মেঘেরা রোদের কানে কানে বলে গেছে
বৃষ্টি হবেনা আজ আর।
এখানে দারুণ খরা
বসুমতি পোড়ে দহনে দহনে
পুড়ছে মাটি
আগুনে ঝলসাচ্ছে পা ;
জল চাই জল চাই
কাঁদছে পৃথিবী যেন দুগ্ধ-পিপাসিত শিশু
ধরণীর স্বপ্নে ভাসে---তুমুল বর্ষণ
বিভোর আনন্দে নৃত্যরত চাতকের
পাখসাট বাজে ;
ময়ুর বিভঙ্গ তুলে নেচে নেচে যায়;
নীপ-বনে মত্ত হয়েছে কুহু-কেকা ।
বৃষ্টি হয়না ।
সহজে কি মিলে নীর- বিন্দু?
জলের ভেতরে থাকে------নুন
অর্ণবের ।
মন্তব্য
_____________
অনেক অনেক ধন্যবাদ।
কবিতা বুঝিনা বইলা কবিতায় কমেন্ট করিনা ! তয় এটা বুঝি "বৃষ্টি" দরকার, ঝুম বৃষ্টি ! ধন্যবাদ কবিতার জন্য ।
আপনাকে ও ধন্যবাদ।
ভাল লাগল কথাটা। কিন্তু বৃষ্টি আমার বড়ই ভাল লাগে।
___________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?
বৃষ্টি আমারো খুব ভাল লাগে ।ধন্যবাদ।
ভাল লাগল কথাটা। কিন্তু বৃষ্টি আমার বড়ই ভাল লাগে।
___________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?
আমারও লাগে। ধন্যবাদ।
ভাল লাগল
ধন্যবাদ। ভাল থাকুন।
'মেঘেরা রোদের কানে কানে বলে গেছে
বৃষ্টি হবেনা আজ আর।'
অথচ আজ বৃষ্টির খুব দরকার।
---------------------------------------------------------
আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
এজন্যইতো!
হে কবি, ব্যাপারটা কাকতালীয় কি না বুঝতে পারছি না
খরা অনুভব করছি আমিও
মিলে গেল খাপে খাপ
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
কবিতাতো বহুমাত্রিক। যে যেভাবে ভাবতে ভালবাসে............।।ধন্যবাদ।
ভালো লাগলো।
নতুন মন্তব্য করুন