এক ঝিলের ওপর দিয়ে একটা গঙ্গাফড়িং উড়তে উড়তে ঘুরতে ফিরতে ক্লান্ত হয়ে একটা পদ্মফুলের ওপর বসে পড়ল। একটা কোলাব্যাঙ অদূরেই একটা পদ্মপাতার ওপর ঝিমাচ্ছিল বসে বসে। সে গঙ্গাফড়িংটাকে আয়ত্বের মধ্যে পেয়ে টপ করে জিভ ছুঁড়ে সেটাকে মুখে পুড়ে চিবাতে লাগলো আরামে। একটা ঢোঁরা সাপ পানির উপর মাথাতুলে ভাসছিল ব্যাঙটার পেছনে। ব্যাঙটার এই অন্যমনস্কতার সুযোগে সে ছোবল হানলো। মুহুর্তে ব্যাঙটাকে পেঁচিয়ে নিল নিজের কুন্ডলির মধ্যে। ওপরে আকাশে একটা ভূবনচিল চক্কর খাচ্ছিল খাবারের খোঁজে। ঢোঁড়ার লম্ফ ঝম্প দেখে সে নিমেশে ছোঁ মারলো। দু’পায়ের তীক্ষ্ণ নখে সাপটাকে বিদ্ধ করে শুন্যে উড়াল দিল। উড়তে উড়তে কতগুলো পাতিহাঁসের সাথে দেখা হয়ে গেল তার। ওগুলো কোথায় উড়ে যাচ্ছিল ঝাঁক বেঁধে। চিলটা তাদের ছাড়িয়ে উড়তে যেতেই - ঠাশ্ ঠাশ্ ঠাশ্ । এক শিকারী নিচে খাপ পেতেছিল শিকারের আশায়। সে গুলি চালালো। ছররা গুলির আঘাতে কিছু হাঁস তো ধরাশায়ি হলোই, সেই সাথে চিলটাও টেঁশে গেল। শুন্যে কিছু ওলট পালট খেয়ে ঝিলের জলেই শয্যা নিল সে। ঢোঁড়াসাপ, কোলাব্যাঙ আর আধখাওয়া গঙ্গাফড়িংটা ঢেউ-এর দোলায় দুলে দুলে ভাসতে লাগলো তার আসেপাশে। শিকারী তার শিকার করা পাতিহাঁসগুলো সংগ্রহ করে বাড়ির দিকে ছুটলো। দারুন ভোজ হবে আজ তার বাড়িতে।
মন্তব্য
জীবনচক্র!
ঠিক কইসেন
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
দারুন! আজকে বস আপনি বিরাট ফরমে আছেন। আপনার তো দেখি কবিতার মতন গল্প বের হচ্ছে।
_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!
...........................
Every Picture Tells a Story
মুস্তাফিজ ভাই আপনার মুখে হাসি আনতে পেরে ধন্য হলাম। হাসুন ভাই প্রান খুলে হাসুন আর আমাদের জন্য দু'হাত খুলে ছবি তুলুন আর সচলে পোস্টান। আপনার মন ভোলানো ছবি দেখে আমরাও হাসি।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
@ নির্বাক
এভাবে বললে লজ্জ্বা লাগে
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
নাশু ভাই-এর ফ্যাক্টরী তো দেখি, দিন নাই রাত নাই, সমানে অণুগল্প পয়দা করেই যাচ্ছে
আসলেই- ক্যাম্নে সম্ভব!
লেখা ভাল্লাগসে এইটাও। এই গল্পেরও আরেকটা ভার্সন চিন্তা করসিলাম, কিন্তু কমু না
A question that sometimes drives me hazy: am I or are the others crazy?
১ম বাক্যের উত্তর :
২য় বাক্যের উত্তর :
৩য় বাক্যের উত্তর : আপনার ভার্সনটা বলে ফেলেন না প্লিজ! ঐটা জেনে হয়তো নতুন কোন অনুগল্পের প্লট মাথায় এসে পড়বে।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
কথা ঠিক, আমার মাথায় আজকাল অনুগল্প আর আসছে না কেন
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
আসবে দেবুদা আসবে। সময় হলে গল্পের বান ডাকবে। তখন কোনটা রেখে কোনটা লিখবেন তার হদিস করতে পাড়বেন না।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ঝিকিমিকি বলে নাই যে, কীর্তিনাশার ভাব দেখে কে বুঝবে যে এর পেটে পেটে এত - মানে মিনি গল্পের এরকম মেগা ফ্যাক্টরি আছে ??!!
ইহাতেই বোঝা যায় ঝিকিমিকির তদন্ত কি ভিষণ রূপে ব্যার্থ হইয়াছে।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ভাই আপনি তো অণু গল্পের খনি পেয়েছেন দেখি :o। তবে আজকের গল্পটা ভাল লাগল । আর আমাকে কি খনির ঠিকানা দেওয়া যায় নাকি
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
হ খনির ঠিকানা আপনারে দেই তারপর আপনি সুযোগ বুঝে আমার খনি পুরা খালি কইরা ফালান। পাগল পাইছেন নি আমারে !!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
বেশ লাগলো, আরেকটু গুছিয়ে লিখলে আরো দারুন লাগবে বোধ হয়। তবুও একটা ভিন্ন স্বাদ পেলাম। গল্প হোক আরো আরো।
যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
আমার আর গুছিয়ে লেখা!
