যার কথা বলছি তার এক অঙ্গে অনেক রূপ । একাধারে সে একজন জাঁদরেল কর্পোরেট এক্সিকিউটিভ, কবি, ভ্রমন পিয়াসি পরিব্রাজক, প্রাক্তন সাংবাদিক, সংগঠক ইত্যাদি ইত্যাদি। ও হ্যা তিনি সচলায়তনের একজন সম্মানিত সচলও বটেন । যদিও সচল থেকে বর্তমানে স্বেচ্ছা নির্বাসনে আছেন ।
তবে বর্তমানে তার সব পরিচয় ছাপিয়ে এক্সিকিউটিভ পরিচয়টাই মুখ্য হয়ে উঠেছে। রাত নেই দিন নেই অনিঃশেষে সে নিজেকে বিলিয়ে দিচ্ছে একটি এ্যাড ফার্মের তরে। ক্যারিয়ারে উন্নতি চাইলে এছাড়া আর উপায়ই বা কি ? এ জন্য তাকে আমি কোন দোষ দেই না। নিজের এবং পরবর্তি প্রজন্মের ভবিষ্যত নিশ্চিত করতেই তার এই কর্মযজ্ঞ।
সে আমার সবচেয়ে প্রিয় কবিদের একজন। তার প্রায় প্রতিটি কবিতা আমার পড়া। আর তার প্রতিটিতে ছড়িয়ে আছে আমার এক রাশ মুগ্ধতা। শ্রদ্ধেয় আব্দুল্লাহ্ আবু সায়ীদ একবার তার কবিতা পড়ে বলেছিলেন - ’লিখে যাও, অনেক বড় কবি হবে একদিন তুমি।’ আমিও তাকে সে অবস্থানে দেখার জন্য অপেক্ষায় আছি। কিন্তু দুঃখের বিষয় যার কবিতা লেখার কথা সে ব্যাটারই এখন কোন খোঁজ নেই । সে নাকি কাজের চাপে এতটাই অতিষ্ট কবিতা লেখার আর ফুরসত পায় না কোন ভাবেই। এখানেই আমার যত আপত্তি - আরে ব্যাটা কাজের ফাঁকে অন্যান্য দৈনন্দিন কাজ তো ঠিক মতোই চলছে। ঘুম, নাওয়া, খাওয়া, হাগা, মুতা এগুলো তো বন্ধ নেই। তবে কবিতা লেখা কেন বন্ধ থাকবে? আজকের দিনে সুযোগ বুঝে তাই আবারো অনুরোধ করছি - দোস্ত দয়া করে আবার কবিতা লেখা শুরু কর! যার কলম থেকে বন্যার মতো কবিতার ঢল নামে তার এভাবে থেমে যাওয়া মানায় না।
তার আরেকটি নেশা হচ্ছে ভ্রমন। নতুন নতুন জায়গায়, হোক সে অখ্যাত, বিখ্যাত, কুখ্যাত ঘুরে বেড়াতে সে খুব পছন্দ করে। সেই ছাত্র জীবন থেকে কত যে রোমাঞ্চকর ভ্রমনে বেড়িয়ে পড়েছি দু’জনে তার হিসেব পাওয়া দুস্কর হবে এখন। তখন পকেটে আমাদের ফুটো পাইও থাকতো না মাঝে মাঝে। কিন্তু তাতে ভ্রমন আমাদের থেমে থাকতো না। কত যে ফন্দি-ফিকির তার মাথা দিয়ে বেরুতো সেই সময়! এখনও সুযোগ পেলেই পরিবার পরিজন নিয়ে বেড়িয়ে পড়ে সে। মাঝে মাঝে আমিও সানন্দে তার সঙ্গি হই। আমাদের সাম্প্রতিক রোমাঞ্চকর ভ্রমন ছিল ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত সাইকেল ভ্রমন।
