আজকে আমাকে, দ্বিধাকে লেখাবে
ঘাটের কবি। তার রেখার চিঠি এসে
দরোজা বাজিয়েছে। ডানার দূরালাপ
শুনেছে শ্যাওলা।ভাবুক নেশা জমে
দুলেছে চৌকাঠে। পালক ছাড়িয়েছে
ডানাকে উড়তে। ডানারা উড়ে যায়
ভাসানটেক, যশোর রোড তাকে
পাঠায় দেবদূত। কে বলে মেলাঘর,
দিল্লী বহুদূর? দেহাতী বিদ্রোহে
চাষারা কূচ গাঁথে। রক্ত জমে থাকে
মাতাল চৌচালে।রক্তে মরচে ধরে না
টাটকা অথবা তা যতই করুণ, বাসী হোক
এমত চিঠে এসে বাতাসে শিল ছোড়ে।
কবির মুখ খুঁজে পরখ করে দেখি,
বিরান দুপুরের বেদনা দুলে আছে।
মন্তব্য
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
থ্যাংক ইউ!
ভাসানটেক, যশোর রোড-এর ব্যাপারটা কি? ওখানেই কি সব ডানারা উড়াউড়ি করে নাকি?![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
কবিতা ভাল্লাগছে।
ভাল্লাগছে শুনে খুশী হইলাম।
বাঃ
'ডানা উড়ে আসে...'
আলাদা করে প্রাণহীন অথচ প্রাণতার প্রমাণক ক্রিয়াকর্মের বাহক 'ডানা'কে কাব্যভাবনায় আলাদা করে প্রাণ আরোপ করা... কবির রচনা শুরুর দশকের বৈশিষ্ট্য থেকে পাওয়া বোধ হয়।
এরকম কবিতার কোড ভাঙা খুবই কঠিন। তবে মেলাঘর, যশোর রোড, বিদ্রোহ, যোগ করলে মুক্তিযুদ্ধের চিত্র ভাসে। ভাবনাকে আরেকটু উড়ালে মনে হয় মুক্তিযোদ্ধা কোনো কবির কথা।
সবচে বড় কথা ভালো লাগা। ভালো লাগলো।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
কবিতার দশকমন্ডিত বৈশিষ্টের বিষয় আশয় কবিতার নিবিষ্ট পাঠক ছাড়া বোঝা সহজ না।ঠিক ধরেছেন, আগের লেখা।
কোড তো ভেঙ্গেই ফেললেন!
ভালো লাগলো আপনার মন্তব্য।
চমৎকার !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ধন্যবাদ কীর্তিনাশা।
ভাল লাগছে আপনার কবিতা !
![](http://www.sachalayatan.com/files/images/juddho2.thumbnail_0.jpg)
আরো লিখুন, নিয়মিত।
-------------------------------
--------------------------------------------------------
![](http://www.sachalayatan.com/files/images/juddho2.thumbnail_0.jpg)
নতুন মন্তব্য করুন