এই বিপ্রতীপ সময়
গল্পের অনুকূল নয় মোটে
কথাগুলোর কোন ক্রমানুসার নেই ;যেন
বালকের অগোছালো খেলাঘর-----
কাঠের ঘোড়া
রোবোট-মানব
মাটির পুতুল
সাইরেন বাজানো গাড়ী
প্লাস্টিকের লাটিমগুলো
লাল-নীল ঘুড়ি
নাটাইয়ের এলোমেলো সুতো
রংগীন বেলুন
ঝিকি মিকি মার্বেল
----- সারা ঘরময় ছড়িয়ে ছিটিয়ে আছে।
জানিনা কোন কথা আগে বলা যায়
গোলাপ এবং বারুদের গন্ধ মিলে মিশে গেলে
সব কথা এলোমেলো হয়ে যায় বড়ো.........
সেন্সরড 'আহা!', 'উহু!' গুলো;
আগে ছাড়পত্র নিতে হবে-- কতটুকু বলা যাবে
কাম্য নয় কাঠগড়া অথবা হাতকড়া।
কেন বারবার আদি-বস্তির আকাশে
কাক-চিলের মচ্ছব লাগে;
এমন গল্প নিরাপদ নয়।
একমাত্র বৈধ ক্যামেরায় তোলা ছবিগুলোই
সত্য
এবং
নিরাপদ
আপাততঃ।
মন্তব্য
বলেন কি? আমাদের মতো গল্পলিখিয়েদের (?) তাহলে কী হবে!
কবিতা ভালো হইছে। অন্ধ সময়ের চিত্র সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন।
কেন তোমরা ক্যামেরায় তোলা ছবির গল্পগুলো বলতে পারো।
কেমন আছো?অনেক শুভেচ্ছা।
ভালো লাগলো আপা
পুতুল
- শিরোনামহীন
তোমাকে এখানে দেখে ভাল লাগল।
অনেক ভাল থাকো।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইল।
মেঘ
কিছুদিন বাধ্য ক্যামেরার ছবি তুলতে হবে
জীবন বাঁচানোর তাগিদে
তবে আমি আশাবাদী, আমরা যদি হাত ধরে রই, নকল চিনি আমাদের কতটুকু আর বিগড়াবে???
মেঘ
আশাবাদী হতে ভাল লাগে।
আশাইতো বাঁচিয়ে রাখে।
ভাল থেকো।
হয়তো।
ভাল লাগেনা অন্ধকার আর এই অনিশ্চয়তা।
শুভেচ্ছা।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
সময়টা সত্যি সত্যি যন্ত্রনাদায়ক।
উঠি উঠি করেও সূর্যটা মেঘের আড়াল থেকে বের হতে পারছেনা।
ভাল থাকুন কবি।অনেক শুভেচ্ছা।
ভাল লাগল ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
ধন্যবাদ মানিক।আমার লেখা পড়ায় খুব খুশী হয়েছি।
অনেক শুভেচ্ছা।
শ্বশুর বাড়ির লোকের কবিতা পরছি কৈলাম
এইবার নিশ্চয় শতকরা জুটবো কপালে
সূর্যটা বের হ্উক.. সেই প্রত্যাশায় আছি
জামাইটা খুব যৌতুক লোভী।ঠিক আছে জামাইদের এসব আবদার মিটাতে আমরা কখনো পিছোইনা.................................তবে শতকরা নয়, সাতকরা।
নতুন মন্তব্য করুন