ডিজিটাল স্বপ্নের ডানা

নাজমুস সামস এর ছবি
লিখেছেন নাজমুস সামস [অতিথি] (তারিখ: বুধ, ০৪/১১/২০০৯ - ৯:৩৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

সময়ের মেঘ উড়ে
স্বপ্নও হয়ে গেছে ডিজিটাল
মোম নিয়ে গলে পড়ার ভয় নেই ইকারুসের
ডিডেলাস ডিজিটাল ডানা বানায়

চর্বিতে ব্রেন দিয়ে যেসব বাস্তব আঁকি
পরনে অফসেট সুখ
মেঘের রেজিস্ট্রেসন মেলে

সব কিছু নিপুন করে
উড়াল দেয় ডিজিটাল স্বপ্নের ডানা


মন্তব্য

বলাই চাঁদ এর ছবি

বোঝা যায় যথেষ্ট কসরত করে আপনি কবিতা রচনা করে থাকেন। মেশিন-মুশিন আর ইংরেজি শব্দ জুড়ে দিয়ে কবিতার ডিজিটালাইজেশন করেন। ভালো ফর্মুলা বের করেছেন। আপনাকে অনুরোধ করবো নাম মুছে দিয়ে এই লেখাগুলো পাঠক হিসাবে পড়ে দেখেন। আপনার মন তখন কী বলে, জানতে উদগ্রীব হয়ে থাকলাম।

নাজমুস সামস এর ছবি

েয কোন লেখার প্রথম পাঠক হচ্ছেন েলখক নিজে। তারপর তিনি সেয়ার করেন অন্যদের সাথে।একটি লেখায সমকাল উঠে আসে।সমকালের বিষয় প্রতিফলিত হয়।সে হিসেবে আমরা যে সময়ের মধ্যে এবং যে ভাষার মধ্যে দিয়ে যািচ্ছ তাই প্রতিফলিত করার চেষ্টা করছি লেখার মধ্যে দিয়ে।তাকে কেউ বলে ডিজিটাল কেউ যন্ত্রণা।ধন্যবাদ আপনাকে।

অম্লান অভি এর ছবি

সব কিছু নিপুন করে
উড়াল দেয় ডিজিটাল স্বপ্নের ডানা

এই খানে এসে
ভাবিত মন নিয়ে উড়ে যায় যাপিত জীবন।

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

নাজমুস সামস এর ছবি

ধন্যবাদ অপনাকে।

বলাই চাঁদ এর ছবি

বোঝা যায় যথেষ্ট কসরত করে আপনি কবিতা রচনা করে থাকেন। মেশিন-মুশিন আর ইংরেজি শব্দ জুড়ে দিয়ে কবিতার ডিজিটালাইজেশন করেন। ভালো ফর্মুলা বের করেছেন। আপনাকে অনুরোধ করবো নাম মুছে দিয়ে এই লেখাগুলো পাঠক হিসাবে পড়ে দেখেন। আপনার মন তখন কী বলে, জানতে উদগ্রীব হয়ে থাকলাম।

নাজমুস সামস এর ছবি

জেনেছেন নিশ্চয়ই।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এটাও তো ডিজিটাল কবিতা মনে হচ্ছে।

নাজমুস সামস এর ছবি

দেখি কিতা হয়।ধন্যবাদ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।