ডুগ্‌ডুগি আর দড়ির নৃত্য

নাজনীন খলিল এর ছবি
লিখেছেন নাজনীন খলিল [অতিথি] (তারিখ: মঙ্গল, ০৭/১০/২০০৮ - ৭:১১অপরাহ্ন)
ক্যাটেগরি:

বাল্যে -
মেলার শিশু-আসরে
কত যে দেখেছি পুতুলের নাচ ;
দেখেছি
পায়ে দড়ি বাঁধা কুশলী টান।
ডুগ্‌ডুগি বাজা বানরের নাচ
অনেক দেখেছি ;
ডুগ্‌ ডুগ্‌ ডুগ্‌ বাজনার তালে
দোলে দোলে ওঠা
কত যে দেখেছি।

তোমার দড়ির টানে
ডাইনে বামে পিছনে ঘুরবো?
পুতুলতো নই ।
ডুগ্‌ডুগি-বাদনের
ছন্দে নাচা শাখামৃগ নই।

নিজের ভেতরে থাকি
নিজেকে সম্পন্ন করেছি ঠিক
দৃঢ়-স্থিত মানব-স্বভাবে।

কি করে হবে
ডুগ্‌ডুগি আর দড়ির নৃত্য?


মন্তব্য

তীরন্দাজ এর ছবি

নিজের ভেতরে থাকি
নিজেকে সম্পন্ন করেছি ঠিক
দৃঢ়-স্থিত মানব-স্বভাবে।

খাঁটি কথাটি লুকিয়ে আছে এখানেই!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

নাজনীন খলিল এর ছবি

অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।

পুতুল এর ছবি

আমি পুতুল তবে..
"নিজের ভেতরে থাকি
নিজেকে সম্পন্ন করেছি ঠিক
দৃঢ়-স্থিত মানব-স্বভাবে।"

স্বাগতম!

**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

নাজনীন খলিল এর ছবি

অনেক ধন্যবাদ। আপনি নামের 'পুতুল', দমের'পুতুল' না।
গোলাপকে যে নামেই ডাকো.....................।

শুভেচ্ছা।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।