করতলে একটি কুয়াশা-মাখা ভোর ছিল
আঙ্গুলের ফাঁকে কখন যে ঝরে গেছে বুঝতে পারিনি।
কষ্ট পাই
বর্ণাঢ্য-জলসায় অচেনা মুখের ভীড়ে একা হয়ে গেলে
ক্রমশঃ কুঁকড়ে যাই নিজের ভেতরে।
হারতে চাইনা।বারবার হেরে যাই।
নিজের প্রলম্বিত ছায়াটুকু ক্রমাগত নিজেকে অতিক্রম করে যায়।
কষ্ট পাই।
বিস্মরণের আজন্ম-স্বভাবে ঠিকানা-বিভ্রাট;
এ গলি ও গলি খুঁজতে খুঁজতে
তোমার গলির একদম পাশ দিয়েই
আনমনে এক ভুল বাড়ীতে ঢুকে যাই
সে এক ঐন্দ্রজালিক বাড়ী
গোলকধাঁধা.......................................
মন্তব্য
দূর্দান্ত হইছে...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
অনেক ধন্যবাদ।
কেমন আছেন?ভাল থাকুন।
ভালো লাগলো কবিতাটি।
ধন্যবাদ।
শুভেচ্ছা।
এ গলি ও গলি খুঁজতে খুঁজতে
তোমার গলির একদম পাশ দিয়েই
আনমনে এক ভুল বাড়ীতে ঢুকে যাই
ইশ, যা লাগলোনা ! পুরাই কশা।
---------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
অনেক অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা রইল।
ভালো লাগলো নাজনীন'দি
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
কেমন আছেন সামরান?
আপনার মন্তব্য পেয়ে খুব ভাল লাগল।
শুভেচ্ছা।
ভালো লাগলো কবিতাটি।
ভালো থাকুন,কবি।
ধন্যবাদ কবি।
অনেক শুভেচ্ছা।
চমৎকার পক্ততি।
..................................................................
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।
অনেক শুভেচ্ছা পান্থ।
ভালো লাগল।
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
অনেক শুভেচ্ছা।
অনেক ভালো লাগলো।
ধন্যবাদ।
শুভেচ্ছা রইল।
নতুন মন্তব্য করুন