(আরো ছবি সংযুক্ত আছে লেখার শেষে)
ঘুরে এলাম নারিকেল জিঞ্জিরা (সেইন্ট মার্টিন) দ্বীপ। দু'টো দিন কেমন স্বপ্নীল সময় কাটিয়ে এলাম। সাগর যে আকাশের চেয়েও নীল হয় তা বুঝলাম এই দ্বীপে এসে।
দ্বীপের সৌন্দর্য সম্পর্কে কিছু বলতে চাই না। সে কথা যে সব ছবি জুড়ে দিয়েছি তারাই বলবে। আরও বলবে অসাধারন সুন্দর নাফ নদীর কথা।
আমি কেবল আমার আসে পাশে ঘটে যাওয়া কিছু ঘটনা ও সংলাপ তুলে দিই আপনাদের জন্য :
ঘটনা - ০১ : ডাবের বিনিময়ে তেল
রাতে খেতে গেছি দ্বীপের সৈকত লাগোয়া এক হোটেলে। কোরাল মাছের বার-বি-কিউ আর কাঁকড়া ভাজি খাবো বলে বসে ছিলাম লোভাতুর হয়ে। হঠাৎ দেখি এক মধ্যবয়সী লোক মালকোঁচা মেরে লুঙ্গি পড়া আর গায়ে শাদা ছেঁড়া গেঞ্জি, এসে হোটেলের মালিককে বলছে - একটা খালি বড় পানির বোতল দেন না?
হোটেল মালিক জিজ্ঞেস করলো - বোতল দিয়া কি হবে?
লোকটির উত্তর : জাহাজ থিকা কইসে দুইডা ডাব দিলে এক বোতল তেল দিবে। এই বলে সে একটা দুই লিটারের খালি বোতল নিয়ে চলে গেল।
ব্যাপার কি খোঁজ নিয়ে জানতে পারলাম - নৌ বাহিনী/কোস্টগার্ডের জাহাজ থেকে, যা কিনা দ্বীপের কাছাকাছি অবস্থান করে সব সময়, স্হানীয় লোকজন বিশেষ করে ট্রলারের মাঝিরা এটা ওটার বিনিময়ে (কখনও মাছ, কখনও ডাব কিংবা বার্মিজ মদ বা অন্যকিছু) তেল সংগ্রহ করে।
জাহাজের নাবিকরাও এ ব্যাপারে ভিষন উদার। সরকারি মাল দরিয়ামে ঢালতে তাদের এতটুকু কার্পন্য নেই।
ঘটনা - ০২ : এখানের পানি নোনতা, কক্সবাজারেরটা মিষ্টি
নারিকেল জিঞ্জিরা থেকে ছেঁড়াদ্বীপে যাচ্ছিলাম একটা ট্রলারে। আমি ছাড়াও সেখানে আরো সাত আটজন যাত্রী ছিল। তাদের মধ্যে দু'জন ব্যাক্তি কথা বলছিল সাগরের সৌন্দর্য নিয়ে -
১ম ব্যাক্তি : দেখছিস এখানের পানি কেমন নীল আর পরিস্কার? কক্সবাজারের পানি এত পরিস্কার না। কেমন ঘোলা।
২য় ব্যাক্তি : হ সুন্দর। কিন্তু এইখানের পানি খুব নোনতা। মুখে দিয়া কুলিও করা যায় না। কক্সবাজারের পানি আবার এত নোনতা না।
শুনে মনে মনে আমি বললাম - কস্কি মমিন ???
