রবীন্দ্রনাথের সাথে মোবাইলে কথা বললে
ডিজিটাল কবিতা শোনায়
মনকষ্টের সময়
ইমেল করে গান
ডাকঘরের ইঞ্জিনে চার দেওয়া
নাটকগুলি মঞ্চস্থ করি অফসেট ব্যানারে
চিন্তায় রবীন্দ্রনাথ যা লেখে
ক্যানভাসে জড়িয়ে আছে
ইলেকট্রিক ভাবনা
শিলাইদহের বোটে ঘুরে
কবি পদ্মার ভোল্টেজ বাড়ায়
তাপে বড় হওয়া ইলিশ খেয়ে
এসব দর্শন
বাংলাদেশের রঙিণ ডেস্কটপ হয়ে যায়
মন্তব্য
সেই ডেস্কটপে আমাদের জীবন রচনা করি...........অন্য এক অনবদ্য রবীন্দ্র রচনা; কবিতায়। ভালো লাগল।
মরণ রে তুহু মম শ্যাম সমান.....
খুবি ভাল লাগল।
ভাল লাগল।এ ধরনের 'ডিজিটাল' কবিতা আরো পাব আশা রাখি।
স্পার্টাকাস
অনেক ধন্যবাদ
ফাটাফাটি কবিতা! দারুণ লাগলো!
অেনক ধন্যবাদ।
কবিতা বুঝতে নাকি পন্ডিত হতে হয়। আমি তাই কবিতা খুব একটা বুঝি না। আমার বোঝা না বোঝা নির্ভর করে কবিতাটি পড়ে ফেলার পর ওটার ভালো লাগা না লাগার উপর। সেইভাবে বললে এই কবিতাটি আমি বুঝি নাই।
আর যাই েহাক আিম পন্ডিত না।
খুব ভালো লাগলো কবিতাটি। বেশ নতুন ধরনের!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
অেনক ধন্যবাদ।
ডিজি-টাল না হলেই হৈলো
_________________
ঝাউবনে লুকোনো যায় না
টাল! হুম!!
ভালো হয়েছে।
রবীন্দ্রনাথকে অন্যভাবে উপস্থাপন করতে চেয়েছি।
ঘোড়ায় চড়িয়া মর্দ তুমি হাটিয়া কেনে চলো?
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
কারণ পুলিশে ঘোড়া নিয়ে েগছে।
বুড়োর নাম্বার খানা দিয়েন তো কবিতা ভাল্লাগসে
নতুন মন্তব্য করুন