চাঁদপুরে আমাদের বর্ষা ছিল

নাহার মনিকা এর ছবি
লিখেছেন নাহার মনিকা [অতিথি] (তারিখ: বুধ, ০৫/০৮/২০০৯ - ৭:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

চাঁদপুরে আমাদের বর্ষা ছিল
শত কুয়াশার মধ্যে কী করে যে
ঠাঁই খুঁজে নিলো নিরন্তর
বড়ই অদ্ভুত!

নদীর পেছন ফিরে অবিরত শুশুকের
মুখ গুণতি কাটিয়ে সময়
ফিরে দেখি বসন্ত উধাও।
অন্য কুয়াশা এসে ঘিরে ধরেছিল
সেই নদীর বসতি।

অবিনশ্বরের সঙ্গে দেখা হয়ে গেলো
কথায় কথায় ক্রমে রাত বেড়ে গেলে
বর্ষার পেছন ফিরে তারপর
ঘাড় কাৎ করে চলে যাওয়া-
এভাবে তো না গেলেও চলে!


মন্তব্য

নুরুজ্জামান মানিক এর ছবি

ভাল লাগল ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

পান্থ রহমান রেজা এর ছবি

হুম! এভাবে তো না গেলেও চলে! কিন্তু সে চলে যায়। এটাই নিয়তি!
আচ্ছা, আপনি এতো কম লিখেন কেন?
..................................................................

ঐ যে হাঁটছি মুদ্রা দোষে নাকটা ঘষে
আড্ডা মানেই সেকেণ্ড হাফে খেলছি সোলো
গুজবো না শার্ট আমার পাড়া স্মার্ট পেরিয়ে
সে রোদ্দুরের স্মরণ সভাও লিখতে হল

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

মাঝের প্যারাটা খুব ভাল লাগলো।

নৈশী।

কীর্তিনাশা এর ছবি

চমৎকার কবিতা !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নীল [অতিথি] এর ছবি

এভাবে তো না গেলেও চলে

চলুক

পুতুল এর ছবি

চাঁদপুরে আমাদের বর্ষা ছিল

সেই রাম ও নেই সেই অযোধ্যাও নেই। নিজের গ্রাম নিজের কাছেই অচেনা মনে হয়।
আপনার কবিতা খুব ভাল লগল।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

নাজমস সামস এর ছবি

খু-উ-ব ভােলো লাগলো আবার পড়ে।অআপনার মাছ কবিতাটি ছিল অসাধারণ!!!
নাজমুস সামস

ফকির লালন এর ছবি

ভালো লাগলো -
অন্য কুয়াশা এসে ঘিরে ধরেছিলো সেই নদীর বসতি।

আহমেদুর রশীদ এর ছবি

আপনার এই কবিতা পড়ে এবং বই দেখে বর্ষায় চাঁদপুর যেতে ইচ্ছে করছে।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

স্নিগ্ধা এর ছবি

ভালো লাগলো, কবিতাটা হাসি

কাজী আফসিন শিরাজী এর ছবি

আপনি কী মনিকা রশিদের বোন- নাহার মনিকা? কবিতাটা ভালো লাগল।

হাসান মোরশেদ এর ছবি

এরকম কবিতা ক্লান্তি আনেনা।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

মৃদুল আহমেদ এর ছবি

একটা লাইনই যথেষ্ট।
চাঁদপুরে আমাদের বর্ষা ছিল।
দারুণ।
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

মণিকা রশিদ এর ছবি

এই কবিতা আমার মুখস্থ!

........................................
......সবটুকু বুঝতে কে চায়!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।