ঘটনা - ০৩ : তৌহিদ ভাবী, আমিন ভাবী আর সেলিম ভাবী
দ্বীপে আসার প্রথম দিন থেকেই কোস্টগার্ডের যন্ত্রনায় আমরা যারা সাধারন পর্যটক ছিলাম তাদের জান জেরবার হওয়ার অবস্থা। কি একটা কনফারেন্সে পুরো বাহিনী চলে এসেছে পরিবার পরিজন নিয়ে দ্বীপ ঘুরতে। আর এমন ভাব করছে যেন এটা তাদের বাপ-দাদার সম্পত্তি।
তাদেরই একদল যাচ্ছিল ছেঁড়াদ্বীপে। আমাদের ট্রলারের পাশেই বাঁধা ছিল তাদের ট্রলার। সেখানে একদল বিবাহিতা তরুনীর আড্ডা চলছিল পুরোদমে। বোঝা যাচ্ছিল তারা কোস্টগার্ডের অফিসারদের স্ত্রী। তো তারা একজন আরেক জনকে সম্বোধন করছিল - এই তৌহিদ ভাবী, এই সেলিম ভাবী, এই আমিন ভাবী ইত্যাদি নানা নামে।
শুনে আমার বেশ খারাপ লাগলো। এসব নারীরা কোস্টগার্ড বিয়ে করে নিজেদের পরিচয় হারিয়ে ফেলেছে। স্বামীর নামেই এখন তাদের নাম। তাদের ধামেই ধাম। এ ব্যাপারে অবশ্য তাদের কোন মাথা ব্যাথাও নেই। দিব্যি আরামে হাসি খুশিতে কেটে যাচ্ছে তাদের দিন।
ঘটনা - ০৪ : আপনারা ধনের পো হইলে আমরা তো অন্তত চ্যাটের পো !!
ছেঁড়াদ্বীপ থেকে ফেরার পথে নৌকা করে ট্রলারে ওঠার জন্য অপেক্ষা করছিলাম আমরা। কিন্তু সেখানেও কোস্টগার্ডের ভীড়। সবগুলো নৌকা তারা দখল করে রেখেছে। আর মুখে বলছে - আগে কোস্টগার্ডের লোকজন ট্রলারে উঠবে তারপর সাধারন যাত্রীরা। এ কথা শুনে এক মধ্য বয়স্ক লোক আর চুপ থাকতে পারলেন না। বললেন - কেন ভাই? সাধারন যাত্রী বলে কি আমাদের কোন দাম নাই? আপনারা ধনের পো হইলে আমরা তো অন্তত চ্যাটের পো, নাকি?? আমাদেরও একটু সুযোগ দেন।
খাইস্টা কোস্টগার্ডদের মন এ কথাতেও গলে নাই। তবে আমরা এক চোট হেসে নিয়েছিলাম প্রান খুলে।
ছবি পর্ব :
মন্তব্য
ঘটনা সত্য । আমি একবার নেভী হেডকোয়ার্টাসে গেছিলাম জনৈক নেভী অফিসারের বাড়িতে । সেই অফিসারের বউ ফোনে খাজুরা আলাপ করছিলেন এইরকম তৌহিদ ভাবী, এই সেলিম ভাবী, এই আমিন ভাবীদের সাথে । আমি তো ভাবছিলাম এগুলো ভাবিদেরই নাম , যদিও খানিকটা সন্দেহ ছিল । এখন তো দেখছি না , ঘটনা ভিন্ন । এগুলো তেনাদের গুনধর স্বামীদের নাম !
......................................................
উত্তর বাংলার অনাহারী যুবক
ঠিক কইছেন ভাই। এদের আত্মপরিচয় বলতে কিছু নাই।
স্বামীরাই এদের ঈশ্বর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
স্বামীদের পরিচয় ভাঙায়া এরা আবার লেডিস ক্লাব বানায় । ক্লাব নিয়া নানান কাজ-কর্ম করে , অধিকাংশই পরচর্চা । আমি একজনরে চিনতাম তার স্বামী ঢাকায় বদলি হলেও তার আসতে একটু দেরী হচ্ছিল । লেডিস ক্লাবের 'দায়িত্বভার' অর্পণ বলে কথা ! সময় তো লাগবেই ।
আমরা যখন রংপুর ক্যান্টনমেন্ট কলেজে পড়তাম , কলেজের একটা রাস্তা ছিল ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে । আর্মি অফিসারদের সুন্দরী বউরা দু-একটা আর্মি চাকর নিয়া জীপ নিয়া জোরসে ছুটত মার্কেটের দিকে । এই দেখে আমাদের বন্ধুরা আর্মি অফিসার হইতে চাইত (হৈছেও অনেকে) , কম বয়সে মহাপ্রতাশালী চাকরী , সুন্দরী বউ । আর কি চাই !
