মুক্তিযুদ্ধ সম্পর্কিত বেশ কয়েকটি মূল্যবান বই অনলাইনে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম । প্রকাশনা সংস্থাগুলো নিজেরাই তাদের সাইটে বইগুলি বিতরন করছে। এজন্য তাদের ক্ৃতজ্ঞতা জানাই। বইগুলো হচ্ছে -
১. একাত্তরের দিনগুলি
- জাহানারা ইমাম
শহীদ জননী জাহানারা ইমামের একাত্তরে লিখিত দিনপঞ্জী । ড. জাফর ইকবাল এই বই সম্পর্কে বলেছিলেন, মুক্তিযুদ্ধ সম্পর্কে আমাকে যদি একটি বইয়ের কথা জানাতে হয় তাহলে তা হবে শহীদ জননী জাহানারা ইমাম লিখিত একাত্তরের দিনগুলি।
২. ফিরে দেখা '৭১
- Online compilation
somewhereinblog.com এ বিভিন্ন সময়ে পোস্ট করা মুক্তিযুদ্ধ সম্পর্কিত মুল্যবান তথ্য সম্বলিত লেখা নিয়ে এই সংকলনটি করা হয়েছে।
৩. মা
- আনিসুল হক
মুক্তিযুদ্ধের সত্য ঘটনাবলী উপর ভিত্তি করে লেখা অত্যন্ত জনপ্রিয় একটি ডকু-ফিকশন ।
৪. পাকিস্তানী যুদ্ধাপরাধী ১৯১ জন
- ড. এম. এ. হাসান
একাত্তরের যুদ্ধাপরাধী ১৯১ জন পাকিস্তানী মিলিটারী অফিসার এবং রাজাকারের অপরাধের দলিল। প্রত্যেক ঘটনার বিবরনের সাথে আসামী, অপরাধের ধরন, সাক্ষী, ঘটনাকাল, ঘটনাস্থল, এবং সূত্র লিপিবদ্ধ করা আছে। মূল পিডিএফ ফাইলটির বাংলা ফন্ট না থাকায় ডক ফাইলটার ফন্ট ঠিক করে পিডিএফ এ কনভার্ট করে একটা ফাইলশেয়ারিং সিস্টেমে এ আপলোড করে দেয়া হয়েছে।
৫. THE VANQUISHED GENERALES AND LIBERATION WAR OF BANGLADESH
- Muntasir Mamun
একাত্তরের গনহত্যায় নেতৃত্ব প্রদানকারী পাকিস্তানী জেনারেলদের চিন্তাভাবনা, সাধারন পাকিস্তানীদের দৃষ্টিতে মুক্তিযুদ্ধ - তুলে ধরা হয়েছে এই বইটিতে।
মন্তব্য
ধন্যবাদ লিংকের জন্য। বুকমার্ক দিয়ে রাখলাম।
=============================
বইগুলি এভাবে অনলাইনে আপলোড করার ব্যাপারে সংশ্লিষ্ট লেখক/প্রকাশকদের অনুমোদন রয়েছে কি? যদি এ ব্যাপারে কোন বইয়ের ক্ষেত্রে নিশ্চিত না হন, তাহলে লিঙ্ক সরিয়ে নেয়াই ভালো।
হাঁটুপানির জলদস্যু
ধন্যবাদ, অবনীল!
এখানে দেয়া সব বইগুলো বইমেলার (boi-mela.com) সাইটের ফ্রী ডাউনলোড লিংকে ব্রাউজ করে পাবেন। এখানে শুধু মুক্তিযুদ্ধ বিষয়ক বইগুলো আলাদা করে তুলে ধরা হয়েছে। "পাকিস্তানী যুদ্ধাপরাধী ১৯১ জন" বইটার মূল লিংকটা এখানে দিয়ে দিলাম
___________________________________
অন্তর্জালিক ঠিকানা
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
থ্যাংকু ভাই।
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
থ্যাঙ্কস দোস্ত, বিশেষ করে মুনতাসীর মামুনের বইটার জন্য।
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
অবনীল, অসংখ্য ধন্যবাদ।
কোটি কোটি ধন্যবাদ...
— বিদ্যাকল্পদ্রুম
অসংখ্য ধন্যবাদ।
লিঙ্কগুলোর জন্য ধন্যবাদ। 'একাত্তরের দিনগুলি' এবং 'মা' পড়া হয়ে গেছে। অন্যগুলো পড়তে হবে।
-------------------------------------------
--------------------------------------------------------
অনেক অনেক ধন্যবাদ। খুব চমতকার কাজ !
জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা
করে নিলাম.. ধন্যবাদ।
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
ধন্যবাদ, চমত্কার উদ্যোগ।
.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...
.......................................................................................
Simply joking around...
বেশ ভালো কাজ করেছেন অবনীল।
অনেক ধন্যবাদ।
-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
"একাত্তরের দিনগুলি" অসম্পূর্ণ। আমার সংগ্রহে আরো ২০ পৃষ্ঠা আছে। পুরোটা পাইনি কোত্থাও
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
নতুন মন্তব্য করুন