হবু চন্দ্র রাজা বলেন গবু চন্দরে
শোন মন্ত্রী যাবো আমি পাহাড় কন্দরে
সেথায় বসে ভাববো আমি করবো বসে ধ্যান
যাওতো এখন কানের কাছে করো না প্যান প্যান
শুনে গবু কেঁদে ওঠে - হায় হায় রে হায়
এই গেলরে, সেই গেলরে, সব বুঝি বা যায়
রাজা গেলে রাজ্য শাসন করবে তবে কে
সান্ত্রী মন্ত্রী সবাই মিলে ঘাস কাটবে যে!
হবু বলেন, ঘাস তো তোরা এই এখনো কাটিস
সারাটা দিন বসে বসে আমার পা’টাই চাটিস
আমার দেশের প্রজারা সব কোথায় কেমন আছে
সেসব খবর কখনো তো পাই না তোদের কাছে
আমার কাছে ঘুরিস কেবল তেলের ধামা নিয়ে
হাজার রকম কাব্য শোনাস ইনিয়ে বিনিয়ে।
শুনে গবু দাঁত কেলিয়ে হেঃ হেঃ হেঃ হেসে
মোটা গলায় অদ্ভুত এক স্বর তুলে ফ্যাঁস-ফেঁসে
বলে -
রাজা তোমার গুন মুগ্ধ আমরা সভাসদ
তোমার প্রেমেই ডুবে থাকি হয়ে গদোগদ্
সব সেরাদের সেরা তুমি হবু চন্দ্র রাজ!
তোমায় দেখে ভুলে থাকি রাজ্যের সব কাজ
হবু চন্দ্র রাজা যেথায় বসেন আসন পেতে
সেই সে দেশের প্রজাদের আর হয় না কিছু খেতে
সারাটা ক্ষণ বাতাস খেয়েই কাটে তাদের দিন
মনের সুখে ঘোরে তারা ইরান, ভারত, চীন
রাজন তুমি যখের খনি এই দু'চোখের ধন
তুমি গেলে কেঁদে কেটেই মরবে জনগন।
এসব শুনে হবু রাজা হলেন খুশি ভারি
তেলের ধামায় ডুবে গিয়ে হাসলেন বাহারি
নির্বাসনের কথাটা বে-মালুম গেলেন ভুলে
গবু তাকে সারাক্ষণই মাথায় রাখে তুলে।
--------------------------------------------------------
ছড়াটা লেখার সময় যেটা চিন্তা করছিলাম, সেই পথে এই ছড়া হাটে নাই। তাই এইটা একটা পথ হারানো ছড়া।
মন্তব্য
মজা হইছে।
কিন্তু পাহাড় কন্দরে না বন্দরে?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
ধন্যবাদ
কন্দরে হবে বলেই তো মনে হয়।
যতদূর জানি কন্দর মানে গুহা।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
নতুন একটা শব্দ শিখলাম। থ্যাংকুম্যাংকু
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
ছড়াতে গুল্লি।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
আপনার মন্তব্যেও
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
দুর্ধর্ষ হইছে ছড়া ।
আমি বুঝিনা এত চমতকার ছড়া লেখার পরও এই পোলাপাইনগুলা নিয়মিত না ক্যান !
কি করুম আমি তো আর আপনার মতো কথায় কথায় ছড়া কাটতে পাড়ি না।
মাঝে মইধ্যে মাথার ভিতর হুরুৎ কইরা ছড়া আইসা পড়ে, আর ভুরুৎ কইরা সেইটা নামায়া ফালাই।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আসেন এইবার আমরা দুই নজরুলে মিইল্লা চিল্লায়া চিল্লায়া সন্ন্যাসী আকতার মৃদুল গংদের ছড়ার রাজ্য ছাড়খার করে দেই...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
পাবলিক প্লেসে দেখ লুঙ্গিটা খুইল্যা
দিতে চায় ধড়িবাজ দুই নজরুইল্যা !
