ভাটফুলও এখন আইইএলটিএস পড়তে শিখে গেছে
প্রতিদিন টোফেল করতে করতে
মন সহজেই প্রবাসী হয়ে যায়
এই যে সুন্দর হিজল গাছ ম্যাপললীফের কাছে
তার কোন অস্তিত্ব নেই
পরজীবী মন ডলারের স্বপ্ন খেয়ে
টাকার ঘ্রাণ ভুলে যায়। জানালায়
যে সব মানিপ্লান্ট ড্রয়িং করা ছিল
তার শরীরে ইউরোপ্লান্ট চাষ করে
প্রতিদিন আদর্শলিপি ভুলে যাই
আর এবিসিডি-র আড়ালে
কখগ বিদ্যালয় যেতে ভুলে যায়
শটিবন প্রতিদিন লেসনপ্লানে যে সব হিয়ারিং করে
তার ধ্বনিতে বার্লি গলে না
শুধু শুধু আকাশ চিলের ডাক শুনে কি হবে আর!
শাদা সুদর্শন বাতাসে উড়–ক সেই ভালো
মন্তব্য
ডিজিটাল থেকে এইবার শিক্ষা! বেশ
ভাইরে গরু হারালে এমনই হয় মা!
ওয়াও.........সচল একজন সুটেড কবি পাইলো..........
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
অবারো ধন্যবাদ!
ধন্যবাদ।
তবু যদি প্রবাসী হয়া যায়!
আপনার এই কবিতায় কমেন্ট করতে ঢুকলাম। দারুণ লিখেছেন তো আপনি!
বেশ একটা ঝিম মেরে বসে রইলাম...
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
আমি আপনার কাছ থেকে আরো কমেন্ট পাোয়ার আশায় এখনো অপেক্ষা করছি।
নতুন মন্তব্য করুন