বিশজন ভিক্ষু ও এশুন নাম্নী একজন সন্ন্যাসিনী কোনো এক জেনগুরুর সাথে দলীয়ভাবে ধ্যানচর্চা করত।
এশুন ছিল খুবই সুদর্শনা, যদিও তার মাথা ছিল কামানো এবং পোশাক সাদাসিধে। ভিক্ষুদের কয়েকজন গোপনে তার প্রেমে পড়ে গিয়েছিল। তাদের মধ্যে একজন তো ব্যক্তিগত সাক্ষাতের অনুরোধ জানিয়ে রীতিমতো এক প্রেমপত্রই লিখে বসে।
এশুন এ পত্রের কোনোই জবাব দেয় নি। পরদিন জেনগুরু দলের সামনে একটা বক্তৃতা দেন। বক্তৃতা শেষ হওয়ামাত্র এশুন জেগে ওঠে। যে ভিক্ষু তাকে প্রেম নিবেদন করেছিল তাকে উদ্দেশ্য করে সে বলে, যদি তুমি সত্যি আমাকে খুব ভালোবাসো, তাহলে কাছে এসে এক্ষুনি আমাকে আলিঙ্গন কর।
বাংলায় রূপান্তর : মুজিব মেহদী
মন্তব্য
তারপর ???
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
প্রকাশ্যে মানে কি সবটুকুই প্রকাশ্যে! সারছে।
................................................................
জেতা মৎস্য গিলে বকে মনুষ্য খায় বাঘ-ভালুকে
রহস্য বোঝে না লোকে কেবল বলে জয়।
(দীন দ্বিজদাস)
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
ছবিটা কি এশুনের? মাথায় এত চুল আসল কোত্থেকে? তবে ঠিক আছে, ভালোবাসলে প্রকাশ্যেই বাসব এনশাল্লাহ!
ছবিটা এশুনেরই, তবে সন্ন্যাসিনী হবার আগের।
................................................................
জেতা মৎস্য গিলে বকে মনুষ্য খায় বাঘ-ভালুকে
রহস্য বোঝে না লোকে কেবল বলে জয়।
(দীন দ্বিজদাস)
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
আহা ছবিটা এশুনেরই হতে হবে এমন কোন কথা আছে নাকি! আর নাই বা হবে কেন? ভিক্ষুর চোখ দিয়ে দেখতে হবে। নইলে হবে?
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
শ্যাজাদি এক্কেবারে খাঁটি কথা বলছেন। কথায় আছে না, বিউটি লাইজ ইন দা আইজ অব দা বিহোল্ডার!
কারো চোখে মুনমুন-ময়ূরী তাবৎ হুরপরীর চেয়েও সুন্দর আর সুপার মডেলদের চেয়েও স্লিম মনে হতে পারে! নাকি বলেন?
তবে ভালবাসা জিনিসটা খুব রহস্যময় মনে হয়। আল্লাই জানে, মনে হয় আমারে কেউ বাসে না জন্যে!
শ্যাজাদির কথাই বা খাঁটি না হবে কেন?
................................................................
জেতা মৎস্য গিলে বকে মনুষ্য খায় বাঘ-ভালুকে
রহস্য বোঝে না লোকে কেবল বলে জয়।
(দীন দ্বিজদাস)
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
থ্যাঙ্কিউ থ্যাঙ্কিউ
---
বাদবাকি ইমোটিকন গুলি ক্যামনে দ্যায়?
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
হুহ ভাই এই জেন গল্প বাংলাদেশের লাইগা ইনভ্যালিড।
ফুলার রোডে যদি এরাম কইরা কেউ প্রকাশ্যে ভালোবাসতে কয়, জেলের ভাতও খাওয়া লাগতে পারে।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
নারে ভাই, বাংলাদেশের অবস্থা এইদিকে অনেক বদলাইছে। রাস্তাঘাটে কত কী দেখি! ঈর্ষা হয় ছেলের প্রতি, ও এই বদলের ভাগী হবে, আমি হবো না।
................................................................
জেতা মৎস্য গিলে বকে মনুষ্য খায় বাঘ-ভালুকে
রহস্য বোঝে না লোকে কেবল বলে জয়।
(দীন দ্বিজদাস)
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
আরে কি কন ! ওইদিন রিকশা নিয়ে ব্রিটিশ কাউন্সিলের সামনে দিয়ে যাচ্ছি, দেখি মাইকিং করছে, সবাই রাস্তা থেকে সরে যান। সন্ধ্যার পর কেউ রাস্তায় বসে থাকবেন না ......
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
আমার তো মনে হয় ঠিকই বলছে। ওই রাস্তাটা এমন এক রাস্তা, যেখান দিয়ে ছেলেমেয়েদের বাবা-মায়েরা যাতায়াত করে হরদম। একটু সরে বসলেই তো হয়।
তাছাড়া মাইকে তো খালি বলছে, সন্ধ্যার পরে রাস্তায় না বসতে, চুমু খেতে তো আর না বলে নাই! আর বললেই বা কি, ওইসব মাতব্বরি আদেশ কোনোকালে মেনেছে কোনো যুবক-যুবতি?
................................................................
