সময়টা দুপুর গড়িয়ে বিকেলের দিকে ঝুঁকেছে তখন। মাথার ওপর থেকে সূর্যটা একটু পশ্চিমে হেলে পড়েছে। তবে তার তেজ কমেনি এতটুকু। আকাশ মেঘহীন থাকার সুযোগে সে ধরিত্রীকে পোড়াচ্ছে স্বতেজে। মুল গ্রাম থেকে দূরে একটা নির্জন দিঘীর পাড়। অল্প দূরের বেঁতবনে থেকে থেকে ঝিঁঝি ডেকে যাচ্ছে একটানা। আর সে ডাক থেমে গেলে শোনা যাচ্ছে বাতাসের শব্দ। সে বাতাসে দিঘীর পাড়ে দাঁড়িয়ে থাকা গাছ গুলো থেকে পাতা ঝরে পড়ছে পানিতে। সে পানিতে বাতাসের কারনে মৃদু ঢেউ উঠেছে। সে ঢেউয়ে হলুদ লাল পাতারা দুলে দুলে ভেসে যাচ্ছে এদিক ওদিক।
সে মরা দুপুরে সেই দিঘীর পাড়ে তখন কেউ নেই। কেবল দু'টো প্রানী ছাড়া। প্রথম প্রানী একটি মাছরাঙা পাখি। সে একটা ছোট মেহগনী গাছের ডালে বসে আছে ধ্যান মগ্ন। দ্বিতীয় প্রানী এক গ্রাম্য তরুনী। হাটু মুড়ে দীঘির খাড়া পাড়ের এক ধারে বসে আছে সে। এলোমেলো চুলের ফাঁকে চেহারা ঠাহর করা যাচ্ছেনা তার। পড়নের শাড়িটাও আলুথালু। আঁচল লুটাচ্ছে মাটিতে।
পুরো পৃথিবী যেন থমকে আছে এখানে। এই দুই ধ্যানমগ্ন জীবনের সাথে। ব্যাতিক্রম কেবল ঝিঁঝির ডাক, বাতাস আর দীঘির জল। হঠাৎ দু'টো ঘটনা ঘটলো যুগপত ভাবে। মাছরাঙাটা মুহুর্তে ঝাঁপিয়ে পড়লো দীঘিতে। তরুনীটিও টুপ করে যেন খসে পড়লো পানিতে। ডুবে গেল দু’জনেই। নিমেশ পরেই মাছরাঙাটা উঠে এল। ঠোঁটে তার রুপোলী পুটি মাছ ছটফট করছে। হারিয়ে গেল সে মাছ নিয়ে দূরে কোথায়। কিন্তু তরুনী আর উঠলো না। সেও হারিয়ে গেল কোথাও।
ঝিঁঝির ডাকে বিরতি পড়েছে তখন। সেই ফাঁকে দূরে কোথায় ঘুঘু ডেকে উঠলো - ঘু ঘূ ঘূ ঘু। গ্রাম্য দুপুরে ঘুঘুর ডাক ঘুমকে আরো নিবিড় করে।
মন্তব্য
=============================
আমারও একই অবস্থা।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
নিঃশব্দ আততায়ীর মত হইছে ...
দারুন লিখসেন !
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
দারুন বলছেন শিয়াল ভাই।
ধন্যবাদ
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
কীর্তিনাশা মেয়েটা কে ডুবিয়ে দিলেন আপনি? মায়া দয়া কিছুই নাই দেখি দিলে।
বর্ননা চমৎকার। যদিও কাউকে মাইরা দিলেন ......
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
আমি কই মারলাম। কেউ একজন মরলো আমি তার বর্ননা দিলাম।
বলেন এইখানে আমার দোষ কোথায়?
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ধুগো ভাই এত চিন্তায় কেন?
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আসলেই মায়া দয়া নাই
...........................
Every Picture Tells a Story
কার দয়া মায়া নাই? আমার না আপনার ?
নাকি ঈশ্বরের?
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
খোঁজাখুজি কইরা এই সাঁতার না জানা মেয়েটারেই পাইলেন ! আপনি তো ভাই মানুষ ভালা না ! সৃষ্টিজগতের আরেকটা কীর্তি এইভাবে পানিতে ডুবাইয়া নাশ কইরা দিলেন !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
মর জ্বালা!!
সবাই খালি আমারে দোষে কেন?
কেউ ডুইবা মরলে আমার কি দোষ ?
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ঝাকাস, এই না হলে অনুগল্প। খুব ভালো হয়েছে ।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
ধন্যবাদ অসংখ্য
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আমি সারাজীবন এইরকম অনুগল্প লিখতে চাইছি।
কিন্তুক কলমে আসে না কিছুই।
একটা ঘটনা এতো অল্প কথায় কি অসাধারণ করে প্রকাশ করলেন !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
মারসে! এরম কইরা বললে লজ্জ্বা লাগে তো!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
নির্মম দারুন বর্ণনা! অতি চমৎকার!
আপনার মন্তব্যও বড় নির্মম হয়েছে ।
থ্যাঙ্কু
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
কীর্তিনাশা... আমি স্তম্ভিত! তাড়িত!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
আপনার মন্তব্যে আমিও স্তম্ভিত, উৎসাহিত।
ধন্যবাদ মৃদুল ভাই।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আহ্... কীর্তির দেখি খোলস খুলতেছে...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
হ কইসে আপনেরে !
বুড়া আঙ্গুল দেখানের জন্য ধন্যবাদ।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
অসাধারণ লাগল! একদম কল্পনা করছিলাম যেন আমি ওখানে বসে সব দেখছিলাম।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
আপনারা সবাই মিলে তো আমাকে বেলুনের মতো ফুলিয়ে দিচ্ছেন।
তবে ফুলতে ভালই লাগে।
ধন্যবাদ অসংখ্য।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
তরুণীরা পানিতে ডুব দিয়া মরলে আমাগো কী হইব। এঁ...এঁ...
দারুণ লিখছেন।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
আরে এইটা তো খেয়াল করি নাই? আসলেই তো চিন্তার কথা।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
হুম...... ভাল লাগল আপনার অণুগল্প ।
ধন্যবাদ, কিন্তু আপনার নামটা জানতে পাড়লে আমার আরও বেশি ভালো লাগতো।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
নতুন মন্তব্য করুন