দূর্বোদ্ধ্য দুঃসময়

কীর্তিনাশা এর ছবি
লিখেছেন কীর্তিনাশা (তারিখ: বিষ্যুদ, ২৪/০৭/২০০৮ - ১১:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সন্ধ্যার আঁধারে ডানা ঝাপটায় এক ঝাঁক বাদুড়
ডাকিনীর দল কুড়ে কুড়ে খায় ভালোবাসা
হায় মানুষ দেখতে পাওনা এসব
মোহান্ধ ছুটছো কার পিছে নিজেই জানো না।

রক্তচোষারা শুষে নেয় জীবন একটি একটি করে
ছেঁড়া খোড়া হৃদয় রাস্তার ধুলায় লুটায়
প্রেয়সীর টলটলে চোখ উপড়ে নিয়েছে শকুন
আগুনে পুড়ছে বরষার গান
কোথায় ঠেকেছি আজ এসে !?

সন্ধ্যার আঁধার ঘনায় তিব্রতা নিয়ে
থর থর কাঁপে সময়ের কাঁটা
ডানা ঝাপটানো বাদুড়ের দল কাছে চলে আসে
তবে কি সাঙ্গ হলো -
এই পথ হাটা !!


মন্তব্য

হিমু এর ছবি

"দুর্বোধ্য" হবে বোধহয়। তবে দুঃসময়ের যা হাল, আসলেই দূর্বোদ্ধ্য না লিখলে এর জটিল চেহারাটা ঠাহর করা মুশকিল।


হাঁটুপানির জলদস্যু

কীর্তিনাশা এর ছবি

হ ঠিকই কইছেন!!
--------------------
সচল আছি, থাকবো সচল!!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

উদ্ধৃতি
ডানা ঝাপটানো বাদুড়ের দল কাছে চলে আসে
তবে কি সাঙ্গ হলো -
এই পথ হাটা !!

খাসা! কীর্তিনাশা(নাসা হইলে অর্থ কি?)

*********
প্রথম পোস্টেই বানান ঠিক করার তালিম পাইসিলাম। তাই কারো বানান ভুল দেখলেও কিসু কইতে ডরাই! দেঁতো হাসি
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

কীর্তিনাশা এর ছবি

জুলিয়ান ভাই, বানান নিয়া আর ডর দেখাইয়েন না। এমনেই আত্না ধরফর করে সব সময়।
-------------------------------
সচল আছি, থাকবো সচল!!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।