সুরের গল্প

নাহার মনিকা এর ছবি
লিখেছেন নাহার মনিকা [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ১৫/১০/২০০৯ - ৯:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:

দশ বারোজন সখী সখী মেয়ে ছিলো আমাদের অমোঘ পাড়ায়
যেখানে সমুদ্র নাই, সমুদ্রের ছায়া এসে জরাক্রান্ত করে যায় রাত।
সে রকম রাত জমে এলে রন্ধ্রে ঘনিয়ে ওঠা সুর নিয়ে
মেয়েগুলো ছুটে যেতো গভীর দুপুর,
নিষাদ বাতাস ধাওয়া খেতো সোজা রেললাইন।
হারমোনিয়ামের রীড ভেবে তারা বহুদিন রেললাইন বাজিয়েছে,
বাজিয়েছে পরস্পর পরস্পরে, বুকের পাঁজর।

আমাদের পাড়ায় কোন হারমোনিয়ামের চল ছিল না,
ছিলো কিছু গান জানা পাখির পালক,
তাল নৈপুণ্যে সুর ধরে, সাঁ করে চড়ে বসে রেল গাড়ি।
রেলের খোলের শব্দে মেয়েগুলো গলা সাধে সম্বন্ধমাফিক।
উৎস থেকে গন্তব্যের একটানা অবশ্যম্ভাবী উদারা, মুদারা
বিধিমত ছুটে গিয়ে তারার ফুল ফোটায় কুয়াশার ভোরে।
তখনো কুয়াশা নীল রং দিতো, তখনো পাখিরা,
সপ্তকে ভেসে আসা গম্ভীর নদী পায়ের কাছে ঝুঁকে এলে,
মেয়েদের চোখে আলো উড়ে যেতো আধবোজা তারার নেশায়…
বরং ওভাবে বলি, যেভাবে বলবে বলে পুরোটা শৈশব মেয়েগুলো
হাঁটু পানির ঢেউয়ে গলা সেধে অভিমানী শংখ হতে চায়,
শংখের সুরে সুর গেঁথে অথৈ অথৈ খেলা খেলে।

সমুদ্রতীর ব্যতিরেকে শংখের সুসময় বলে কিছু নাই-
প্রকৃতির শর্তমালা ভেঙ্গে লাগসই মাতাল কোন শংখ এসে
শ্লথঘুম ঘুমালো না আমাদের প্রাচীন পাড়ায়,
এখন আর অসময়ে কে বাজাবে শীষকন্ঠি সুর,
কে শেখাবে মেয়েদের নিনাদিত শংখের স্বাদ!

মেয়েগুলো তারপর, নিজে নিজে সুরে উড়ে যায়
তাদের বুকের কাছে উর্ধগামী ছোট ছোট ডানার শেকড়।


মন্তব্য

মণিকা রশিদ এর ছবি

"সপ্তকে ভেসে আসা গম্ভীর নদী পায়ের কাছে ঝুঁকে এলে,
মেয়েদের চোখে আলো উড়ে যেতো আধবোজা তারার নেশায়…
বরং ওভাবে বলি, যেভাবে বলবে বলে পুরোটা শৈশব মেয়েগুলো
হাঁটু পানির ঢেউয়ে গলা সেধে অভিমানী শংখ হতে চায়,
শংখের সুরে সুর গেঁথে অথৈ অথৈ খেলা খেলে।"

...যেন আমার কথা, আমাদের সবার কথা! চেতনার মধ্যে দুলে দুলে বসে যাচ্ছে লাইনগুলো, অনেকবার পড়লাম, মনিকা আপা!( একবার শুনেওছিলাম আপনার কন্ঠে)।

______________________________
আর সব যুদ্ধের মৃত্যুর মুখে হঠাৎ হাসির মতো ফুটে ওঠা পদ্মহাঁস
সে আমার গোপন আরাধ্য অভিলাষ!
--আবুল হাসান

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

অনেক ভালো লাগলো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

পান্থ রহমান রেজা এর ছবি

চমৎকার কবিতা নাহার আপা! খুব ভালো লাগলো।
........................................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

নাহার মনিকা এর ছবি

পড়বার জন্য সবাইকে ধন্যবাদ!

নাজমুস সামস এর ছবি

অনেকদেরী করে লেখাটা পড়লাম। আমার সবকিছুই দেরী হয়ে যায়। তবু-
হারমোনিয়ামের রীড ভেবে তারা বহুদিন রেললাইন বাজিয়েছে,
আহা কি চমৎকার লাইন।

অর্জুন মান্না [অতিথি] এর ছবি

কবিতা পড়ে খুব ভাল লাগল।
কেন যেন মনে হচ্ছে এই কবিতাটা আগে কোথাও পড়েছি।
মনে হচ্ছে বারবার পড়া কবিতা যেন!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।