শ্যাওরা গাছের শুকনা ডালে একদিন মাঝ রাতে
দুটো ভূতে মেতে ওঠে গল্প কথাতে
একটা ভূতে বলছে ডেকে অন্যটারে শোন
মানুষগুলো দারুন পাজি - তাই ভয়ে কাঁপে মন।
এক রাতে কি হয়েছিল বলছি দাঁড়া তোকে
ছাতিম গাছে বসে ছিলাম ঢুলু ঢুলু চোখে।
হঠাত্ দেখি একটা মানুষ আসছে হেটে হেটে
শার্ট, প্যান্ট, কেডস্ পড়ে আছে চোখে চশমা সেঁটে
মানুষটাকে আসতে দেখে ভাবি আমি বসে
এমন ভয় দেখাবো যে ওর চোখ পড়বে খশে।
চাঁদের আলোয় তখন কেমন আবছায়া আঁধার
কানের পিছে গিয়ে তার জুড়লাম চিত্কার।
হঠাত্ কি যে হলো তার বলবো কি আর ভাই
চেয়ে দেখি পড়ে গেছি দাঁড়িয়ে আমি নাই
কি এক প্যাঁচ মেরে সে আমায় ফেলল পথের পাশে
বুকের উপর উঠে আবার অট্টহাসি হাসে।
হা হা হা হেসে শেষে আমার দিকে চেয়ে
বলে আবার তোকে এবার আমি গেছি পেয়ে
জ্বীন হোস আর ভূতই হোস তোর রক্ষা নাই
কাবাব তোকে বানাবোই - ধাক ধিনা ধিন ধাই
কুংফু জুডো সবই জানা ব্লাক বেল্টও আছে
ভয় দেখাতে আসিস তুই এই আদমির কাছে!
অনেক করে কেঁদে কেটে তারে আমি বলি
ভুল হয়েছে প্রভু আমার কান মলি কান মলি
ঘুরে ফিরে হাওয়া খেয়ে বহুত গেছি বেড়ে
দোহাই তোমার প্রভু আমায় এবারটি দাও ছেড়ে!
শুনলো না সে, মারলো আমায় অনেক জোড়ে জোড়ে
লাথি, ঘুসি, চড়, চাপাটি আর কত কি - ওরে!
এখনো যদি মনে পড়ে সেই রাতটার কথা
হন্যে হয়ে পালাই, কেঁদে ভাঙি নিরবতা।
আসল কথা বলি এবার তুই শুনে রাখ ভাই
মানুষেরা বদলে গেছে আগের মতো নাই
তাইতো বলি আর কখনো যাস না ওদের কাছে
দূরে থেকে সালাম ঠুকিস কেবল মাঝে মাঝে।
---------------------------------------------
মন্তব্য
তোঁরঁ তোঁ বঁহুত সাঁহস আঁমাগো লঁইয়া ফাঁতরামী-------(জনৈক ভূত)
আমি জীবনে শব্দচয়ন মিলাবার মতন দুৎসাহস দেখাইনি-----পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজটি করে এখন ভাব নিচ্ছেন?
(ইহা কোন মৃদুলিয় অথবা আকতারিয় ছড়া নহে। সুতরাং ইহাতে তাল, লয়, ছন্দের গিঁটকিড়ি খুঁজিয়া পাওয়া গেলেও যাইতে পারে ।)
অনেক ভাল------------।
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
ধন্যবাদ ক্যামেলিয়া আপু।
আর ভাব নয়, মৃদুল ভাই আর আকতার ভাই'র ছড়ায় কেমন দাপট তা তো আপনিও জানেন, তাই একটু ভয়ে ভয়ে আছি। সুতরাং, আগে থেকেই ফুটনোট দিয়ে দুই হাত উপরে তুলে রাখলাম।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ছড়া ভাল হইছে। তবে একজন বিশিষ্ট ভুতকে মারধোর করায় প্রতিবাদ জানাইলাম।
আসলেই এসব ভূত মারধোর করার প্রতিবাদ হওয়া উচিত। চলুন আমরা একটা ভূত রক্ষা কমিটি গঠন করি। আপনি তার আহ্বাযক। আর আমি সদস্য। হা হা!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
সাবাস। চলুক। সামনে আরো চাই। কীর্তিনাশীয় হলেই চলবে।
ধন্যবাদ কবি আখতার!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আমার খানদানি নাম খাটো করলো ক্যাঠায়!
কি যে কন জনাব আপনার নাম খাটো করার সাহস কার আছে, কন? এইটা হইলো আদুরে ডাক। এই ডাক কিছুদিন পরে ধরেন আখতার থেকে আখুও হয়ে যেতে পারে। মাইন্ড খাইয়েন না দয়া কইরা। এ সবই হইলো জনগনের ভালোবাসার প্রকাশ। হে হে হে !!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
হাহাহাহাহাহা দারুন মজার! অসাধারণ!
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
ধন্যবাদ! কিন্তু সত্তি কইছেন তো?
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
১০০% ভাগ সত্যি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
তাইলে আপনারেও ১০০% ধন্যবাদ দিলাম।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ধন্যবাদ নিরিবিলি।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
সচলে একের পর এক এমন সব ছড়াকারের উদয় হচ্ছে যে আমার ভয় হয় সচলায়তন না ছড়ায়তন হয়ে যায়।
মজাদার ...
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
আরে না রে ভাই, সেই ভয় নাই। আমি হইলাম বকলম ছড়াকার। আমারে দিয়া ছড়ায়াতন সম্ভব না। তবে মৃদুল ভাই আর আকতার ভাই'র কথা আলাদা তারা হচ্ছেন ছড়ার মহাসাগর। তাদের ছড়া পড়ি আর টাসকি খাই। এমন ছড়া কেমনে লেখে তারা?!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
হাহাহা মজা হইসে
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
এই যে এসেছেন আরেক জাদরেল ছড়াকার !!
ধন্যবাদ খেকশিয়াল ভাই।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ধন্যবাদ শিমুল আপু!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
নতুন মন্তব্য করুন