• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

শপথ : ক্রিকেট খেলা আর দেখিব না.............

কীর্তিনাশা এর ছবি
লিখেছেন কীর্তিনাশা (তারিখ: সোম, ১৯/০১/২০০৯ - ৫:০৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমি শপথ করিতেছি যে -

এই জীবনে আর কোনদিন ক্রিকেট খেলা দেখিব না। (মনখারাপ)

এই জগতে ক্রিকেট বলিয়া একখানা যে খেলা রহিয়াছে উহা স্মরনে রাখিব না। (মনখারাপ)

বাংলাদেশ বলিয়া একটি দেশ যে উক্ত খেলা খেলিত উহাও বিস্মৃত হইবো। (মনখারাপ)

ক্রিকেটের চাইতে ডাংগুলি খেলা এবং অবলোকন করা অতিব উত্তম, উহা নিজেও অনুধাবন করিব এবং অন্যকেও অনুধাবন করাইবার চেষ্টায় রপ্ত হইবো। (মনখারাপ)

------------------------------------------------------

এত কষ্ট আর প্রানে সহে না................... (মনখারাপ)


মন্তব্য

সুমন চৌধুরী এর ছবি
কীর্তিনাশা এর ছবি

হ বদ্দা আসেন জামাতে তওবা করি।
জাগো লাইগা কান্দি হেরাই তো বুঝে না।

আশরাফুলের বাচ্চা কুয়াশা ঢাকা আবহাওয়ায় টসে জিত্তা ব্যাটিং লয়! (রেগেটং)

রাগে দুঃখে মাথা কাজ করতাসে না। (মনখারাপ)

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতন্দ্র প্রহরী এর ছবি

আশরাফুলের বাচ্চা কুয়াশা ঢাকা আবহাওয়ায় টসে জিত্তা ব্যাটিং লয়!
একই কথা আমারও! কোনওভাবেই হিসাব মেলাইতে পারলাম না!

কীর্তিনাশা এর ছবি

(মনখারাপ)

অবস্থা এমন দাঁড়িয়েছে হিসাব মেলাতে পারলেই আশ্চর্যের ব্যাপার হবে।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অমিত আহমেদ এর ছবি
কীর্তিনাশা এর ছবি

হ আসেন ভাই তওবা করেন।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তানবীরা এর ছবি

ন্যাড়ার কামই হইলো মাথা বেল গাছের তলায় দেয়া, একবার, বহুবার আর বারবার ..................।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

কীর্তিনাশা এর ছবি

খাঁটি কথা ! (মনখারাপ)

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

শামীম এর ছবি

আমিন, সুম্মা আমিন।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

কীর্তিনাশা এর ছবি

(মনখারাপ)

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতিথি লেখক এর ছবি

দুঃখের সহিত ..................আমিন!

(জয়িতা)

কীর্তিনাশা এর ছবি

অতিব দুঃখ (মনখারাপ)

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ফারুক হাসান এর ছবি

এত কষ্ট আর প্রানে সহে না...................

কীর্তিনাশা এর ছবি

(মনখারাপ)

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অছ্যুৎ বলাই এর ছবি

এই জীবনে আর কোনদিন ক্রিকেট খেলা দেখিব না, শুধুই খেলিব।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

কীর্তিনাশা এর ছবি

হ বস্ , খেলেন তবু ভালো।

দেখা দেখির মধ্যে আর যায়েন না।

কোনদিন হার্ট অ্যাটাক ম্যাটাক হইয়া ভচকায়া থাকবেন, বলা যায় না। (মনখারাপ)

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ধুসর গোধূলি এর ছবি
কীর্তিনাশা এর ছবি

কিন্তু থেরাপি দিব ক্যাঠা ??

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সুমন চৌধুরী এর ছবি
অনিকেত এর ছবি

আহা রে 'ফারভেইজ্যা রে'----

কীর্তিনাশা এর ছবি

আহারে...........!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

বিপ্রতীপ এর ছবি
কীর্তিনাশা এর ছবি

(মনখারাপ)

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

দ্রোহী এর ছবি

কী মাঝিরা? ডরাইলা?

অসুবিধা নাই। পরবর্তী খেলা পর্যন্ত না দেখলেও কোন ক্ষতি নাই।

কীর্তিনাশা এর ছবি

মাঝিরা খালি ডরায় নাই, নৌকা বৈঠা সব থুইয়া পলাইছে । (মনখারাপ)

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অনিকেত এর ছবি

কীর্তি,

আছে দুঃখ, আছে শোক
গাছে পাখি, নালায় জোঁক
আসবে বিপদ, ঘটবে পরাজয়

আছে গরু, আছে তরু
মোটা চিকন নানান ভুরু
জ্বলবে আলো, তবু 'অমা' রয়

তবুও আশা, ভালো বাসা
কান্না মুছে, আলোয় হাসা
একদিন ঠিক হবেই সূর্যোদয়!!