এই আমিন আপা , তৌহিদ আপাদের বিরুদ্ধে আরেকটা বড় অভিযোগ হল এরা সোলজারদের ব্যক্তিগত কাজে মানে এই ধরেন বাচ্চার স্কুলের বেতন দেয়া রকমের কাজে খাটায়া নেয় । আমাদের পাড়ার এক বড়ভাই এইরম অত্যচার সহ্য করতে না পেরে মানসম্মান নিয়ে ফুট দিছিল । কি আর বলি এদের নিয়া ।
......................................................
উত্তর বাংলার অনাহারী যুবক
কস্কিমমিন ?
আপনি তো ভাই এদের হাঁড়ির খবর সবই জানেন।
ঘটনা কি ??(দেঁতোহাসি)
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আমার অনেক পছন্দের জায়গা থেকে ঘুরে এলেন। বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্যমন্ডিত জায়গাগুলোর অন্যতম নারিকেল জিঞ্জিরা। এবছর আমার অফিসের ক্যালেন্ডার করেছি এখাঙ্কার ছবি দিয়ে। আশা করি লেখা এখানেই থামবেনা।
...........................
Every Picture Tells a Story
মুস্তাফিজ ভাই, আপনার পছন্দের জায়গা এখন আমারো পছন্দের জায়গা। আপনার অসাধারন ক্যালেন্ডার পেয়েছি সচলাড্ডায় গিয়ে। ধন্যবাদ জানানো হয়নি। (দেঁতোহাসি)
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ফেব্রুয়ারীর ১৩-১৪-১৫ ওখানে ঘুড়ি উৎসব হবে, মূল উৎসবের দিন ১৫ তারিখ, আগেভাগেই প্ল্যান করে ফেলেন।
...........................
Every Picture Tells a Story
ফেব্রুয়ারীর ১৬ তারিখ টার্ম ফাইনাল শেষ হবে । উহ ! জীবনে পরীক্ষা যে কি জন্যে আসে ?
......................................................
উত্তর বাংলার অনাহারী যুবক
একটা ট্রাই নিবো অবশ্যই।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ছবিগুলো এক কথায় অসাধারন।
কিন্তু একটা ছবিতে ক্লিক করার পর next এ ক্লিক করলে ক্যাপশন মনে হয় মিলছেনা।
ভাই এই ব্যাপারটা মডুরা বলতে পারবে। আমিও দেখলাম ছবি বড় করে দেখতে ক্লিক করলেই অন্য ছবি চলে আসছে।
মডু ভাইরা হেল্প করেন প্লিজ!! আমার ছবির জায়গায় বড় করলে অন্যের ছবি আসে ক্যান??
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
'ছেঁড়া দ্বীপ প্রবাল পাথরের সৈকতে' ক্লিক করতেই বুনো লতার ঝোপের কী মোহনীয় ল্যান্ডস্ক্যাপ ! আহা !
'সূর্যোদয়০২' এ ক্লিক করলে যে এরকম লাল লাল ফুলে রঞ্জিত হয়ে উঠবো তাই বা কে ভেবেছে..!
'ফিরতি পথে নাফ নদীর মোহনা' যে এমন চমৎকার সাদাসাদা ফুলে ভরে উঠবে কখনো কী ভেবেছিলাম..!
'নাফ নদীর মোহনায় ডিঙি নৌকা'য় ক্লিক করে যে জীবন্ত নৌকা দেখলাম, পরাণ জুড়িয়ে গেলো..!
