দিন ঝরে যায়

কীর্তিনাশা এর ছবি
লিখেছেন কীর্তিনাশা (তারিখ: রবি, ২৯/০৬/২০০৮ - ৪:৪২অপরাহ্ন)
ক্যাটেগরি:

দিন ঝরে যায়
সোনালী সবুজ নাকি কালো?
অলস বিছানা এলোমেলো
ছেঁড়া স্বপ্ন, বিচ্যুত সময়
কি যেন করার কথা ছিল
যাবার কথাও ছিল কি কোথাও?

স্বপ্নে চলি পথ
কালো আঁধার পথের বাঁকে
যে জোনাকীরা বলেছিল পথ দেখাবে
লুকিয়েছে তারা আজ ঝোপের আড়ালে
দিশাহীন হাটি পথ নিবিড় আঁধারে

গাছের হলুদ পাতার মতো
দিন ঝরে যায়।


মন্তব্য

তীরন্দাজ এর ছবি

স্বপ্নে চলি পথ

আর কি্যু নয়! ভাল লাগলো।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ তীরু ভাই।
----------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতিথি লেখক এর ছবি

গাছের হলুদ পাতার মতো
দিন ঝরে যায়।

সহজ অথচ সুন্দর উপমা।

রাফি

কীর্তিনাশা এর ছবি

আপনার ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগলো।
---------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মুশফিকা মুমু এর ছবি

দারুন লেগেছে! চলুক
সবচেয়ে বেশি ভাল লেগেছে প্রথম প্যারাটা। খুবই সুন্দর লিখেছেন। হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ। আপনার এত প্রশংসা পেয়ে ভালো লাগছে। তবে আসলেই কি এত ভালো হয়েছে?

-----------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কালো আঁধার পথের বাঁকে
যে জোনাকীরা বলেছিল পথ দেখাবে
লুকিয়েছে তারা আজ ঝোপের আড়ালে
দিশাহীন হাটি পথ নিবিড় আঁধারে

গাছের হলুদ পাতার মতো
দিন ঝরে যায়।


ভালো লাগলো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ নজরুল ভাই।

--------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

উদ্ধৃতি
গাছের হলুদ পাতার মতো
দিন ঝরে যায়।

হায়! শুধু দিন কেন সবই বুঝি ঝরে যায়! (কান্দন....)
কীর্তির যে সর্বনাশ ঘটায় তার নামই কীর্তিনাশা। আর সচলায়তনে সব্বাই সব্যসাচী। একহাতে কেউ কী বোর্ডে স্ট্রাইক করে না হে!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।