিব মেহদী এর ছবি

১. তাই বটে
২. সেক্ষেত্রে গরুরা নোবেলের দাবিতে হাম্বা হাম্বা করে কবিদের শান্তি নষ্ট করত।

................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

ধুসর গোধূলি এর ছবি

- চৈত্র মাসের চান্দিফাটা গরমে চুকা কামরাঙার ভর্তার মতো মজা পাইলাম
_________________________________
<সযতনে বেখেয়াল>

মুজিব মেহদী এর ছবি

চৈত্র আসার আগেই বিদেশে বসে এরকম লালাঝরানো একটা দেশী বস্তুর স্বাদ নিলেন, ধন্যবাদটা তো অন্তত দেবেন।

................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

ধুসর গোধূলি এর ছবি

- হায় হায়, এ যে গুরুতর অন্যায়!
ধন্যবাদ না দিয়ে পার পেয়ে গেলাম কীভাবে?
_________________________________
<সযতনে বেখেয়াল>

বিপ্লব রহমান এর ছবি

বার্ড ফ্লুর পরে গরুর মাংস এখন ১৮০ টাকা কেজি! মন খারাপ


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।