যাই হোক বেশি কথা বলে পাঠকের ধৈর্য্য চ্যুতি ঘটাতে চাই না। সচলে আমার যারা পরিচিত তারা অনেকেই নিশ্চই এতক্ষণে বুঝতে পেড়েছেন কার কথা বলছি। হ্যা, আজ সচল সৈয়দ আখতারুজ্জামানের জন্মদিন। যে কিনা আমার সবচেয়ে কাছের বন্ধু। আসলে বন্ধুর চেয়েও বেশি কিছু। আমার জীবনে আনন্দে, বিষাদে, প্রাপ্তিতে, বিপদে সবার আগে যার কথা মনে পড়ে, জন্মদিনে তাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই।
ওহ্ আরেকটা কৃতজ্ঞতাও জানিয়ে ফেলি এই বেলায়। আমার সচলের সাথে পরিচয় আখতারের মাধ্যমে। তার অনুপ্রেরনাতেই আমার এখানে আসা। আমার একটা সময়ে থেমে যাওয়া হাবি যাবি সব লেখা মুলত তার কারনেই আবার লিখতে পাড়ছি পুরোদমে। ধন্যাবদ আখতার আমাকে সচলায়তনের খোঁজ দেয়ার জন্য।
সবশেষে একটাই অনুরোধ - সচলে একটু নিয়মিত হ রে দোস্ত ! কবিতা লিখে ভরিয়ে ফেল সচলের পাতা!
মন্তব্য
শুভ জন্মদিন কবি
=============================
ধন্যবাদ রায়হান আবীর।
শুভ জন্মদিন আখতারুজ্জামান ভাই!
_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!
অনেক ধন্যবাদ ভাই।
শুভ জন্মদিন ।
-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
শুভ জন্মদিন কবি।
তামান্না কাজী
এনকিদু আর তামান্না কাজীকে রাশি রাশি ধন্যবাদ।
কবিতা ছাড়াও অ্যাড ফার্ম নিয়ে লেখা দেবেন এই আশা রাখলাম ... শুভ জন্মদিন।
হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
এই সেক্টর নিয়ে কিছু লিখতে চাই না। পাঠকরা হতাশ হবেন তাই। নদীর এপার ওপারের ব্যাপারটা কোথাও কোথাও ইচ্ছে করেই রেখে দিতে হয়।
শুভেচ্ছা জানানোর জন্য অনেক ধন্যবাদ।
সৈয়দ আখতারুজ্জামান নামের গাম্ভীর্যের আড়ালে আমি তাকে প্রথমে চিনতেই পারিনি। একদিন যখন জিজ্ঞেস করে বসলো আমার দীঘল চুল দাড়ি কই? তখনও বুঝতে পারিনি... তারপর ধীরে ধীরে জানতে পারি এ হচ্ছে আমাদের সেই রানা... বিশ্ব সাহিত্য কেন্দ্রের রানা।
রানা আর নজরুল (কীর্তিনাশা) ছিলো মানিকজোড়। কেন্দ্রে বা কেন্দ্রের বাইরেও কোনোদিন তাদের আলাদা দেখেছি বলে মনে পড়ে না। এত বছরেও তাদের সবসময় একসঙ্গেই দেখি। (চাকরি আর বউটা শুধু আলাদা)
কতবছর পরে তাই না? সচলায়তনই এই দুটোর সাথে আবার যোগাযোগ ঘটিয়ে দিলো। ধন্যবাদ সচলায়তনকে। মজার কথা হইলো বিখ্যাত সচল মৃদুল আহমেদো যে আমাদের কেন্দ্রের পুরান চেনা লোক তা জানতেও আমার অনেক সময় লাগছে। চলেন আমরা এইখানে একটা বিসাকে সচল শাখা খুলি...
সৈয়দ আখতারুজ্জামানের আড়ালে রানা হারায়া গেছে বলে খবর পাই... সে এখন বিরাট ব্যস্ত। তার ব্যস্ততাকে সন্মান করি। ও সবসময়ই খুব উদ্যোগী আর কর্মঠ ছিলো। কর্পোরেট লাইনে সে অনেকদূর যাবে বলে আশা করি...
