কি নিয়ম শুদ্ধতার?
অন্তরস্থ সমস্ত অগ্নি প্রজ্জ্বলিত করে
কাষ্ঠ বৎ পুড়ে যাবে কাষ্ঠ-পুত্তলিকা?
এমন জ্বলন-
জ্বলন্ত শবের তাপে তৃণখন্ড ছাই?
বিষদাঁত ভেংগে দিলে আবার গজাবে বিষদাঁত
গরলে গরলে বাড়ে কালকুটের আয়ু।
কী অপরূপ পরিহাস বিকিরণ করে
অতি হীন কাঁচ-খন্ড
পরশ-পাথর ভ্রমে-
মখমলে মোড়া সোনার থালায় তুলে নিলে।
কী অদ্ভুত বিভ্রান্তি!
ক্ষমাহীন অশুদ্ধতা-গ্লানি?
অবিনাশী নয় প্রেম
দমকা হাওয়ায়-
পুরোনো গোলাপ-দল ঝরে ঝরে পড়ে;
বৃথাই অমৃত বিতরণ--সোনার চামচে।
অগ্নি-নিরীক্ষণে যাবে তুমি, কতটুকু সতী?
ষোলশ গোপিনী সখা কৃষ্ণ চায়
ক্ষিতিজ-কন্যা সম নারী।
মন্তব্য
অসাধারন ! অসাধারন!!
মুগ্ধ হয়ে গেলাম।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
কবিতা খুব ভাল লেগেছে!
**********************
কাঁশ বনের বাঘ
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
সচলায়তন ডুয়াল পোস্টিংকে নিরুৎসাহিত করে। ডুয়াল পোস্টিংয়ের কারণে এ পোস্টটি ১ম পাতা থেকে সরিয়ে দেয়া হলো।
সুত্রঃ http://www.somewhereinblog.net/blog/NazneenKhalil/28855290
_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ
_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ
নতুন মন্তব্য করুন