এমন জাদুর খেল কীভাবে ঘটালেন ভাই..!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
জাদুর খেল আমি ঘটাই নাই রণ'দা। কেমনে জানি ঘইটা গেছে।
যাউকগা ফাও ফাও যাদু দেখন যাইবো না। তাড়াতাড়ি পয়সা দেন!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আমি নারিকেল জিঞ্জিরায় গেছিলাম ২০০৩ সালে। সি ট্রাক কিংবা ট্রলারে কোথাও জায়গা না পেয়ে গেছিলাম গানবোর্ডে। যাওয়ার সময় তেমন কিছু হয় নি। কিন্তু ফেরার পথে জোয়ারের সময় হওয়ায় ঢেউ ছিল বড়ো বড়ো। কি যে ভয় পাইছিলাম। সে কথা থাক। নাফ নদী থেকে টেকনাফের পাহাড় যা সুন্দর লাগছিল!
জোয়ারের সময় আসলেই অনেক বড় বড় ঢেউ হয়।
ছেঁড়াদ্বীপে গিয়ে দেখেছিলাম - এত বড় বড় ঢেউ যে অনায়াসে সার্ফিং করা যাবে। তবে সৈকতের পাথরে বাড়ি খাইলে আমার দোষ নাই (দেঁতোহাসি)
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ধন্যবাদ অরূপ ভাই । (হাসি)
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
খুব সুন্দর।।
ছবিগুলো কিভাবে দিয়েছেন?
ধন্যবাদ প্রকৃতি দাদা! (হাসি)
ছবিগুলো সরাসরি সচলে আপলোড করেছি। কিন্তু কিছু একটা সমস্যা আছে। ছবি বড় করে দেখতে গেলে এক ছবির জায়গায় অন্য ছবি এসে পড়ে।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
নাশু ভাই লেখা সিরাম হইছে (চলুক) সচলে আজকাল সবার ছবি দেইখা ক্যামরা কিনতে মন চায় (দুঃখ)
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
কিনা ফালান তাড়াতাড়ি তারপর চলেন একলগে ফটোশুটে যাই। আমারটা অবশ্য কোন SLR না। একটা সস্তা ডিজিটাল ক্যামেরা। (হাসি)
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
সচলায়তন হঠাত্ ফটোয়াতন হয়ে গেছে। রঙিন ছবিতে ভরপুরররর.... :)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?
হুঁ, সন্যাসীরাও আজকাল রঙ্গীন ছবির বাডি লাগায়
...........................
Every Picture Tells a Story
হ সন্ন্যাসী দাদারেও রঙে ধরসে (দেঁতোহাসি)
ফটায়োতন জিন্দাবাদ!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
সন্ন্যাসী দাদা সব সময় রঙেই থাকে ;)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?
তাই থাকবেন দাদা আজীবন। আর আমাদেরও সেই রং থেকে কিছু ভাগ দিয়েন।
সন্ন্যাসী জি কি জয় হোক!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
জীবনের একটা ভাল জিনিস ছিলো নানাবাড়ি টেকনাফ হওয়াটা। চাচা নাই কোনো, তাই বেশিরভাগ সময় আমি মামাদের সাথে নানাবাড়িতে ঈদ করতে চলে যেতাম। এখনো টেকনাফ আমারে ছাড়ে নাই। সেন্ট মার্টিন কেউ উপভোগ করতে চাইলে আমারে ছাড়া হবে না। হাহাহা। এমন জিনিস দেখাবো পুরা লাইফ বিলা হয়া যাবে। আমার যে বন্ধুদের নিয়া গেসি, প্রত্যেকেই এই ব্যাপারে একমত। আবার যায়েন কীর্তিদা। আমার নানার বংশ এত বিরাট যে ওখানেও আমাদের অনেক অনেক দুঃসম্পর্কের আত্মীয় স্বজন আছেন। পারলে একবার লিখবো ঐ ট্রিপ গুলা নিয়া।
এই কথা আগে জানলে তো আপনার সাথে যোগাযোগ করে তারপর ওদিকে যাইতাম। তবে আবারো যাবো শিঘ্রই। ঠিক করছি ঘোর বরষা মৌসুমে উথাল পাথাল সাগর পাড়ি দিয়া একবার নারিকেল জিঞ্জিরা যাবো।
তবে খালেদ ভাই আপনার সিক্রেট গুলা এখনই বলেন। নোট করে রাখি....
