শাহবাগ নিউজ ডাইজেস্ট

অবনীল এর ছবি
লিখেছেন অবনীল (তারিখ: রবি, ১০/০২/২০১৩ - ১০:৪৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

গত কয়দিনে শাহবাগ আন্দোলন এবং এর সুদুরপ্রসারি ফলাফল অনলাইনে ফলো করে আসছিলাম। হিমুভাই, আজকে একটা বিভিন্ন খবরাখবরের সংকলন করতে বললেন। তাই বিভিন্ন বাংলা নিউজ সাইট , ফেসবুক আর ব্লগপোস্ট থেকে উল্লেখযোগ্য সংবাদগুলো একত্রিত করার একটা চেষ্টা করলাম এই পোষ্টে -

১। অনেকেই ধারণা করেছিলেন, মহাসমাবেশের পর আজ প্রথম কর্মদিবসে লোকসমাগম অনেকটা কমে যাবে। কিন্তু তা হয়নি। আজও শাহবাগের গণজাগরণ মঞ্চকে কেন্দ্র করে ভিড় জমিয়েছে হাজার হাজার মানুষ। http://www.prothom-alo.com/detail/date/2013-02-10/news/328290

২। সংসদে তরুণ প্রজন্মের দেওয়া স্মারকলিপিকে যুক্তিসংগত অভিহিত করেন শেখ হাসিনা। তিনি তরুণ প্রজন্মের আন্দোলনের সঙ্গে একমত পোষণ করেন। শুধু প্রধানমন্ত্রী একা নন। জাতীয় সংসদে উপস্থিত সব সাংসদ তরুণ প্রজন্মের দাবির সঙ্গে একাত্ম বলে ঘোষণা দেন শেখ হাসিনা। http://www.prothom-alo.com/detail/date/2013-02-10/news/328308

৩। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আসামি ও রাষ্ট্রপক্ষের জন্য সমান সুযোগ রেখে আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় উঠছে সোমবার। http://bangla.bdnews24.com/bangladesh/article588861.bdnews

৪। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে কুমিল্লার চান্দিনায় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ তরুণ প্রজন্মের আন্দোলনের দ্বিতীয় দিনে যুদ্ধাপরাধী কাদের মোল্লার প্রতীকী ফাঁসি দেওয়া হয়েছে।
http://www.banglanews24.com/detailsnews.php?nssl=06c746176aa6016d52294d90e5378cdf&nttl=10022013173044

৫। এদিকে দেখি তুর্কি দের তুর্কিনাচন চলছেই। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সমসাময়িক রাজনীতি, যুদ্ধাপরাধের বিচার ইত্যাদি বিষয় নিয়ে আলোচন‍া হয়। www.banglanews24.com/detailsnews.php?nssl=0ab594acfebdf9d275092a491722450d&nttl=10022013173061

৬। শনিবার বিকেলে টরন্টো প্রবাসী বাঙালিদের নজিরবিহীন ঢল নেমেছিল ডেনফোর্থ এভেন্যুর বাংলা পাড়ায়। শাহবাগের চলমান গণজাগরণের সাথে সংহতি জানিয়ে টরন্টো ও ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র উদ্যোগী হয়ে মূলত ফেসবুক এবং টুইটারে দ্বিতীয়বারের মতো এদিন ৩টায় মানববন্ধনে অংশ নেওয়ার আহ্বান জানায়। http://www.banglanews24.com/detailsnews.php?nssl=a88b5a4e66f02d062ab7a48b7cd8c7df&nttl=10022013173051

৭। কুমিল্লা নগরীতে দিগন্ত টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দিয়েছেন প্রগতিশীল ছাত্রসমাজের নেতাকর্মীরা। রোববার রাত ৯টায় প্রগতিশীল ছাত্রসমাজের ব্যানারে ছাত্রসমাজ ও ছাত্রলীগ নেতাকর্মীরা কুমিল্লা ক্যাবল নেটওয়ার্কে গিয়ে দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ করে দেন। http://www.banglanews24.com/detailsnews.php?nssl=6d64e52235bb1678112daba4df8d1145&nttl=10022013173059
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলার স্থানীয় ক্যাবল অপারেটররা দিগন্ত টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দিয়েছেন। http://www.banglanews24.com/detailsnews.php?nssl=58c2d75d24c21a28f1248fa779689b2a&nttl=10022013172814

