দুই টা এলিয়েন পৃথিবীর নির্জন এলাকায় ল্যান্ড করেছে। এখন তাদের শখ হয়েছে পৃথিবী বাসীদের সাথে দেখা করার। এত সুন্দর নীল গ্রহ, তার প্রানীরা না জানি আরো কত ভালো ! তো তারা ল্যাঙব্যাঙ ল্যাঙব্যাঙ করে হাটা শুরু করলো। কিন্তু কোথাও কেউ নাই। হাটতে হাটতে তারা ক্লান্ত হয়ে এক পেট্রল পাম্পে গিয়ে হাজির হলো। সেখানেও কেউ নেই। কারন পেট্রল পাম্পটা ছিল পরিত্যাক্ত।
এলিয়েন দুইটা তাদের কুঁতকুঁতে চোখ দিয়ে এদিক ওদিক তাকায় কাউকে দেখে না। হঠাৎ একজনের চোখ পড়লো একটা পেট্রল দেয়ার মেশিনের দিকে। আরে ঐতো একজন দাঁড়িয়ে আছে। তারা ল্যাঙব্যাঙ ল্যাঙব্যাঙ করে হেটে সেই মেশিনের কাছে গেল। একজন বলে উঠলো - শুভেচ্ছা পৃথিবীবাসী। আমরা এসেছি বহুদূর গ্রহ থেকে শান্তির বানী নিয়ে। কিন্তু মেশিন স্বাভাবিক ভাবেই নিশ্চুপ।
পৃথিবীবাসীর এই অভব্যতায় এলিয়েনরা একটু বিরক্ত হলো। যে কথা বলছিল সে আবার বলল - হে অভব্য, অভদ্র পৃথিবীবাসী আমরা তোমার ব্যবহারে খুবই মর্মাহত। আমরা বহুদূর গ্যালাক্সীর এক গ্রহ থেকে এসেছি তোমাদের এখানে। তোমাকে আবারো শুভেচ্ছা জানাচ্ছি। পেট্রল মেশিন নিশ্চুপ।
কথা বলা এলিয়েনটা ভিষন রেগে গেল এবার - ওহে অভদ্র, অভব্য, বেয়াদব, মুর্খ, মুঢ় পৃথিবীবাসী তোমার ব্যাবহারে আমরা খুবই হতাশ হলাম। আমি শেষবারের মত তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি। এরপরও যদি তুমি জবাব না দাও তবে আমার এই লেজার গান দিয়ে তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেব। মেশিন এবারো নিশ্চুপ।
এবার এলিয়েনটা সত্যি সত্যি তার লেজার গান বের করলো। রাগে তার ল্যাগব্যাগে শরীর আরো ল্যাগব্যাগ ল্যাগব্যাগ করতে লাগলো। সে পাম্প মেশিনের দিকে লেজার গান তাক করতে করতে বলল - তবে রে পৃথিবীবাসী! এই নে তোর ব্যবহারের প্রতিফল! তার সাথের এলিয়েনটা হা হা করে উঠলো - আরে থাম থাম! গুলি করিস না!! কিন্তু তার আগেই অন্য এলিয়েনটা গুলি করে বসেছে। চিউ! চিউ! চিউ! চিউ! আওয়াজ করে লেজার রশ্মি ছুটলো।
সাথে সাথে তিব্র বিস্ফোরনে পুরো পেট্রল পাম্প জ্বলে উঠলো। এলিয়েন দুটো ছিটকে আধমাইল দূরে গিয়ে পড়লো সঙ্গাহীন অবস্থায়। ঘন্টাখানেক পর তাদের জ্ঞান ফিরলো। তারা ল্যাগব্যাগ করে উঠে দাঁড়ালো। যে এলিয়েনটা গুলি করতে নিষেধ করেছিল তাকে অন্য এলিয়েনটা বলল - ওরে আমার দোস্তো রে! পৃথিবীর প্রানীরা কি ভয়াবহ ! আরেকটু হইলে প্রানটা গেছিল আমার। আচ্ছা তুই যে আমারে নিষেধ করলি, বুঝলি কেমনে যে ঐ প্রানীটা এই রকম মারাত্মক?