আর আমি বিশ্বাস করিনা রানাকে কর্পোরেট জগত্ গিলে ফেলতে পারে... ওর ভেতরের আউলা মানুষটা এখনো আউলাই আছে বলেই মনে করি...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
নজরুল ভাই মন্তব্যে আপনারে পাঁচতারা।
বিসাকে সচল শাখা খুলতে আমার আপত্তি নাই। চলেন শুরু করি
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
সেইসব দিনগুলো আসলেই অসাধারণ ছিলো। পাগলা হাওয়ার বাদল দিনের মতো। আর এখন যা জমানা পড়ছে তাতে চোখের সামনে মায়ার পর্দা বেশিক্ষণ ঝুলিয়ে রাখা মুশকিল। বাস্তবতার কঠিন কুঠার কপালের কাছে ফোঁস ফোঁস করে!
শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ আর শুভ কামনা।
নিন্দুকেরা কহেন, আমি বিসাকে'র দুই-একটা বই মেরে দিয়ে থাকতে পারি। এই ব্যাপারে কোন বিচারবিভাগীয় তদন্ত করা যাবে না কিন্তু বলে দিলাম। দিলে ইলেকশন বন্। আর খালেদা কইসে সেইটা করলে ভাল হবে না, হু!
বই-এর কথা আর মনে করিয়ে দিয়েন না। দু'একখানা খুঁজলে আমার বাড়িতেও পাওয়া যাবে।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
শুভ জন্মদিন!
— বিদ্যাকল্পদ্রুম
শুভ জন্মদিন। আরো অনেকবার এই দিন আসবে আপনার জীবনে। আসা উচিত। ভাল থাকুন।
.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...
.......................................................................................
Simply joking around...
আসা উচিত? আসলে ভালো? আর যদি না আসে?
তাইলে বিদায়...
অনেক শুভ কামনা রইলো আপনার জন্য।
শুভ জন্মদিন !
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
শুভ জন্মদিন আখতার ভাই। কেক কাটার আগে খবর দিয়েন। দৌড়ের উপর থাকলেও যথাসময়ে পৌঁছে যাবোনে।
শুভ জন্মদিন
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
শুভ জন্মদিন, আখতার ভাই।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শুভ জন্মদিন
.............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
শুভ জন্মদিন
মানিক, পান্থ, সুমন চৌধুরী, গৌতম, কল্পনা, তানিয়া, আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
শুভ জন্মদিন আখতার ভাই,
মাঝে মাঝে অন্তত একটা-দুটো কবিতা দিতে পারেন। এক্কেবারে লম্বা ডুব দিলে তো মুষ্কিল!
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
কবিতা লিখতে পারছি না আজকাল। (ব্যাটা মাহবুব লীলেনের অভিশাপ লাগছে।) কী করা যায় কন্তো?
পুরাটা দুইবার পড়েও আব্দুল্লা আবু সাইদের নাম ছাড়া কারো নাম উদ্ধার করতে পারলাম না
তবে কি আব্দুল্লা আবু সাইদের জন্মদিন
তাইলে তো কইতেই হয়
শুভ জন্মদিন স্যার
(কিছু না হইলেও তার অনেক ভাত আমার পেটে গেছে)
লীলেন ভাই তো মনে হয় ইদানিং চক্ষু পকেটে নিয়া নেটে বসেন।
যান আপনার লাইগা যার জন্মদিন তার নাম বোল্ড কইরা দিলাম।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
(তা চোখে পড়বো ক্যান? আমার নাম লীলাবতী হইতো! তাইলে দুইবার পুরাটা পড়াতো দূরের কথা, কোনোবার না পইড়াও দুইশ'Õবার চোখে পড়তো। )
আরে লীলেন ভাই যে ! ক্যামন আছেন? ভাই, আমার একটা নতুন নাম দরকার। চোখে পড়ার মতো নাম দিতে হবে, হ্যাঁ!
