জলসূত্রি মেঘের ডানায় চড়ে স্বপ্নগুলো ক্রমশঃ নিসর্গের ভেতরে ঢুকে পড়ে;
ক্যানভাসে আঁকা অসমাপ্ত ছবি...................................................
সারাদিন টেলিফোনের তারে আর গলির মোড়ের
গাছের ডালে হুটোপুটি করা ফিঙে,শালিকগুলো
অস্তাচলে--- কেমন বাসায় ফেরে
কেমন তাদের নীড়
কতটুকু স্বপ্ন-তৃণে বুনে রাখে সেই ঘরগুলো ;
কোনদিন দেখা হয়নি।এমনি
হাজার অজ্ঞানতা নিয়ে একটি সম্পূর্ণ জীবন কেটে যায়।
প্রতিদিন চশমার পাওয়ার বাড়ে আরো
অজানা-অসম্পূর্ণতার সন্তাপগুলো
প্রকট অজগরের মতো জড়িয়ে ধরে
কান পাতলেই অস্থি-ভাঙ্গনের চূর চূর আর্তনাদ।
আমাদের আকাশে আর পায়রা উড়েনা
মেঘের আড়াল থেকে আচমকা এক ঝাঁক শকুন নেমে আসে
আস্তাকুড়-সন্ধানী;
আমাদের সবুজ ক্ষেতে হিংস্র-পালক উড়ে
অসময়ে ঝরে পড়ে আধ-পাকা ধান।
মন্তব্য
গ্রামে জন্ম আমার, গ্রামেই বেড়ে ওঠা। মেঠো গায়ে যাপনকালে দেখতাম, ধানের বীজতলা তৈরি হচ্ছে কিংবা জমির পর জমি ট্রাক্টর দেয়া শেষে ডিপকলের পানি দিয়ে জমি নরম করা হচ্ছে। তখন কৃষকের মাথার ওপরে চক্কর দিয়ে, কখনো বৈদুতিক তারে বসে কৃষকদের সঙ্গ দিচ্ছে অথবা হুটোপুটি খাচ্ছে ফিঙে, শালিক, দোয়েল আরও কত পাখি। হুমম! এখন আর সেইসব পাখির কলকাকলি শুনি না। নগরে আমার সেসব জোটে না!
নগরেও অনেক পাখপাখালী আসে। গাছের ডালে ডালে দোল খায়।কিন্তু যান্ত্রিক কোলাহলে পাখীদের কলকাকলি ঢাকা পড়ে যায়।
অনেক শুভেচ্ছা রইল পান্থ।
সুন্দর কবিতা !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
অনেক ধন্যবাদ। শুভকামনা রইল।
সত্যি কত যে অজানা রয়ে গেলো !
আর কান পাতলে সত্যিই যে অস্থি ভাঙনের শব্দ শুনতে পাই
শুভেচ্ছা। ভাল থাকুন সবসময়।
আমাদের সময় আসবেই।
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
এই বিশ্বাসই বাঁচিয়ে রাখে।
শুভেচ্ছা।
...........................................
অনেক শুভেচ্ছা।
একেবারে ঠিক বলেছেন! দারুন লাগলো!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
অনেক ধন্যবাদ। শুভকামনা।
আয়ূর উজানে এসে আপনার কবিতারা ক্রমশই তরুণ হয়ে উঠছে নাজনীন আপা ! ভালো লাগছে ...আরো কবিতা চাই ।
---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !
---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !
ভাল থেকো সুমন।অনেক শুভেচ্ছা।
কিংবা
এমন পংক্তিগুলো শাণিত করে যায় আমাদের মনন, আমাদের
জীবনপল্লী ।
ধন্যবাদ কবি। শুভেচ্ছা রইল।
:(
অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।
নতুন মন্তব্য করুন