মৃত সাক্ষাৎকার

নাজমুস সামস এর ছবি
লিখেছেন নাজমুস সামস [অতিথি] (তারিখ: রবি, ২০/০৯/২০০৯ - ৮:১৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

-ভাবী কেমন আছেন?
-তোমাকে তো চিনলাম না
-সামস ভাই থাকলে চিনতেন

আমি একজন কবিতানুরাগী
বহুদিন অচলায়তন ভেঙেছি একসাথে
মাছিপথে ছড়িয়ে দিয়েছি কবিতার শিল্পভাবনা

যে নুড়িগুলি কুড়িয়েছি একসাথে
আজ তার ফ্লাইওভার দিয়ে দোতলা এরোপ্লেন চলে

-আর তোমার লেখারা?

-হাওয়াই জাহাজে শব্দ মেঘ ফুঁড়ে
পায়রা উড়াই শীতলক্ষ্যার ক্ষেতে
বস্ত্রবালিকার সাইজ লেবেলে
যোজন পাউডার ছড়িয়ে দেই বেনিয়া মারার

কেয়াফুলের রংয়ে এই যে মেঘ ভাসে
তার শস্যদানায় নুপুর বাজে
অতীত নক্ষত্রের

-সবকিছু ছেড়ে আদপ তুলিতে
রাঙিয়ে দেই মন
যদি তাতে হলুদ কৃষ্ণচূড়ায়
থোকা থোকা ফুল ফোটে

-বউ উনুনে সর ফেলবে সম্পর্কের বাতাসা

-নিজের হাতে সবুজ ক্যালকুলেটর নিয়ে
যে আছেন শব্দ অরণ্যে
তার হাওয়ায় জেগে আছে যুবতী চাঁদ

চড়ুই পাখির তৃণে বোনা এই ঘর
ইট পাথরেও প্রাকৃতিক আলো আনে


মন্তব্য

রণদীপম বসু এর ছবি

কী কইলেন আপা, বুঝি নাই !
তয় ঈদ মুবারক।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।