শ্যাওড়া গাছের পলকা ডালে
পেত্নী দোলে হাওয়ার তালে
ছাতিম গাছের লম্বা চুড়ায়
মামদো বসে মুন্ডু ঘুরায়
স্কন্ধকাটা বিলের ধারে
বাতাস কাঁপায় হুঁ-হুঙ্কারে
শাঁকচুন্নী দিঘীর পাড়ে
এদিক-ওদিক ভেঁচকি মারে
ডাইনী বুড়ি তেঁতুল গাছে
এলিয়ে চুল উঁকুন বাছে
মেছোভুতে ছাদনা তলায়
শুটকি পেষে হাতের ডলায়
ভূতের পোলা বোম্বা-কঁটা
ডিগবাজী খায় একশ ছ’টা
এসব দেখে ভূতের রাজা
বলে তোরা বাজনা বাজা
আমার প্রজা সকল ভূতে
লম্বা চিকন কি কুঁতকুঁতে
সবাই মিলে আছে সুখে
বাঁধনহীন এ ভূত মুলুকে।
মন্তব্য
ভূতুড়ে ছড়া মিস হইয়া গেছিল... এখন পইড়া ফেললাম... বেশ মজার।
ভালো লেগেছে জেনে খুশি হলাম।
-----------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
অসাধারন !!!!
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ধন্যবাদ অসংখ্য!!!!!!!
------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আরে .. এই চমতকার ছড়াটা খেয়াল চোখ এড়িয়ে গেল কীভাবে !
দুর্দান্ত লিখেছেন !
কারন এই লেখাটা নীড় পাতায় ছাপা হয়নি তাই। আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগছে।
------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
নতুন মন্তব্য করুন