সরাইখানা

মুজিব মেহদী এর ছবি
লিখেছেন মুজিব মেহদী (তারিখ: বুধ, ১৪/০১/২০০৯ - ১০:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

এক প্রখ্যাত আধ্যাত্মিক সাধক একদিন এক রাজপ্রাসাদের সদর দরজায় এসে পৌঁছলেন। কোনো দ্বাররক্ষকই তাঁকে থামাবার চেষ্টা করল না। তিনি তাঁর ইচ্ছেমতো ভিতরে প্রবেশ করলেন এবং সোজা সিংহাসনে আসীন রাজার সামনে গিয়ে দাঁড়ালেন।

রাজা তৎক্ষণাৎ তাঁকে চিনতে পেরে বললেন, 'আপনার জন্যে আমি কী করতে পারি ?'

'আমি এই সরাইখানায় খানিক বিশ্রাম নিতে চাই', সাধক বললেন।

রাজা অল্প নাখোশ হলেন। বললেন, 'কিন্তু এটা তো কোনো সরাইখানা নয়, এটা আমার প্রাসাদ।'

'আমি কি জানতে চাইতে পারি যে, আপনার আগে এটির মালিকানা কার ছিল ?', সাধকের পালটা প্রশ্ন।

রাজা বললেন, 'আমার পিতার, তিনি ইতোমধ্যে প্রয়াত হয়েছেন।'

সাধক বললেন, 'এবং তার আগে এটি কার মালিকানায় ছিল ?'

'পিতামহের, তিনিও প্রয়াত হয়েছেন।', রাজা জবাব দিলেন।

'তো, যে স্থানে মানুষ সাময়িককাল থাকেন এবং অতঃপর চলে যান, সে স্থানটি একটি সরাইখানা নয় তো কী ?', বললেন সাধক মহোদয়।

বাংলায় রূপান্তর : মুজিব মেহদী


মন্তব্য

রণদীপম বসু এর ছবি

জীবনের এই সরাইখানায়..'কা তব কান্তা, কস্তে পুত্রঃ'..করতে করতে একদিন আমরাও অতীত হয়ে যাবো, এটা ভাবলেই জীবনটা কেমন যেন অমূলক হয়ে যায়..!

এই ব্লগিং, এই কমেন্টারি, সবই কি অর্থহীন..!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মুজিব মেহদী এর ছবি

'এই ব্লগিং, এই কমেন্টারি' অর্থহীন হবে কেন? এটা হলো অর্থময় নিরর্থকতা।
..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

ধুসর গোধূলি এর ছবি
মুজিব মেহদী এর ছবি

সারছে, জেনগল্পসমগ্র নয়, আমার প্রস্তাবিত বইয়ে মাত্র ৩৭টি গল্প ও একটি ভূমিকা থাকবে। সব মিলিয়ে জেনগল্পের সংখ্যা অগণ্য। এর মধ্যে বীতশোক ভট্টাচার্য অনুবাদ করেছিলেন শ'খানেক, বাকিগুলো থেকে আমি মাত্র ৩৭।
..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

অনিন্দিতা চৌধুরী এর ছবি

ভাল লাগল।
এই গল্প ও আপনার নতুন বইয়ে থাকবে তো?
আপনার বইয়ের অপেক্ষায় আছি।

মুজিব মেহদী এর ছবি

হ্যাঁ থাকবে।

অপেক্ষা আশাকরি বেশিদিন করতে হবে না। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই হতে যাচ্ছে এর শুভমুক্তি।

..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

মাহবুব লীলেন এর ছবি

একেবারে ভাববাদী দর্শন?

মুজিব মেহদী এর ছবি

হবেও বা।
বস্তুর মধ্যেও ভাব, ভাবের মধ্যেও বস্তু।
'ভালোবাসায় পাথরও বাউল হয়' নইলে কীভাবে?
..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

সাধু এর ছবি

গল্পটা বহুল পরিচিত, তারপরেও ভাললাগে। ধন্যবাদ ।

মুজিব মেহদী এর ছবি

হ্যাঁ, বিভিন্ন সংস্কৃতিতে নানা ভার্সন আছে এর।
..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

অমিত আহমেদ এর ছবি
মুজিব মেহদী এর ছবি

দারুণ হলে তো দারুণ!
..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

প্রকৃতিপ্রেমিক এর ছবি

রাজা কি সাধুকে থাকতে দিয়েছিল?

মুজিব মেহদী এর ছবি

দিয়েছিলেন অথবা দেন নি, ওটা অমীমাংসিত।
যেহেতু গল্প, কাজেই এই ডিটেইলিংটা হয়ত দরকার হয় নি।
..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

পান্থ রহমান রেজা এর ছবি

সৈরম।

মুজিব মেহদী এর ছবি

সৈরম আবার কীরম?
..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দূর্দান্ত!!!