সুমন চৌধুরী এর ছবি
অনিকেত এর ছবি

:)

কীর্তিনাশা এর ছবি

(ওঁয়াওঁয়া)

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

মন খারাপ কাটিয়ে, কুৎসিত গালি দিয়ে, আমি বারবার বাংলাদেশের খেলা দেখবো।

কীর্তিনাশা এর ছবি

পারফেক্ট সংশপ্তক !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

All promises are made to break. আশা করি আপ্নিও... ;)

কীর্তিনাশা এর ছবি

(চোখটিপি)

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতিথি লেখক এর ছবি

মন খারাপ কাটিয়ে, কুত্ সিত গালি দিয়ে, আমি বারবার বাংলাদেশের খেলা দেখবো।

না, আমি গালি দেব না। আমি মনেপ্রাণে বিশ্বাস করি এমুহূর্তে বাংলাদেশ কৃকেট দল ভাল মানের। ভাগ্যটা একটু খারাপ যাচ্ছে। নাহলে গত দুটো ম্যাচেই জয় পাবার কথা ছিল। সিরিয়াসলি বলছি, দলের প্রত্যেকের যেটা দরকার তা হল প্রতিদিন 'যোগাসন'। ভাগ্যদেবী দেখা দিতে দেরি করবেন না। এর চেয়েও অনেক খারাপ সময় গেছে পৃথিবীর নামকরা সব দলের। ৫০-এর নিচে অলআউট। ধারাবাহিক 'খুব খারাপ' পারফর্ম্যান্স।

আমি ধৈর্য্য ধরে অপেক্ষা করব। হোপফুলি পুরো বাংলাদেশই ধৈর্য্য ধরবে। কারণ ১৫ কোটি মানুষ শুধু কৃকেট দেখে না, খেলেও।

প্রফাইল

....................................................................................................................
এভাবেই স্থবির ঘর একদিন উড়ে যাবে
উড়ে উড়ে যাবে

কীর্তিনাশা এর ছবি

ধন্য আশা কুহকিনী .............. (মনখারাপ)

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নির্বাক এর ছবি

অনেক দিন পর সচলায়তনে আজকে লগইন করলাম। আপনার এই শপথ আমি আরো আগেই গ্রহণ করে ফেলেছি (হাসি)

ও আর এতদিনে আপনার যে লেখাগুলো পড়া হয়নাই সেগুলো খুঁজে পড়ে ফেলব আশা করছি।
_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

কীর্তিনাশা এর ছবি

আমিও এতদিন আপনাকে মিস করেছি।

আসেন ভাই, বুকে আসেন কোলাকুলি করি। (দেঁতোহাসি)

আর আবার হারিয়ে যাবেন না যেন !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তীরন্দাজ এর ছবি

শরম নাই, খেলা আবারো দেখব!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

কীর্তিনাশা এর ছবি

তীরুদা এছাড়া আর কিই বা করার আছে!
সবেধননীলমনি তো ঐ একটাই আছে আমাদের (মনখারাপ)

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

"আমি শপথ করিতেছি যে -
এই জীবনে আর কোনদিন ক্রিকেট খেলা দেখিব না। "
হ !
কইছে !!

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

কীর্তিনাশা এর ছবি

(চোখটিপি)

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতিথি লেখক এর ছবি

২১.০১.২০০৯

Zimbabwe 160/9 (50 ov)
Bangladesh 164/4 (44.5 ov)
Bangladesh won by 6 wickets (with 31 balls remaining)

একটু ধৈর্য ধরলে ফল একেবারে তেতো হয় না।

প্রফাইল

....................................................................................................................
এভাবেই স্থবির ঘর একদিন উড়ে যাবে
উড়ে উড়ে যাবে

কীর্তিনাশা এর ছবি

ধৈর্য্য ধরে আছি সুনা

(দেঁতোহাসি)

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রায়হান আবীর এর ছবি

খেকয। অল্রেডি প্রতিজ্ঞা ভাইঙ্গালাইছেন।
=============================

কীর্তিনাশা এর ছবি

প্রতিজ্ঞা করাই হয় ভাঙ্গার জন্য (দেঁতোহাসি)

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।