কই রে মৃদুইল্যা.......
মৃদুল তো পলাইছে
আকতার আইছে
এইটারে ধর
কল্লা ভাজী কর
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
চলেন তাইলে গুরু
আপনে করেন শুরু
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ধরি ধরি করিস না
ফাও বিপদে পড়িসনা
শুরু তো করলাম দেখলেন না?
এরা তো পলানোর পথ পাইতেছেনা
হা হা হা হা হো হো হো হো...
মৃদুল আকতার গেলো কো?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
হা হা হা হা হো হো হো হো...
মৃদুল আকতার গেলো কো?
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
নজরুল এন্ড সন্স
জান বাঁচাতে কমেন্ট দিয়া করলাম রেসপন্স!
লিখতে ছড়া এতই যদি আগ্রহী ভাই হন...
গরিব মানুষ আমরা তবে কোনখানে যাই কন!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
এসব কথা বলে কেহ পাবেন না আর পাড়
ছড়ায় ছড়ায় লড়াই হবে, জান হবে জেরবাড়।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
জানটা আমার নরম দাদা
মানুষ আমি বোকা হাদা
আমার সাথে বলেন কেন এমনটা কারবার?
পণ করেছেন আমায় বুঝি কাঁদিয়ে মারবার?
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
আপনাকে কাঁদায় কোন সে শালা
আমিও মানুষ ভোলাভালা
আপনে খালি মৃদুল দাদা
অল্প কিছু দেন না চাঁদা।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ছড়ার তোড়ে তাউড়া হইয়া ছেপ দিয়া সব পাঞ্জাতে
লাগসে দেখ ঘাউড়ারা সব মৃদুলদাদার লেঞ্জাতে !
ডরাইয়েন না মৃদুলদাদা আইসি আমি ফাল দিয়া
চান্দা উঠায় কোন হালারে ? আয় তোরে খাই ডাইল দিয়া !!
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ওরে মোর আল্লা!!
ডরাইছি দেইখখা
খেকশিয়ালের পাল্লা!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
জব্বর হইছে!!! হবু আর গবুরে নিয়া কয়েকদিন আগে একখান স্যাটায়ার লিখেছিলাম, সুযোগ পেয়ে লিন্কটা দিয়ে দিলাম ঃ-)
হবুচন্দ্রের প্রত্যাবর্তন
_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!
আপনার স্যাটায়ারও জব্বর হইছে।
মিস করেছিলাম, এই ফাঁকে পড়ে ফেললাম।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ছড়া গুল্লি হইছে।
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
থ্যাঙ্কু
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ছড়ার রাজ্যে সচল পদ্যময়
শুরু হোক ফের ছড়ার চাবুকে
ছড়াকারদের জয়
---------------------------------------------------------
আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
ছড়ায় দেখি রশীদ ভাইও কম যান না।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আমি সারা জীবনেও একসাথে এতোগুলা বস বস ছড়া পড়ি নাই, আজকের মতো... গুল্লি হইছে পুরা।
=============================
সব দোষ অন্য ছড়াকারগো। আমার কুনো দোষ নাই
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ছড়ায় ছড়ায় লড়াই হলো
উতরাই আর চড়াই হলো
মজার কিছু পড়াই হলো
একটুও না বড়াই হলো
সবচেয়ে যা আসল কথা -
বন্ধুত্ব গড়াই হলো
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
সবচেয়ে যা আসল কথা -
বন্ধুত্ব গড়াই হলো
সন্ন্যাসী জি'র ছড়া দেখে
হাতে হাতে তালিয়া হলো
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
নাহ্, আর পারি না রে বাবা!! এতো সব কড়া কড়া ছড়া !
কিন্তু - ভালো যে, না পড়েও তো পারি না
পড়েছেন মোগলের হাতে
খানা খেতে হবে সাথে
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
নতুন মন্তব্য করুন