জলপাইরঙা দিনে

মুজিব মেহদী এর ছবি
লিখেছেন মুজিব মেহদী (তারিখ: বুধ, ১৬/০৭/২০০৮ - ৩:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

ধানের মাঠ ডিঙিয়ে এই যাওয়া, চালের স্বপ্ন ছাড়িয়ে ঠিক আলুগড়ের দিকে
পেছনে মৌ মৌ ভাতের ঘ্রাণ, সাথে পাটশাক ও শুকনো মরিচ ভাজা

আমাদের জলপাইরঙা দিনে উদাসী মাঠে তাকিয়ে থাকে রৌদ্রালোকের মড়া
চোখ ছলছল আমরা সকলে মিলিত হয়েছি তার শেষকৃত্য ছলে


মন্তব্য

পান্থ রহমান রেজা এর ছবি

চোখ ছলছল আমরা সকলে মিলিত হয়েছি তার শেষকৃত্য ছলে

মুজিব ভাই, এই শেষকৃত্য কী বাংলাদেশের? আমাদের সকল স্বপ্ন ও সম্ভাবনার?

মুজিব মেহদী এর ছবি

এ প্রশ্নের জবাবে আমি বরং নীরবই থাকি।
................................................................
সবকিছু নষ্টদের অধিকারে গেছে

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

আমাদের বার্তা পৌঁছে গেছে যথাস্থানে।

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

নুরুজ্জামান মানিক এর ছবি

.............................

নুরুজ্জামান মানিক
*******************************************A life unexamined is not worthliving.-Socrates

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

কীর্তিনাশা এর ছবি

Sheshkritto Bangladesh'er noy, sheshkritto hobe onno karo.

-----------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মুজিব মেহদী এর ছবি

তাই যেন হয়

................................................................
সবকিছু নষ্টদের অধিকারে গেছে

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

হাসান মোরশেদ এর ছবি

'মানুষের মৃত্যু হলে তবু মানব থেকে যায়'- নাকি?
এ যদি মানুষের দেশ হয় তবে মৃত্যুতে ও থামবেনা উৎসব,জীবন এমনই প্রকান্ড প্রচুর ।

লিখুন কবিগন,জাগিয়ে তুলুন ।
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

মুজিব মেহদী এর ছবি

লিখব বলেই তো বাক-স্বাধীনতা হরণের যেকোনো প্রয়াসকে অপ্রত্যাশিত জ্ঞান করি।

হ্যাঁ, আমরা লিখেই যাব।

................................................................
সবকিছু নষ্টদের অধিকারে গেছে

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

জিফরান খালেদ এর ছবি

বাহ!

মুজিব মেহদী এর ছবি

ধন্যবাদ, ধূ.গো দা।

................................................................
সবকিছু নষ্টদের অধিকারে গেছে

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

দ্রোহী এর ছবি

যেখানে খোকার শব শকুনীরা ব্যবচ্ছেদ করে............


কি মাঝি? ডরাইলা?

শেখ জলিল এর ছবি

Just wake up!

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

অতিথি লেখক এর ছবি

মুজিব ভাই আগে এখানে কখনো ঢুকে কমেন্ট করি নাই। আপনার এখানে তো প্রচুর লেখা। এই কবিতা এতো ছোট, কিন্তু আমার কাছে ব্যাপক ভাল লাগলো।

ভালো আছেন নিশ্চয়।

Mukte Mandal

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।