জেতা মৎস্য গিলে বকে মনুষ্য খায় বাঘ-ভালুকে
রহস্য বোঝে না লোকে কেবল বলে জয়।
(দীন দ্বিজদাস)
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
ওই রাস্তা বা পার্কে - ময়দানে যুবক-যুবতীরা ছাতা নিয়া যায় না? ছাতা নিয়া গেলেই তো ঝামেলা শেষ! এখানকার পোলা-মাইয়ারা বুদ্ধিমান। যেখানেই বসে সামনে একখান খোলা ছাতা রেখে দেয়। ছাতার সরিয়ে তো আর কেউ উঁকি দিতে যাবে না। কাজেই নিশ্চিন্তি!
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
দারুণ বুদ্ধি! এইবার ছাতা সরবরাহ করা, নিদেনপক্ষে ছাতা ভাড়া দেয়ার জন্য একটা এনজিও খুলতে হবে। কলকাতায় যদি ছাতা চলে, তো ঢাকায়ও চলবে নির্ঘাৎ।
................................................................
জেতা মৎস্য গিলে বকে মনুষ্য খায় বাঘ-ভালুকে
রহস্য বোঝে না লোকে কেবল বলে জয়।
(দীন দ্বিজদাস)
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
উতপল লিখেছিলেন,
দূর থেকে হাত তোলো
যদি পার জানাও সম্মতি
নইলে সংকেত আজো বৃথা যায়।
তাই না?
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
গুরুজনের বরাত দিছেন, 'না' বলি কেমনে?
................................................................
জেতা মৎস্য গিলে বকে মনুষ্য খায় বাঘ-ভালুকে
রহস্য বোঝে না লোকে কেবল বলে জয়।
(দীন দ্বিজদাস)
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
ঠিক!
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
হুমম। তাড়া করে সাড়া দিতে এলে কী করা কবি?
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
এত যদি হাঁটো দূর দিয়ে
আমি তবে ছুঁবো কী সাহসে?
................................................................
জেতা মৎস্য গিলে বকে মনুষ্য খায় বাঘ-ভালুকে
রহস্য বোঝে না লোকে কেবল বলে জয়।
(দীন দ্বিজদাস)
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
ভিক্ষু না হইলে ভালোবাসতে পারমু না? নাকি ভালোবাসার ভিক্ষুক হইতে বলেন?
কিন্তু আমার যা বয়স, আরেক বুড়ি ছাড়া...
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
ভালোবাসার স্টাইল একেকজনের একেরকম। কে যে কীভাবে সিদ্ধিলাভ করতে পারে/পারবে কে জানে!
তবে আমি যতদূর জানি, বয়স ভালোবাসার কোনো বাধা না।
................................................................
জেতা মৎস্য গিলে বকে মনুষ্য খায় বাঘ-ভালুকে
রহস্য বোঝে না লোকে কেবল বলে জয়।
(দীন দ্বিজদাস)
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
আচ্ছা মুজিব ভাই আপনার কি মনে হয়না, কিছু ভালোবাসার কথা প্রকাশ করাটা ঠিক না। এগুলো মনের মাঝে রেখে দিতে হয়, ইচ্ছা মতো স্বপ্ন বুনতে হয়...প্রকাশ করে হুদাই ঝামেলা বাড়িয়ে কি লাভ?
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল
আমারো তাই মনে হয়।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
১০০% সহমত।
সব ভালোবাসা প্রকাশ্য হবে কেন? কিছু গোপনও থাকবে/থাকা দরকার।
................................................................
জেতা মৎস্য গিলে বকে মনুষ্য খায় বাঘ-ভালুকে
রহস্য বোঝে না লোকে কেবল বলে জয়।
(দীন দ্বিজদাস)
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
ভালো লাগল। একটি ভারতীয় সিনেমার কথা মনে পড়ে গেল। ছবিটির নাম তৃষ্ণাগ্নি। বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালে ছবিটি দেখেছিলাম।
আহা কি সুন্দর একটা জেনগল্প !
আহা সব মেয়েরাই দেখি এখন এশুনের মত লাগতাসে !
আহারে আমিও মনে হয় এশুনের প্রেমে পইড়া গেলাম !
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
গোপনে বাসুন ভালো
তারে।
................................................................
জেতা মৎস্য গিলে বকে মনুষ্য খায় বাঘ-ভালুকে
রহস্য বোঝে না লোকে কেবল বলে জয়।
(দীন দ্বিজদাস)
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
গল্পটা একদম আতকা শেষ হইয়া গেল। আরেকটু টাইনা লম্বা করলে কি এমন হইতো?
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
এটা বরং এ পর্যন্তই থাক। ঠিক এখান থেকে অন্য আরেকটা গল্পের সূচনা ভেবে রাখা যাক। সেটা জেনগল্প না হোক।
................................................................
জেতা মৎস্য গিলে বকে মনুষ্য খায় বাঘ-ভালুকে
রহস্য বোঝে না লোকে কেবল বলে জয়।
(দীন দ্বিজদাস)
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
এখন রাস্তায় রেস্তোরায় যা যা দেখি... আমারো ঈর্ষা হয়... তাই তো সিদ্ধান্ত নিছি পাকা... মুসলমানের এক জবান... বছরে বছরে বয়স বদলাইতে পারবো না... আমি চিরতরুন...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
সেটাই। নিজেকে চিরতরুণ ভেবে রাখাই লাভজনক। সঙ্গে সঙ্গে ওদের মূল্যায়নটাও এমন হলে কত না ভালো হয়!
................................................................
জেতা মৎস্য গিলে বকে মনুষ্য খায় বাঘ-ভালুকে
রহস্য বোঝে না লোকে কেবল বলে জয়।
(দীন দ্বিজদাস)
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
নতুন মন্তব্য করুন