সচলে আজ ছড়া দিবস
ছড়ার ফাঁদে সবাই বিবশ
দেখ -
হাসছে সবাই প্রান খুলে
মৃদুল দাদা আকতার ভাই
তাদের ছড়ার তুলনা নাই
বি ডি আরও নাচে দেখ
শূন্যে দু’হাত তুলে।
সন্ন্যাসীকে বলবো কি
পুতুল ভায়া করছে কি
নজু ভায়ার নাচন দেখে
আইছে আলমগীরে।
ছড়ায় ছড়ায় যুদ্ধ চলে
ছন্দ কলায় পঙতি জ্বলে
ছড়ার তালে আজকে সবাই
আনন্দে নাচিরে!!
মন্তব্য
কির্তী তো অনেক আগেই নাশ করেছেন, এখন সর্বনাশ করলেন… ঃ-)
_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!
সর্বনাশটা করে কীর্তি
এখন রাস্তা ধরি ফিরতি।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
হ!
আর আমি ভুদাই হা কইরা থাকি!!!
কী ব্লগার? ডরাইলা?
তাড়াতাড়ি মুখ বন্ধ করেন ওস্তাদ,
মশা-মাছি ঢুকবার পাড়ে,
চাই কি উড়ন্ত পাখিতে ইয়েও করে দিতে পাড়ে।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আরেক্টা ছড়া লেখুম কি না ভাবতেছি...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ভাবাভাবি ছাইড়া দেন।
জলদি ছড়া লিক্ষাল্যান।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
বাহ বাহ!
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
মুমু মনে হচ্ছে বহুত দিন পর আমার কোন লেখায় আপনার মন্তব্য পেলাম।
থ্যাঙ্কু
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
বা বাহ্!
সেইরকম ছড়া! আপনি তো অন্য সবার কীর্তি নাশই ক'রে দিলেন প্রায়!
বেশ।
------------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
নিবিড়
ধন্যবাদ
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ছড়াকারদের কীর্তিগুলো
এবার কি ভাই হবেই নুলো ?
কীর্তিনাশা নাশ করিতে মাঠে নেমেছে,
চোঙার ভিতর ঢুকিয়ে লাঙুল
আমরা কি আর চুষবো আঙুল ?
কই গেলো রে ছড়াবাজরা কোনঠে চেমেছে !
কোথায় গেলো ছড়ার ঘোড়া ছড়ার হাতি আর
জাগো বাহে কুনঠি সবাই
ছড়ায় ছড়ায় ছড়ুক লড়াই
যুদ্ধ বিনা ছাড়বো কেন ছড়ার হাতিয়ার ?
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
খাইসেরে !!
রণ'দা পেন্নাম লন গুরু।
আপানে যে এত বড় জাদরেল ছড়াকার তা তো জানা ছিল না।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
নামের সার্থকতা বজায় রাখলেন, সব নাশ করে দিলেন!
কাল থেকে, অনেকদিন পর, সচলে এতো মজা পাচ্ছি। আকতার ভাই, আপনি, নজু ভাই, মৃদুল ভাই, পুতুল ভাই, আলমগীর ভাই আর সর্বশেষ সংযোজন- দীর্ঘবিরতির পর সন্ন্যাসীদা'র কামরাঙা! দারুন সময় কাটতেসে!
আপনার ছড়া-প্রতিভায় আমি সত্যিই মুগ্ধ! চালায়া যান...
আর লজ্জ্বা দিয়েন না রে ভাই
আমার আবার ছড়া প্রতিভা!!
তবে সচলে আমারও এখন সময় দারুন কাটছে।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ওহ্, আরেকজনের কথা উল্লেখ না করলেই না- তিনি আমাদের ইয়োগা-গুরু রণ'দা! পোস্ট না দিলেও, একের পর এক, বিভিন্ন কমেন্টে তিনি যেভাবে তাঁর ছড়া-প্রতিভার প্রমাণ দিয়ে যাচ্ছেন- এক কথায়, দারুন!
সম্পুর্নরূপে একমত।
রণ'দা কে জাঝা
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
- ভুদাই হইয়া জনগণের 'নাশ' করা দেখলাম!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমিও দেখলাম আপনার ছড়া প্রতিভা।
কিছু কিছু মন্তব্যে।
ইয়া হাবিবি
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
এর পরের থেকা আমি ছড়াই লিখুম।
আমরাও তাইলে ছড়াই পড়ুম।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আমার মজা লেগেছে এবং লাগছে এই ভেবে যে, সম্পূর্ণ পূর্ব-অপরিকল্পিতভাবে সচলে ছড়া দিবস পালিত হয়ে গেল। আসলেই দারুণ!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ঠিক।
তবে এবার থেকে চলুন প্রতি বছর আমরা এই দিনটাকে ছড়া দিবস হিসেবে পালন করি।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
দারুণ আইডিয়া!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
তাইলে আমি তারিখটা নোট করে নিলাম। কিন্তু মডুরা কিছু বলবে না তো??
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
থ্যাঙ্কু অরূপ ভাই।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ছড়া দিবসের কথা করিয়া চিন্তন
লিখি নাই পূর্ণমুঠি পাঠের কথন
লেখা ছিল আগে পোষ্ট করছি পরে
কেইম্নে জানি হইয়া গেল ছড়া দিবসেতে।
আপনের ছড়াডা পইড়া শান্ত হইল মন
কয় জনে পারে গাইতে ছড়ায় কীর্তন!
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
খাইসে!
পুতুল ভাই'র মুখেও তো দেখি খালি ছড়া ফুটে।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
নতুন মন্তব্য করুন