গর্ভবতী স্ত্রী আর তার স্বামীর মধ্যে কথপোকথন -
স্ত্রী : আচ্ছা তুমি ছেলে চাও নাকি মেয়ে ?
স্বামী : আমার সেরকম কোন চয়েস নেই। যেকোনটাতেই খুশি। তবে মেয়ে হলে একটু বেশি খুশি। তুমি?
স্ত্রী : আমি ছেলে চাই, ছেলে।
স্বামি : কেন?
স্ত্রী : কারন তা না হলে তোমার পরিবারের লোকজন সারাক্ষন কানের কাছে ঘ্যানর ঘ্যানর করবে - বংশের বাত্তি নাই, বংশের বাত্তি নাই বলে।
স্বামী : কি যে বলো না! সেই যুগ কি এখনও আছে নাকি? এতো তুমি সেই প্রস্তর যুগের কাহিনী শোনাচ্ছ ।
স্ত্রী : জ্বি না জনাব! আপনার পরিবারের সবাই এখনই ছেলে ছেলে বলে আমার কান ঝালাপালা করে ফেলছে।
স্বামী : সে করুকগে। ওসবে কান দেয়ার দরকার নেই। তোমার নিজের কোন সমস্যা আছে কিনা বলো ?
স্ত্রী : না আমার কোন সমস্যা নেই। তবে মেয়ে হলে আমি চাই সে যেন তোমার মায়ের মতো দেখতে সুন্দর হয়। তার মতো ধৈর্য্যশীল আর অমায়িক হয়।
স্বামী : আর ছেলে হলে ?
স্ত্রী (হেসে) : ছেলে হলে কালো হোক ধলো হোক কোন সমস্যা নেই। দুই ঠ্যাং-এর মাঝখানে একটা ছোট নুনু থাকলেই হবে। হি হি হি !
মন্তব্য
কবে আমাদের এই মন মানসিকতার পরিবর্তন হবে।
অনেক পরিবর্তন হয়েছে রে ভাই। আরো হবে, সময় লাগবে আর কি।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
হায়রে!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
গৌতম দা, হাসির গল্পটারে এত সিরিয়াসলি নিলেন ক্যান ?
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
গল্পটা পড়ে হেসেছিও কিন্তু (দেঁতো হাসি)
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
তাইলে ঠিক আছে
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ছেলে হোক বা মেয়ে - সুন্দর একটা মন থাকলেই যথেষ্ট, আর কিছুই লাগে না
হ ঠিক কইসেন।
তবে বিয়ে করার পর কথাটা আবার ভুলে যাইয়েন না
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ছেলে হলে কী থাকতে হবে ! বুঝি নাই....
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
বুঝেন নাই ভালো হইসে।
আমার কি ঠ্যাকা পড়ছে নি আপনারে বুঝানোর?
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
এই মানসিকতা এখন অনেক বদলে গেছে। এখন আর মুখে কিছু বলে না।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
খাঁটি কথা মুর্শেদ ভাই।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আমাদের সমাজ থেকে এটা উঠে যেতে সময় লাগবে । এটা এক ধরনের ছুডো আইডি, সমাজ থেকে উতপাটিত হলেও, অবছেতনে থেকে যায় ।
হ ঠিক অবছেতনে অনেক কিছুই থেকে যায়।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ছি ছি ছি নজরুল, তুমি এত্তো-ও-ও-ও খারাপ!
---------------------------------------------
রাজাকার আলবদর নিপাত যাক!
জয় বাংলা আমার থাক!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আমি একাই খালি আনন্দ পাইলাম নাকি?
=============================
চিন্তার কারন নাই ... আমিও আনন্দ পাইসি
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
আমিও পাইছি
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
নাশুদা, আপ্নে খুব খ্রাপ!!!!!!!!!!
হ কইসে আপনেরে !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
জ্বি
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
কি ?
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
হ! নাশুদা আপনি না আসলেই খুব খারাপ।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
(ভাবছি)
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
কস্কী মোমেনা?!
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
কৌতুক বটে, তবে কঠিন সত্য ..... আজ অবধি সত্য!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
ঠিক তীরু'দা
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
- নাশুদা, আপ্নে খুব খ্রাপ!!!!!!!!!!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হ চ্রম খ্রাপ !!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
নতুন মন্তব্য করুন