বড় হলে কেউ কথা রাখে না
ছিপিতে আতর রেখে মুখবন্ধ লেখে
কথার
আঁচে বেড়ে ওঠা অপেক্ষা
নানারকম চিন্তার জন্ম দেয়
এইসব প্রতিশ্রুতির ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী
সুস্বপ্ন আঁকে আশার
হাতছানি চাদরে
ফারেনহাইট জ্বালায়
অকূল ভাবনা
এইবুঝি বন্ধ হল প্যান্ডোরাস বক্স
অবুঝ মনে হোনকাইছ দিয়ে মাপি সোনার রতি
আশারতিতে এক মনস্বপ্ন ভাঙে
হতাশা অন্য মন ভাঙার হৃদয় ধরতে শেখায়
ভাবনার সারেগামা উথলে উঠে
যদি পাওয়া যেত ক্ষমতার ঘন্টা
চিপস হয়ে ফুলাতাম স্বপ্ন বেলুন
অন্যকে পোড়াতাম আশার রোদে
আশা দিয়ে ভুলতাম আশা পোড়ানোর দু:খ
কোনদিন মিথ্যা আশ্বাস দেব না জানি
মন্তব্য
ভালো কোবতে, ভায়া। চালিয়ে যান।
---------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
ধন্যবাদ অণুপ্রেরণা দেয়ার জন্য।
অাজকাল অণুপ্রেরণার অভাব বোধ করি।
কবিতা ভালো লাগলো!
ভালো লাগছে জেনে ভালো লাগছে।
আপনার কবিতার শিরোণাম কয়েকবার পড়েছি- বউ হলে কেউ কথা রাখে না
রেনেসাঁ
বউ বাপরে বাপ! আমার অতো সাহস নাই।আপনার সাহসের প্রশংসা করলাম।
নতুন মন্তব্য করুন