একদিন এমন ঘোর অমাবস্যা হবে।
চন্দ্রিমার রাতে একবারও মনে পড়েনি।
ব্যাপক জ্যোৎস্না-স্নানে
মনে পড়েনি---মিতব্যয়িতার কথা।
নাহলেতো ঠিকই--
এই ঘোর অমাবস্যার জন্য
কিছুটা জ্যোৎস্না চুরি করে
রেখে দিতাম মুঠোয় পুরে।
ভুল হয়ে গেছে -
মনেই পড়েনি।
এই নিদারুণ তমসায়
কি জ্বালি?
আমার কোন সঞ্চয় নেই।
একটা বাতিওতো কোথাও জ়্বলেনি।
মন্তব্য
সচলে আরেক শক্তিমান কবির আবির্ভাব হয়েছে দেখতে পাচ্ছি।
সুন্দর কবিতা ।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
অনেকদিন এখানে ছিলামনা। তাই এই চমৎকার মন্তব্যগুলোর জবাব দেওয়া হয়নি ,এজন্য দুঃখিত।
অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।
কিছুটা জ্যোৎস্না চুরি করে
রেখে দিতাম মুঠোয় পুরে।
সুন্দর ।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
দেরী করে উত্তর দেবার জন্য দুঃখিত শিমুল।
ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা রইল।
নতুন মন্তব্য করুন