ক্রিকেট দেখুম না দেখুম কি?! ক্রিকেট ছাড়া দেখার আছে কি ?!

কীর্তিনাশা এর ছবি
লিখেছেন কীর্তিনাশা (তারিখ: বুধ, ২১/০১/২০০৯ - ৫:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

এক্ষনে একখানা খাটাশের গল্প না বললেই নয় -

এক দেশে এক জঙ্গল ছিল। গাব গাছের জঙ্গল। সেই জঙ্গলে থাকতো এক খাটাশ। সেই খাটাশের নেশা ছিল গাব খাওয়া। আসলে জন্ম থেকেই গাবের জঙ্গলে আছে তো, তাই গাবের গন্ধ পেলেই তার মন আনচান করে ওঠে। ঘুরে ফিরে গাব খেতে ইচ্ছা করে।

মাঝে মধ্যে যখন গাব বেশি খাওয়া হয়ে যায়, তখন পেটে ব্যাথা ওঠে। তখন খাটাশটা মাটিতে গড়াগড়ি খায় আর কোঁকায়। আর মনে মনে প্রতিজ্ঞা করে - এই জীবনে আর গাব খামু না। গাব একটা খাওয়ার জিনিশ হইলো! গাব খায় খাটাশে !!??

তারপর অনেক্ষন গড়াগড়ি করে যখন পেটে ব্যাথা ভালো হয়ে যায়, তখন খাটাশ আঁড়ে আঁড়ে গাবগাছের দিকে তাকায়। তলায় পড়ে থাকা গাব ফলের দিকে তাকায়। তার নাকে গাবের ঘ্রান ভেসে আসে। একটা সময় খাটাশ আর থাকতে পারে না। উঠে ছুট লাগায় গাব গাছের দিকে। আর মুখে বলে - গাব খামুনা খামু কি?! গাব ছাড়া খাওয়ার আছে কি?!

-------------------------------------------------------

আমারো সেই খাটাশের দশা। গত ম্যাচে বাংলাদেশ হেরে যাওয়ার পর বহুত দুঃখ পেয়ে শপথ নিয়েছিলাম - বাইচা থাকতে আর ক্রিকেট খেলা দেখুম না, কি হচ্ছে খবরও রাখবো না।

কিন্তু আজ সকালে অফিসে এসেই মনটা কেমন উদাস হয়ে গেল। সকাল ন'টা বাজতেই মাউসের আলতো ক্লিকে ইন্টারনেট এক্সপ্লোরার খুললাম। তরপর ক্রিকইনফো সাইট খুলে টাস্কবারে মিনিমাইজ করে রাখলাম। যত যাই হোক বাংলাদেশের খেলা বলে কথা। বিগত দিনের শপথ ভুলে তাই মনে মনে বললাম - ক্রিকেট দেখুম না দেখুম কি? ক্রিকেট ছাড়া দেখার আছে কি ?! দেঁতো হাসি

-------------------------------------------------------

উপসংহার : আহ্ কি শান্তি বাংলাদেশ আজ জিতে গেছে! মনে এখন অনেক আনন্দ। ক্রিকেটকে মনে হচ্ছে স্বর্গীয় খেলা। হাসি


মন্তব্য

কীর্তিনাশা এর ছবি

আবার জিঙ্গায় ! দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতন্দ্র প্রহরী এর ছবি

সূত্রমতে, বাংলাদেশ পরের ম্যাচ হারার সব রাস্তা তৈরি করে নিলো! চোখ টিপি

অভ্রনীল এর ছবি

শুধু পরের ম্যাচ না... সমীকরন বলে, পরের এক বছরের সব ম্যাচেই হারু করবে...

_______________

এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।

কীর্তিনাশা এর ছবি

অশুভ কথা বাদ দেন তো ভাইয়েরা!

আসেন আশায় বুক বাধি হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ইশতিয়াক রউফ এর ছবি

আমি গাধাটা আবারও খেলা দেখলাম... উপসংহার এখনও একই। কপালের জোরে জিতে গেছে। বুদ্ধিহীন ব্যাটিং-এর পরেও।

কীর্তিনাশা এর ছবি

ইশতি ভাই, জয়ের পথে এসেছে এটাই বড় কথা। এখন পরের ম্যাচ জিততে আশাকরি আর সমস্যা হবে না হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তারেক এর ছবি

আশরাফুল গাধাটা সেঞ্চুরি পিটানোর আশা নিয়া ফার্স্ট ডাউনে খেলা শুরু করছে। প্রথম ম্যাচে আগে ব্যাটিং নিছিলো মনে হয় এই দুরাশা থেকেই যে জিম্বাবে আগে ব্যাটিং করে কম রানে অলআউট হইলে হয়তো সে সেঞ্চুরির সুযোগই পাবে না... আশরাফুল যে কত দূর্দান্ত একটা গাধা সেইটা এবং সে যে নিজের অসাধারণ ব্যাটিং ছাড়াই শুধু মেধাবী ক্যাপ্টেন্সি দিয়াই যে কারো কাছে ম্যাচ হারাইতে সক্ষম, তা বারবার করে দেখাইয়া নিজের যোগ্যতার পাশাপাশি যারা তারে ক্যপ্টেন বানায়া তামাশা দেখে তাদের ও নাম উজ্জ্বল করে চলতেছে।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

কীর্তিনাশা এর ছবি

এত রাগ করতে হয় না ভাই!
একটু মাথাটা ঠান্ডা করেন দেঁতো হাসি

তবে আমিও মনে করি আশরাফুলকে ক্যাপ্টেন্সি থেকে মুক্তি দেয়া উচিৎ।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রায়হান আবীর এর ছবি

আমি দেখিনাই। উৎসাহ পাইনা। মন খারাপ

=============================

কীর্তিনাশা এর ছবি

ব্যাপার না! উৎসাহ আবার চলে আসবে হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তানবীরা এর ছবি

নাশু কইছিলাম না আগের দিন, ন্যাড়ার কামই বেল গাছের তলায় মাথা দেওন। ঃ-}

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

কীর্তিনাশা এর ছবি

গুরু গুরু

দেঁতো হাসি দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ভূঁতের বাচ্চা এর ছবি

খাটাশ কি জিনিস সেটাই তো বুঝায়ে কইলেন না !
এইবার বুঝান আমাদের !

----------------------------------

--------------------------------------------------------

কীর্তিনাশা এর ছবি

যতদূর জানি বিড়াল প্রজাতির প্রানী।

তবে বিড়ালের চেয়ে বড় হয় আকারে, আবার বাঘের চেয়ে ছোট ।

এর বেশি জানিনা। হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

কীর্তিনাশা এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সাইফুল আকবর খান এর ছবি

আপ্নের কাছ থেইকা এমুন একটা পোস্টেরই অপেক্ষায় ছিলাম আমি। হাসি
ছি ছি, লজ্জাও নাই! চোখ টিপি

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

কীর্তিনাশা এর ছবি

তা যা বলেছেন দাদা ......... দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

পরিবর্তনশীল এর ছবি

ছি ছি। লজ্জা নাই।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

কীর্তিনাশা এর ছবি

হে হে দেঁতো হাসি

লজ্জা ঘৃনা ভয়
এ তিন থাকতে নয় ! চোখ টিপি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।