আমিও বলি : গল্প হোক আরো....
ধন্যবাদ আপনাকে
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
গল্পের থিমটা চমৎকার!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
একি কান্ড ?
দারুন !
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ধন্যবাদ পন্ডিত জি
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
- গল্পটা পড়তে পড়তে ছোটবেলায় পড়া একটা গল্পের লাইন মনে পড়লো, "শোলা চিঙড়ি ধরে ঢোঁরা সাপে..."।
নাশু ভাই ইজ অন ফায়ার!!!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
"শোলা চিঙড়ি ধরে ঢোঁরা সাপে..."।
তার পরে কি?
আর আপনার মতলব তো ভালো মনে হচ্ছে না ধুগো ভাই - আপনি কি আমাকে আগুনে পুড়িয়ে মারতে চান নাকি???
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
শিকারী তার শিকার করা পাতিহাঁসগুলো সংগ্রহ করে বাড়ির দিকে ছুটলো।
এর পরে এরকম
পথের ধারে ঝিলের ওপর দিয়ে একটা গঙ্গাফড়িং উড়তে উড়তে ঘুরতে ফিরতে ক্লান্ত হয়ে একটা পদ্মফুলের ওপর বসে পড়ল। একটা কোলাব্যাঙ অদূরেই একটা পদ্মপাতার ওপর ঝিমাচ্ছিল ...
মজা করলাম।
আপনার লেখায় .
মুগ্ধ হইলাম।
বুঝলাম আপনি চক্র পুর্ন করতে চাচ্ছেনে।
ধন্যবাদ, শিমুল ভাই।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
এইটার অন্য একটা ভার্সন করা যায়। জমিরের পয়সা চেয়ারম্যানের পকেটে, চেয়ার ম্যানের পয়সা খবীরুদ্দিনের পকেটে, খবীরউদ্দিনের পয়সা দারোগার পকেটে, দারোগার পয়সা এম।পি মানি ব্যাগে, তার পয়সা তারেক জিয়ার পকেটে, তারেকের পয়সা মালোশিয়ায়, মালোশিয়ার ইনভেসমেন্ট ইউ এস তে। তাদের গেছে ব্যাঙ্ক পইড়া .........
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
আইডিয়া চমৎকার তানবীরা আপু।
লিখে ফেলেন জলদি
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ছোটবেলায় ওপেনটি বাইস্কোপের মতো একটা গল্পকাব্য শুনতাম:
রাজা খেতে বসছে। দুধ নাই। সে আমলে আমার কব্জি অবধি না ডুবলে দুধ খেতেন না রাজারা। তো, খবর পড়ল দুধ কোথায়? যে দুধ দোয়ায় সে এসে বলে গাভী থেকে দুধ হয়নি। গাভীরে ধরা হলো, কয় আমি গতকাল ঘাস পাইনি। রাখাল কই? কী করে? কেন ঘাস কাটল না। রাখাল কয়, ঘাস নাই, সব শুকাইয়া গেছে। ঘাস তোমরা সব এরকম শুকিয়ে গেলা কেন? কয়, বৃষ্টি হয় না বহুত দিন। আর কত মাটি থেকে রস শুষব? তো মেঘের কাছে যাওয়া হলে, মেঘ বলে রাজার রাজ্যে তেমন কোন ব্যাঙের ডাক শোনা যায় না, আমি কেমনে নামি? কিরে ব্যাঙসকল তোরা ডাকাডাকি বন্ধ করছিস কেন? ব্যাঙেরা বলে, ডাকলে সাপ টের পেয়ে যায়, এসে কপ করে খেয়ে ফেলে।
কিরে সাপ কিরে সাপ ব্যাঙ খাস কেন?
খাবার জিনিস খেয়েছি, ল্যাজ নেড়ে বেড়াচ্ছি।
এই গল্প আমারো জানা তবে একটু অন্যরকম ভাবে।
দারুন মজার গল্প
ধন্যবাদ আলমগীর ভাই শেয়ার করার জন্য।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
এতো দেখি কালীদাসের ধাঁধার মতো হয়ে গেলো
হরির উপর হরি
হরি শোভা পায়
হরিকে দেখিয়া হরি
হরিতে লুকায়
কিন্তু ধাঁধার উত্তর কি লীলেন ভাই ?
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
পথে এক মাস্তান তার মাথায় পিস্তল ধরে কেড়ে নিলো পাতিহাঁসগুলো...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
সেই মাস্তানরে আবার মাস্তানের বাপ মানে পুলিশে ধরলো কিছুক্ষণ পরে।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আপনার এই গল্পটা ভালো লাগলো
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
গুড হইছে
=============================
ধন্য
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
নতুন মন্তব্য করুন