চার ভিক্ষু মিলে সিদ্ধান্ত নিলেন যে তারা দুই সপ্তাহকাল কোনো কথা না বলে নীরবে ধ্যান করবেন। ধ্যানাবস্থায় প্রথমদিন রাত নামলে মিটমিট করতে করতে মোমবাতিটি নিভে গেল। প্রথম ভিক্ষু বললেন, কী মুশকিল! মোমটা তো গেল নিভে। দ্বিতীয় ভিক্ষু বললেন, আমরা কি করি নি ঠিক যে বলব না কোনো কিছু? তৃতীয় ভিক্ষু বললেন, ভাঙলে কেন নীরবতা তোমরা দুজন মিলে? এবার চতুর্থ ভিক্ষু হাসতে হাসতে বললেন, আমিই একমাত্র ব্যক্তি যে বলি নি কোনো কথা।
বাংলায় রূপান্তর : মুজিব মেহদী
মন্তব্য
...কিন্তু এরকম একটা কৌতুক বেশ প্রচলিত অনেক আগে থেকেই।
ভালো লাগছে জেনগল্পগুলো।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
সব শালাই মনে করে, সে ধুয়া তুলসি পাতা।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
খাঁটি একখান কথা কইছেন, অপু ভাই !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আগে শুনলেও, দারুণ মজা পেলাম।
সৈয়দ আখতারুজ্জামান
ছোটবেলায় আমরা পিচ্চি-পাচ্চার দল সবাই খুব চেচাঁমেচি করলে গুরুজন টাইপ কেউ একজন এসে বলত, "বাচ্চারা, কেউ কথা বলবে না। যে কথা বলবে, সে গাধা।"
আপনার গল্পটা পড়ে ছোটবেলার এই ঘটনা মনে পড়ে গেল।
ফেরারী ফেরদৌস
মজা পেলাম
চলুক রূপান্তর পর্ব এরকম আরও....
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
আগে শুনলেও নতুন করে ভালো লাগলো।
-নিরিবিলি
বেশ লাগলো।
হাঁটুপানির জলদস্যু
নতুন মন্তব্য করুন