তখন অন্য এলিয়েনটা জবাব দিল - শোন্ দোস্ত, মহাকাশে তো আর কম ঘুরি নাই। এই গ্যালাক্সির সেই গ্যালাক্সির বহুত গ্রহে বহুত প্রানী দেখছি। এত্ত কিছু দেইখা আর কিছু না শিখলেও একটা জিনিস শিখছি, যে প্রানী তার লিঙ্গ দিয়া নিজের শরীরে তিন প্যাঁচ দিবার পাড়ে। তারপর সেই লিঙ্গর মাথা নিজের কানের ফুটায় ঢুকায়া রাখে তার সাথে আর যাই চলুক না কেন, কোন ঝামেলা করা চলে না।
মন্তব্য
হা হা হা
জটিল....
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আপনার হাসি দেখে আমারো হাসি পাচ্ছে। আসলে অন্যকে হাসাতে পাড়ার মজাই আলাদা।
----------------------------------
সচল আছি, থাকবো সচল!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
জটিলস্যজটিল কৌতুক-কাম-ফিকশনের জন্য আপনাকে জাঝা
ভাই, হাসতেই আছি
হাসুন ফারুক ভাই প্রান খুলে। হাসা স্বাস্থ্যের জন্য ভালো। আপনাদের হাসি দেখে আমিও হাসি।
------------------------------
সচল আছি, থাকবো সচল!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
বহুত মজা পাইলাম...
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল
আমিও বহুত মজা পাইছি।
----------------------------
সচল আছি, থাকবো সচল!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
apnito vai mojar manush-----------khubi jotil
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
ধন্যবাদ ক্যামেলিয়া আপু!!
----------------------------------
সচল আছি, থাকবো সচল!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
কীর্তির জন্য বর্ষিত হউক উত্তম জাঝা
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আপনাকেও জাঝা
-----------------------------
সচল আছি, থাকবো সচল!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
কুদ্দুস এলিয়েন ... হাসতেই আসি ভাইসাহেব ।
সৌন্দর্য্যে কাতর হয়ে পরার পরপরই হতাশ হয়ে পরি, তাঁর নশ্বরতায় ...
হাসতেই থাকুন। আপনাদের হাসি দেখে আমিও হাসতে থাকি।
-------------------------
সচল আছি, থাকবো সচল!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ওয়েব ও ব্লগ | ফেসবুক | আমাদের প্রযুক্তি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
Thank you Biprotip bhai!!
-------------------------------
সচল আছি, থাকবো সচল!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
কী ব্লগার? ডরাইলা?
খাইছে আমারে! দ্রোহী ভাই এইডা কি দেহায়!!
--------------------------
সচল আছি, থাকবো সচল!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
সেরকম মজার!
ধন্যবাদ নিরিবিলি
----------------------------
সচল আছি, থাকবো সচল!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
হ!
জটিলস্য জপ্রকেটিঙ...!
আপনার মন্তব্যটাও জটিল হইছে।
-----------------------------
সচল আছি, থাকবো সচল!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
জটিল মজা পাইলাম।
সেইরকম হইছে।
------------------------------------
অর্থ নয়, কীর্তি নয় ,স্বচ্ছলতা নয়-
আরো এক বিপন্ন বিস্ময়
আমাদের অন্তর্গত রক্তের ভেতরে
খেলা করে;
আমাদের ক্লান্ত করে;
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
আপনারা মজা পেয়েছেন জেনে আমিও ভিষন মজা পাচ্ছি।
-----------------------------
সচল আছি, থাকবো সচল!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
মজা পাইসি। শেষটা সেইরম!
রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!
ধন্যবাদ রউফ ভাই। আপনারা মজা পেলেই আমি স্বার্থক।
--------------------------------
সচল আছি, থাকবো সচল!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
নতুন মন্তব্য করুন