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
খুব খুব সুন্দর ছবিগুলো, লেখাও খুব ভাল লাগল :) মজার!
জানিনা কবে যে সেন্ট মার্টিন দেখতে পারব :(
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
ধন্যবাদ মুমু (হাসি)
যে জীবনে সেন্ট মার্টিন যায় নাই তার জীবন পুরাই বৃথা।
অতএব সুযোগ পাওয়া মাত্র চলে যান।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ভাগ্যিস !
জীবনটা বৃথা হয় নাই। (হাসি)
আসলেই অন্যরকম। ছবিগুলো দারুণ হয়েছে।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ধন্যবাদ শিমুল আপু (হাসি)
কবে গেছিলেন নারিকেল জিঞ্জিরা?
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
উমমম... দুই বছর আগে।
আবারো যেতে চাই। (হাসি)
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আমিও প্রতি বছর অন্তত একবার যেতে চাই (হাসি)
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ছবি এবং লেখা দুটোই সুন্দর
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
অসংখ্য ধন্যবাদ! (হাসি)
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
নাহ্, এই পোস্ট দেখে আমার তো আর সেন্ট মার্টিন নিয়ে কিছু লিখতে বা কোন ছবি দিতে ইচ্ছা করছে না :-(
ফাও প্যাঁচাল না পাইড়া তাড়াতাড়ি লেখা পোস্টান ছবি সহ। (রেগেটং)
সেন্ট মার্টিন নিয়া আমি তো কিছুই লিখি নাই। রেখে দিয়েছি আপনাদের জন্য।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আমারও একই অবস্থা! দু এক পৃষ্ঠা কী যেন হাবিজাবি লিখছিলাম। এই লেখা পড়ার পর আর পোষ্ট দিতে ইচ্ছে হচ্ছে না। লেখা ছবি সবতে পাঁচ তারা!
এই মন্তব্যের জবাব আছে বিডিআর-এর মন্তব্যের তলায়।
আর পাঁচ তারার জন্য তোকেও পাঁচটা ধন্যবাদ (হাসি)
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
সচলায়তনে এত্তজন এত্ত ভালো ছবি তুলতে পারে! কই, আমি তো পারি না :(
পারবেন আপু আপনিও পারবেন।
নারিকেল জিঞ্জিরার মতো সুন্দর জায়গায় শুধু একটা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে দেখেন। যা তুলবেন তাই সুন্দর ছবি হয়ে হয়ে যাবে।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ছবিগুলো মারাত্মকের চেয়েও ভালো।
=============================
থ্যাঙ্কু (হাসি)
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
লেখা ছবি, অসাধারণ!
উইকিপিডিয়ার জন্য রাগিব ভাই ছবি চেয়েছিলেন আগে।
এ ছবিগুলো উইকিপিডিয়ায় দিয়েছেন?
ধন্যবাদ শিমুল ভাই (হাসি)
উইকিপিডিয়াতে ছবি কেমনে দেয় তাই তো জানি না।
উপায় বলে দেন তো এখনই দিয়ে দেই।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আপনাকেও ধন্যবাদ। এইটা দেখেন ।
আপনাকে আবারো ধন্যবাদ শিমুল ভাই। লেখাটা চোখ এড়িয়ে গিয়েছিল।
এখনই ছবি পাঠাচ্ছি।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
নতুন মন্তব্য করুন