'অর্জুন গাছের নিচে সমুদ্রছায়ায়' বসেছিলেন
আমাদের উৎপলকুমার
কোনো শেষ ছিল না সন্দেহের, তাঁর প্রতি
সমুদ্রের আবার ছায়া-- আমরা ভেবেছি
হয়ত ছিল পুরীর স্মৃতিকাঠ তাঁর, চেরা
মিথ্যা নয় তবু এই ছায়াগান
সমুদ্রও
কোনো ছায়া ফেলে হয়তবা
আর সময়ও
'কবিতা যারা পড়ে না তাদের জন্য কবিতা'র
ছায়াঞ্চলে এরকম এক সাক্ষ্য হাজির করেন
হানস মাগনুস এনৎসেনসবারগার, আমেরিকান
আমরা এবার ভাবি, সত্য বলেছেন আমাদের
উৎপলকুমার
আমাদের যেকোনো সন্দেহ দূরীকরণে
ওদের সাক্ষ্য লাগে, লাগেই
আমরা কেমন নপুংসক দেখুন
মন্তব্য
আমরা নপুংসক হইলামইবা সেইটা আপনারে এভাবে এলান করার দায়িত্ব কে দিল জনাব? আর উৎপল কুমাররে কি আপনে অপমান করার টেরাই দিলেন?
জটিল হইছে।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
আমি না হয় নপুংসক হবার ব্যাপারটারে চামে চামে একটু এলান করলামই, তার জন্য আপনেরে হুমকি দেবার দায়িত্বটা কে দিল হেইডা তো বুঝবার পারতাছি না।
কোন পক্ষের খাইছেন, প্রথম না দ্বিতীয় পক্ষের ?
উৎপলকুমার বসু সদা প্রণম্য, তারে অপমান ? কী যে কন মিয়া ভাই!
আপনার কমেন্ট ভালো হইছে।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
ভাল্লাগলো।
সৈয়দ আখতারুজ্জামান
সমুদ্রও
কোনো ছায়া ফেলে হয়তবা
আর সময়ও
ভাল-লাগলো ...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
আমাদের যেকোনো সন্দেহ দূরীকরণে
ওদের সাক্ষ্য লাগে, লাগেই
আমরা কেমন নপুংসক দেখুন
এ আর কী? বরাবরই লাগে।
...তবে মাঝে মাঝে বাঙালিরা জাগে।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
আমার মন্তব্যের ওপরের সবাই ভাল, তলের অনাগতরা খারাপ। তারা এতক্ষণেও পড়ে নাই।
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
নতুন মন্তব্য করুন