শুভ জন্মদিন, আখতার ভাই। নিয়মিত হোন।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
হইতে তো আমিও চাই। লেখা না আসলে করুম কী! আমিতো সচল নজরুল ইসলাম না যে কী বোর্ড ধরলেই শব্দ অটোমেটিক টাইপ হইতে থাকে। পারলে কোন বুদ্ধি দ্যান।
আমারে নিয়া এইসব অপপ্রচারের নিন্দা জানাই... আমি তো ব্লগ লেখা ভুলেই গেছি...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
এইসব চাপা পিটায়া কোন লাভ নাই নজু ভাই। পাব্লিক আপনারে ভালো কইরাই চিনে।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
শুভ জন্মদিন আখতারুজ্জামান ভাই।
অনেক ভাল থাকুন।
-----------------------------------
মানুষ এত বড় যে ,
আপনি যদি 'মানুষ ' শব্দটি একবার উচ্চারণ করেন
যদি অন্তর থেকে করেন উচ্চারণ
যদি বোঝেন এবং উচ্চারণ করেন ' মানুষ' -
তো আপনি কাঁদবেন!
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
শুভ জন্মদিন, আখতারুজ্জামান - ছদ্মবেশী কবি অথবা "ক্রুকেড কর্পোরেট অফিসার" (কপিরাইট - গোয়েন্দা ঝিকিমিকি)
শুভ জন্মদিন, কবি
কবি ভাইকে জন্মদিনের অনেক অনেক কাব্যিক শুভেচ্ছা।
A question that sometimes drives me hazy: am I or are the others crazy?
আকতারুজ্জামান ভাইয়ের কবিতা অনেকদিন পড়িনা।
তাড়াতাড়ি ফিরে আসুন আমাদের মাঝে সেই প্রত্যাশা করি।
জন্মদিনে অনেক অনেক না লেখা কবিতার শুভেচ্ছা।
--------------------------------------------------------
শুভ জন্মদিন আখতারুজ্জামান ভাই। আবার সচল দেখার প্রত্যাশায় রইলাম।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ দিন।
শুভ শুভ জন্মদিন ভাইয়া অনেক অনেক শুভেচ্ছা
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
- সৈয়দ বংশের পোলা মামা, শুভেচ্ছা না জানাই ক্যামনে?
শুভ জন্মদিন বস।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
শুভ জন্মদিন কবি ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
জন্মদিনে শুক্না কাঁথার শুভেচ্ছা।
হাঁটুপানির জলদস্যু
শুভ জন্মদিন
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
কনফুসিয়াস, স্নিগ্ধাপু, আকতার আহমেদ, বিডিআর ভাই, ভূতের বাচ্চাকাচ্চা ও নাতি-নাতনী, এস এম মাহবুব মুর্শেদ ভ্রাতা, অনিন্দিতা, মুমু, ধূগোদা, নিবিড়, আমার ভাই তোমার ভাই হিমু ভাই হিমু ভাই , তারেক সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাখলাম কবিকে। তবে এতে একটা অটো পাসওয়ার্ড দেয়া আছে। যেদিন নতুন একটি কবিতা নিয়ে সচলে হাজির হবেন, সেদিন এই শুভেচ্ছাটাও অটো জমা হয়ে যাবে তাঁর ঝুলিতে। অতএব বসগিরি বাদ দিয়া কবিতা চাই আগে।
(মনে পড়ে রুবি রায়, কবিতার কারবারে তুমিও তো ডুবেছিলে একদিন !
আজ কেন রুবি রায় গদি পেয়ে ভুলে গেছো কবিতার অক্ষর প্রেমহীন ?)
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
বসগিরি বাদ দিয়া কবিতা চাই আগে।
আমিও তো তাই কই। কিন্তু কবির কোন খোঁজ নাই।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
শুভেচ্ছা ।
শুভ জন্মদিন।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
প্রায় অসচল সচলকে জন্মদিনের শুভেচ্ছা। গা-ঝাড়া দিয়ে উঠুন তো!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
শিমুল ভাই, তিথি আপু আর সন্ন্যাসী দাদা - আখতার যেহেতু আবারো লাপাত্তা তাই তার হয়ে আমিই আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।
অশেষ ধন্যবাদ আপনাদের।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
নতুন মন্তব্য করুন