রঙএর এক আবরনে আবৃত দেহ
ভালবাসে কেউ, ভয় পায় কেহ,
সে যে চীর শ্বাস্বত
যুবার নয়নে সতত,
লালসায় দগ্ধ করে ভ্রাতৃত্ব বাঁধন
হিংস্র সন্তানেতে হয় তিক্ত মায়ের মন।
মনের গহীনে তোমার সর্বদা সহচর
কুৎসিত প্রবৃত্তি এক প্রায়শ অকপট,
তবু অনুতাপ কর থেকে যায় বাকি
তাই চোখ বোঁজ, শোনাই চমক আজি –
সুন্দর, সেতো রিক্ত
সুন্দর, সেতো স্বাধীন
সুন্দর, তো ভালবাসেনা
সুন্দর দ্বারা বিবস্ত্র আমি।
সে জানালো গন্তব্য আমার
তাতো গৃহ হতে বহুদূর,
এ যাত্রায় কেহ নয় আর
একাকিত্বকে করব সহচর।
[ বিশ্বখ্যাত সংগীত দল ক্রিড এর ‘বিউটিফুল’ গানটি অবলম্বনে লেখা]
মন্তব্য
নতুন মন্তব্য করুন