এই বিপ্রতীপ সময়
গল্পের অনুকূল নয় মোটে
কথাগুলোর কোন ক্রমানুসার নেই ;যেন
বালকের অগোছালো খেলাঘর-----
কাঠের ঘোড়া
রোবোট-মানব
মাটির পুতুল
সাইরেন বাজানো গাড়ী
প্লাস্টিকের লাটিমগুলো
লাল-নীল ঘুড়ি
নাটাইয়ের এলোমেলো সুতো
রংগীন বেলুন
ঝিকি মিকি মার্বেল
----- সারা ঘরময় ছড়িয়ে ছিটিয়ে আছে।
জানিনা কোন কথা আগে বলা যায়
গোলাপ এবং বারুদের গন্ধ মিলে মিশে গেলে
সব কথা এলোমেলো হয়ে যায় বড়ো.........
সেন্সরড 'আ...
জলসূত্রি মেঘের ডানায় চড়ে স্বপ্নগুলো ক্রমশঃ নিসর্গের ভেতরে ঢুকে পড়ে;
ক্যানভাসে আঁকা অসমাপ্ত ছবি...................................................
সারাদিন টেলিফোনের তারে আর গলির মোড়ের
গাছের ডালে হুটোপুটি করা ফিঙে,শালিকগুলো
অস্তাচলে--- কেমন বাসায় ফেরে
কেমন তাদের নীড়
কতটুকু স্বপ্ন-তৃণে বুনে রাখে সেই ঘরগুলো ;
কোনদিন দেখা হয়নি।এমনি
হাজার অজ্ঞানতা নিয়ে একটি সম্পূর্ণ জীবন কেটে যায়।
প্রতিদিন চশমার পাওয়ার ব...
এই যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতরে অনুপ্রবিষ্ট আত্মাগুলো
আমার সমস্ত সমৃদ্ধি আর সম্পন্নতাটুকু তাদের কাছে ঋণী।
দ্বেষণার কেন্নো-কেঁচো আগলে রেখেছে পা
ঘিনঘিনে কেঁচো-নৃত্যে হাস্যকর তাল-লয়;
তোমার নুপুরের ভাঁজে এক পাল কৃমি-কীট
নেচে যাও, নাচলে পয়সা মিলে--নিদেন হাততালি।
তুমি কি জানো আমিওযে খুব কলা-কুশীলব
নাচের প্রতিটি মুদ্রা আমার আয়ত্ত?
ডিং ডং ডিং ডং
যেভাবে সন্ধ্যারতিতে গীর্জার ঘন্টা...
বিধ্বংসী প্রলয় ভাংগে বাবুইয়ের বাসা।
তিলে তিলে গড়ে তোলা স্বপ্ন-কুঞ্জ;
---------আর্তনাদের হা হা রবগুলো
কুড়োতে কুড়োতে --কতদূর চলে গেছি!
থামাতে পারেনি কোন পিছু...
একদিন এমন ঘোর অমাবস্যা হবে।
চন্দ্রিমার রাতে একবারও মনে পড়েনি।
ব্যাপক জ্যোৎস্না-স্নানে
মনে পড়েনি---মিতব্যয়িতার কথা।
নাহলেতো ঠিকই--
এই ঘোর অমাবস্যার জ...
কি নিয়ম শুদ্ধতার?
অন্তরস্থ সমস্ত অগ্নি প্রজ্জ্বলিত করে
কাষ্ঠ বৎ পুড়ে যাবে কাষ্ঠ-পুত্তলিকা?
এমন জ্বলন-
জ্বলন্ত শবের তাপে তৃণখন্ড ছাই?
বিষদাঁত ভেংগে দি...
বাল্যে -
মেলার শিশু-আসরে
কত যে দেখেছি পুতুলের নাচ ;
দেখেছি
পায়ে দড়ি বাঁধা কুশলী টান।
ডুগ্ডুগি বাজা বানরের নাচ
অনেক দেখেছি ;
ডুগ্ ডুগ্ ডুগ্ বাজনা...
আমার ভাল লাগেনা
তীব্র মৃত্যুগন্ধী ফুল--হাস্নাহেনা।
সুগন্ধ কেন এত প্রখর হবে
তন্ত্রীতে কেন এত প্রবল স্পর্শ দিয়ে যাবে?
কাল সারারাত কেটে গেছে
নীল ঢেউয়ের ...
নির্মল পরিশুদ্ধির জন্য
হতে চাই আগুনের ভেতরে আগুন
দাও আরো অনল
দাও আরো দহন
আরো দগ্ধ করো আমাকে-
যেন ক্রন্ধনের সুনিপুন নিক্কন বাজাতে পারি।
শুধুমাত্র শ...
মেঘেরা রোদের কানে কানে বলে গেছে
বৃষ্টি হবেনা আজ আর।
এখানে দারুণ খরা
বসুমতি পোড়ে দহনে দহনে
পুড়ছে মাটি
আগুনে ঝলসাচ্ছে পা ;
জল চাই জল চাই
কাঁদ...