৮। যশোরের জাগ্রত নতুন প্রজন্মের আন্দোলন কর্মসূচি পদার্পণ করেছে চতুর্থদিনে। রোববার এ কর্মসূচিতে যোগ হয়েছে আরও নতুন মুখের। এখন সব বয়সের, সব শ্রেণী পেশার মানুষের সম্মিলনে শহরের চিত্রা মোড় পরিণত হয়েছে শাহবাগে। http://www.banglanews24.com/detailsnews.php?nssl=59988f4691d72e4b96523430afccf359&nttl=10022013173048

৯। ফাঁসির দাবিতে সোচ্চার বিলবোর্ড-ব্যানার! http://www.banglanews24.com/detailsnews.php?nssl=91d07b703f78a2256b8b696c00935985&nttl=10022013173066

১০। যুদ্ধাপরাধীদের ফাঁসি দেওয়া না হলে সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সাংসদ শাহরিয়ার আলম। http://www.banglanews24.com/detailsnews.php?nssl=f6e5a05af61b60c9ff87054822d1c090&nttl=10022013173060

১১। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে জাতীয় সংসদ। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শেষে স্পিকার আব্দুল হামিদ অ্যাডভোকেট এই একাত্মতা প্রকাশের ঘোষণা দেন। http://www.banglanews24.com/detailsnews.php?nssl=cfb4cb303831a6387c9984a64ed88dfe&nttl=10022013173029

১২। আব্দুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় গণজাগরণ অব্যাহত রয়েছে। রোববার সন্ধ্যায় জেলা সদর হাসপাতাল চত্বরে ফাঁসির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চিকিৎসকরা। http://www.banglanews24.com/detailsnews.php?nssl=6934383053f53f80b6d43c4004ad22c4&nttl=10022013173025

১৩। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে শাহবাগের গণজাগরণকে সরকারের ‘সাজানো নাটক’ বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
রোববার দুপুরে এক আলোচনা সভায় তিনি অভিযোগ করে বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে টাকা ও লজিস্টিক সাপোর্ট দিয়ে শাহবাগের আন্দোলনকে দলীয়করণ করা হয়েছে- এই অভিযোগ থেকে সরকার মুক্তি পাবেন কিভাবে? এটা রাষ্ট্রীয়ভাবে বন্দোবস্ত করা। অথচ বলা হচ্ছে, শাহবাগে জনগন স্বস্তঃস্ফূর্ত। http://www.dailynayadiganta.com/new/?p=114026 dainikamadershomoy.com mzamin.com bdnews24.com

১৪। একাত্তর মঞ্চ এ অমি রহমান পিয়াল ভাই https://www.facebook.com/photo.php?v=10151257364181643

১৫। জয়বাংলা ধ্বনিতে ও রাজাকারের ফাঁসির দাবিতে প্রকম্পিত হচ্ছে জ্যাকসন হাইটস। এটিও যেনো এখন এক টুকরো শাহবাগ। বিশাল আকারের লাল-সবুজের পতাকা হাতে শাহবাগের সঙ্গে মিল রেখে আন্দোলনকারীদের মুখেও স্লোগান- একটাই দাবি ফাঁসি ফাঁসি। http://www.banglanews24.com/detailsnews.php?nssl=3c7f68ca6ba4fba8844afdb866a77f73&nttl=11022013173084

২৬। নানার ফাঁসি চাই: কসাই কাদেরের নাতি http://www.banglanews24.com/detailsnews.php?nssl=8939252e872636f61c867de49ec2ac22&nttl=10022013173015