মুজিব মেহদী এর ছবি

ধন্যবাদ।
..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

কীর্তিনাশা এর ছবি

চমৎকার!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মুজিব মেহদী এর ছবি

আপনাকেও ধন্যবাদ।

..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

বলখ (সাবেক পূর্ব খোরাসান, বর্তমান উত্তর আফগানিস্তান)-এর সুলতান ইব্রাহিম বিন আদহাম (মৃত্যু ৭৭৮) সম্পর্কে এই ধরণের একটা গল্প প্রচলিত আছে। যার পরিপ্রেক্ষিতে ইব্রাহিম বিন আদহাম রাজ্যপাট ছেড়ে সন্ন্যাসব্রত গ্রহন করেন। মজার ব্যাপার হচ্ছে প্রখ্যাত পর্যটক ও সাধক স্যুয়াঙ চ্যাঙ বা হিউয়েন সাঙ ইব্রাহিম বিন আদহামের শাসনামলের প্রায় একশত বৎসর পূর্বে বলখ সফর করেন। ব্যাপারটা নিয়ে আমি একটু মুরগী আগে না ডিম আগে ধরণের সমস্যায় পড়ে গেলাম।

অবশ্য মূলসুর অক্ষুন্ন রেখে অনেক উপকথাকেই বিভিন্ন স্থানে বিভিন্ন রূপে দেখা যায়। এই গল্পটির জেন ফর্ম জানা ছিল না। জেনগুরুকে অসংখ্য ধন্যবাদ।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

মুজিব মেহদী এর ছবি

'ডিম আগে না মুরগি আগে' একটা অমীমাংসিত বিতর্ক। আমরা সেদিকে না যাই। বলি যে এসব টেক্সটের এক সংস্কৃতি থেকে আরেক সংস্কৃতিতে, এক ভাষা থেকে অন্য ভাষায় যাতায়াতে কোনো বাধা নেই, কোনোকালেই ছিল না। মাধ্যমেরও যে কখনো অভাব দেখা গেছে, তাও না।

একটু যুক্ত করা যায় যে, বৌদ্ধবাদ সূচিত হয়েছে ভারতবর্ষে, জেনও এসেছে বৌদ্ধবাদ থেকেই। চীন, জাপান, কোরিয়া, ভিয়েতনামে বৌদ্ধ টেক্সট প্রথমত ভারত থেকেই গিয়েছে। স্থানীযভাবে রচিত হয়েছে পরে। কিন্তু এ গল্পটির আদি ভিত ওদিকে নাকি এদিকে তা জানা যায় না।

চীনা পর্যটক ফা হিয়েন ভারতবর্ষে আসেন ৩৯৯ খ্রিষ্টাব্দে। তার প্রধান একটি কাজ ছিল বৌদ্ধ টেক্সট পুনরুদ্ধার করা। ১৫ বছরের ভারতপর্যটন কালে তিনি এখানকার বৌদ্ধ তীর্থগুলোর পাশাপাশি গিয়েছেন পেশোয়ার, পাকিস্তান, আফগানিস্তান, বেনারস, শ্রীলংকা, জাভাদ্বীপ প্রভৃতিতেও। তাঁর মাধ্যমেও এসব টেক্সটের কিছু ছড়াছড়ি হয়ে থাকবে (থাকতে পারে)।
..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

আনিস মাহমুদ এর ছবি

অনেকদিন পর আপনাকে সচলায়তনে দেখলাম। ভাল লাগল।

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

মুজিব মেহদী এর ছবি

এসেছি কিন্তু দেখা দেই নি। মাঝেমধ্যে ঘোমটা পরে থাকতে ইচ্ছে করে।
..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

নুরুজ্জামান মানিক এর ছবি

যা বলার ষষ্ঠ পাণ্ডব বলে দিয়েছেন !

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

মুজিব মেহদী এর ছবি

ষষ্ঠ পাণ্ডবের দোহাই দিয়ে পাশ কাটিয়ে গেলেন!

আরেকটা কথা : আপনি দেখি আমার ভার ম্যালাদিন ধরে বইছেন। এবার ঝেড়ে ফেললে হয় না?
..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

তীরন্দাজ এর ছবি

এ কাহিনী বিভিন্ন ভাবে বিভিন্ন চেহারায় পরিচিত। আর আপনার অনুবাদের শক্তিতে আরো বেশী মনে গেঁথে গেলো।

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

মুজিব মেহদী এর ছবি

এগুলো তো জনসম্পদ, বিরাজিত নানারূপে নানা জনপদে।
..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

সাইফুল আকবর খান এর ছবি

সাধু! সাধু! হাসি
অনেক ভালো লাগলো মুজিব ভাই।

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

মুজিব মেহদী এর ছবি

বেশ তো!
..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

সুলতানা পারভীন শিমুল এর ছবি

গ্রেইট !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

মুজিব মেহদী এর ছবি

থ্যাংকস।
..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

এনকিদু এর ছবি

ভাল লাগল অনেক দিন পর জেন গল্প পেয়ে । ভাল থাকবেন, আরো জেন গল্প দিয়েন ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

মুজিব মেহদী এর ছবি

পড়লেন বলে ধন্যবাদ।
..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

অতন্দ্র প্রহরী এর ছবি

ভাল লাগল। বইমেলায় আপনার বইয়ের অপেক্ষায় আছি।

মুজিব মেহদী এর ছবি

খুবই আনন্দের কথা।
..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।