প্রাক্কাল

নাহার মনিকা এর ছবি
লিখেছেন নাহার মনিকা [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ১৪/০৫/২০০৯ - ৮:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

হাতে তোমার কয় মুহূর্ত আছে
এখন সকাল দশটা বুঝি বাজে?
এম্বুলেন্সের হর্ণ শুনেছি কালকে
হৃদয় দিয়ে হৃদয় উম্মাতাল কে?
ডাকাতিয়ায় তখন ছিল ভোর
নৌকা থেকে নামছিলো না রাত
গলুই টানে তীরের জল প্রপাত
আটকানো দম ফেরত পাবে না যে
এখন সকাল দশটা বুঝি বাজে?
ডুব মেরেছো পরস্পরের ছায়ায়
মাছ ধরতে ইচ্ছেমাফিক টোপ
মাপামাপির হিসেবটা চঞ্চল
ছুঁইয়েছিলে দুনোপাশের জল?
তখন দুজন বেহুশ ছিলাম নাতো?
ভোরের পরে নামলো এসে রাত ও
আটকানো দম ফেরত দিলে না যে!
সকাল এখন দশটাই যে বাজে!


মন্তব্য

জি.এম.তানিম এর ছবি

সুন্দর!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

নাহার মনিকা এর ছবি

থ্যাংকিউ!

আহমেদুর রশীদ এর ছবি

অসম্ভব ভালো লাগলো।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

নাহার মনিকা এর ছবি

পড়েছেন দেখে আমারো ভালো লাগলো!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আজকের নীড়পাতা তো দারুণ সমৃদ্ধ।
অসাধারণ সব পদ্য, অসাধারণ সব ছবি...

কবিতাটা দারুণ লাগলো
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নাহার মনিকা এর ছবি

থ্যাংকিউ! আমারো দারুণ লাগলো!

তানবীরা এর ছবি

মনিকা। সব সময়ের মতো হয়েছে, ভালো।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নাহার মনিকা এর ছবি

সব সময়ের মতো!
থ্যাংক ইউ তানবীরা!

সুমন সুপান্থ এর ছবি

অক্ষরবৃত্তের সফল প্রয়োগ দেখে থ্‌ হয়ে, পড়লাম ক'বার ...
ভালো লাগা বাড়লোই

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

নাহার মনিকা এর ছবি

ভাগ্যিস আপনি পড়লেন সুমন!

স্নিগ্ধা এর ছবি

সুন্দর একটা কবিতা!

নাহার মনিকা এর ছবি

থ্যাংকিউ স্নিগ্ধা।

মণিকা রশিদ [অতিথি] এর ছবি

মনিকা আপা, খুব, খুব ভালো লাগলো। আপনার উচিত অনেক অনেক বেশী লেখা।

নাহার মনিকা এর ছবি

পড়েছো জন্যে তোমাকে ধন্যবাদ মনিকা ।

নজমুল আলবাব এর ছবি

বেশি করে লিখুন। সচল থাকুন। সচল রাখুন।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

নাহার মনিকা এর ছবি

বেশী করে লিখবো? ঝামেলা তো ওইখানেই।
ভালো থাকুন।

জুলফিকার কবিরাজ এর ছবি

কবিতাটি পড়ে আনন্দ পেলাম।

ভূঁতের বাচ্চা এর ছবি

চমৎকার হয়েছে।
----------------------

--------------------------------------------------------

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।