১৭। বিবিসি - ৫ তারিখে বলা 'উইচ হান্ট' "Abdur Razzaq, the lead lawyer for the Jamaat leaders facing trial, has described the tribunal as "a witch hunt"." http://www.bbc.co.uk/news/world-asia-21332622

১৮। ৬ তারিখে 'pro-government', শহীদের প্রকৃত সংখ্যা নিয়ে সন্দেহ "Bangladesh government figures estimate more than three million people were killed during the independence war, although some researchers put the figure at between 300,000 and 500,000." http://www.bbc.co.uk/news/world-asia-21349043

১৯। ৮ তারিখে সুর পরিবর্তন - Huge Bangladesh rally seeks death penalty for war crimeshttp://www.bbc.co.uk/news/world-asia-21383632


মন্তব্য

সাম্য এর ছবি

৭ নাম্বারে এটাও যোগ করতে পারেন।

--------------------------------
বানান ভুল থাকলে ধরিয়ে দিন!

অবনীল এর ছবি

যোগ করে দিলাম। ধন্যবাদ।

___________________________________
অন্তর্জালিক ঠিকানা

মন মাঝি এর ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ আজ (রোববার) দুপুরে যে বক্তব্য দিয়েছেন সেটাও মনে হয় এই ডাইজেস্টে রেকর্ড করা উচিত, কারন এই আন্দোলন প্রসঙ্গে এই প্রথম মনে হয় বিএনপির একটা সুস্পষ্ট অবস্থান জানা গেল।। সংক্ষেপে তার বক্তব্য হচ্ছে শাহবাগ আন্দোলন সরকারি গোয়েন্দা সংস্থার টাকাপয়সায় পরিচালিত একটা সাজানো নাটক মাত্র।
বিস্তারিতঃ
এখানে
এখানে
এখানে
এখানে

****************************************

অবনীল এর ছবি

ধন্যবাদ। যোগ করে দিলাম।

___________________________________
অন্তর্জালিক ঠিকানা

অতিথি লেখক এর ছবি

কালের কণ্ঠ, যুগান্তর, সমকালের রিপোর্টগুলোকেও সংযুক্ত করে রাখা হলে ভালো হতো। আমি যুগান্তরের ১০ তারিখের লীড নিউজটির লিংক যোগ করলাম। অন্যরা আশা করি এভাবে অন্য পত্রিকার সংবাদগুলো সংগ্রহের কাজে সহযোগিতা করবেন।

অবনীল এর ছবি

পেজটা আমি পড়তে পারছি না। কোনভাবে করাপ্টেড। ফন্ট ইন্সটল করেও পড়া যাচ্ছেনা। দূঃখিত।

___________________________________
অন্তর্জালিক ঠিকানা

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

চলুক

বিদেশী সংবাদসংস্থাদের শুরুর আচরণ, পরের কিছুটা পরিবর্তীত আচরণের সংবাদগুলোর লিংকও কি এতে যোগ দেয়া যায়?

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অবনীল এর ছবি

অবশ্যই । আপনি এখানে লিংক পোস্ট করুন আমি এয়াড করে নিচ্ছি। ধন্যবাদ।

___________________________________
অন্তর্জালিক ঠিকানা

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

বিবিসি -
৫ তারিখে বলা 'উইচ হান্ট'
৬ তারিখে 'pro-government', শহীদের প্রকৃত সংখ্যা নিয়ে সন্দেহ
৮ তারিখে সুর পরিবর্তন - Huge Bangladesh rally seeks death penalty for war crimes - এইখানে 'war crimes'এর পরিবর্তে প্রথমে অন্য কিছু লেখা ছিলো, স্ক্রিনশট দেখেছিলাম একটা কোথাও, খুঁজতে হবে, পেলে দিবো।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অবনীল এর ছবি

ধন্যবাদ, যোগ করে দিয়েছি।

___________________________________
অন্তর্জালিক ঠিকানা

সাক্ষী সত্যানন্দ এর ছবি

চলুক

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।