কেবল বাতাসে গল্পটি লেখা হল
বাতাসে বিনাশ তোমার কখনো ছিল?
বাতাসে বা বিষে কিছু কি এসেছে,যায়!
একার গল্পে উড্ডীয়মান
পতনের সেই পুরাতন কথা লেখে বিকল্প রাত।
চারপাশে ছায়া, আলোজ্বলা চোখ
দেহের পাঁচিলে স্বগত গল্প
অগ্নি স্ফুরণ, বলা বাহুল্য
উজানে ডাকলো বিন্দু-বাস্প নিয়ে।
বাতাস কি মোহে ওড়ে প্রকাশ্যে
ঠিক ভুল মাপ, অপরিমেয়ের সাধ
জ্বালাবে আগুন ক্ষ্যাপাটে মোমের দেহে।
বাতাস অবধি বাতাস-ই তো হেতু
নিমিত্তে থাকে রোজকার পদচ্ছাপ
অসঙ্গতির সঙ্গে হেসেছে বিন্যাসী সদ্ভাব!
বাতাসে কখন গল্পটি লেখা হলো?
কোন বাজিকর তাস খেলা যাদু দিনে
ছায়ামাখা মুখ, মুখোশ পালটে
ছটফটে ভান, নিঃশ্বাসে যাদুটোনা!
বাতাসে কোন কি দুঃখ থাকতো জেগে
সুখও ঘুমাতো না সুযোগের উদ্বেগে!
মন্তব্য
অনেক ভালো লাগলো নাহার আপা...।
_____________________________________________
কার জন্য লিখো তুমি জলবিবরণ : আমার পাতার নৌকা ঝড়জলে ভাসে...
____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"
"অসঙ্গতির সঙ্গে হেসেছে বিন্যাসী সদ্ভাব! "
মনিকা আপা......আপনার কবিতা সবসময় অন্য জগতে নিয়ে যায়, যে জগতে আসলে হয়ত বিচরণ করি কিন্তু তার কথা এমন সুন্দর করে গুছিয়ে বলার প্রতিভা রাখিনা! আবারও মুগ্ধ...সবসময়ের মতন।
........................................
......সবটুকু বুঝতে কে চায়!
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
চমৎকার!!
সুন্দর ।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
দারুণ।
খুব ভালো লাগলো কবিতাটা... অনেক সুন্দর...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
অনেক বার পড়লাম। অনেক ভালো লাগলো।
অনেক ভালো লাগলো।
নৈশী।
বাতাসে কোন কি দুঃখ থাকতো জেগে
সুখও ঘুমাতো না সুযোগের উদ্বেগে!
অনেকদিন পর আপনার লেখাটা পড়লাম। অপেক্ষায় ছিলাম নতুন কবিতার!
উপরোক্ত লাইন দুটি টানলো খুব!!
বেশ ভালো লাগলো।
নতুন মন্তব্য করুন