গ্রামের ছবি

কীর্তিনাশা এর ছবি
লিখেছেন কীর্তিনাশা (তারিখ: মঙ্গল, ১৭/০২/২০০৯ - ৬:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রতি বছর শীতে অন্তত একবার গ্রামে যাই। নাড়ির টান বলে কথা। গ্রামে গিয়ে আমার প্রিয় জায়গা গুলোয় ঘুরে বেড়াই। খালা, ফুপু, মামা, চাচাদের আদর কুড়োই । পিঠা পুলি খাই, তাজা খেজুরের রস খাই। বাজারে গিয়ে মুড়ি-মোয়া আর রসে ডুবানো ছানার মিষ্টির স্বাদে ডুবে থাকি। পুকুর সেচে মাছ ধরার উৎসবও চলে। রাতে গল্প বলার আসর জমাই বাড়ির ছোট বাচ্চাদের সাথে। তার ফাঁকে বৈষয়িক কাজ-কর্মগুলোও সারতে হয়। যদিও তাতে আমার প্রচন্ড অনিহা। তারপরও মেজ চাচার অনুরোধে ঢেঁকি গিলতে হয়।

বাবা-মা'র কবরের পাশেও বসে থাকি অনেক ক্ষণ। মনে মনে তাদের সাথে কথা বলি। বিধাতার কাছে তাদের জন্য প্রার্থনা করি। তাদের কবর পরিস্কার করে দিই। নতুন মাটি দেয়ার ব্যাবস্থা করি।

এবারো এসবের ব্যাত্যয় হয়নি। ফেব্রুয়ারির শুরুতে গ্রামে গিয়ে কাটিয়ে এলাম টানা পাঁচটি দিন। খালা-ফুপুদের আদরে-আব্দারে এতই খাওয়া-দাওয়া করেছি যে এই ক'দিনে ওজন বাড়িয়েছি প্রায় তিন কেজি। কি করবো - এত এত সুস্বাদু খাবার দেখে নিজেকে সামলানো খুব মুশকিল। বিশেষ করে আমাদের গ্রামের বাবু ঘোষের তৈরি ছানার রসগোল্লা। আহা এটা যে না খেয়েছে তার জীবন বৃথা!

আমার গ্রাম বরিশাল জেলার এক কর্নারে। এক ধার দিয়ে বয়ে গেছে ছোট একটা খাল। অল্প দূরে গেলেই নদী। ছোট নদী, বড় নদী দু'টাই আছে। আর পেছনে বিশাল ধানক্ষেত যেন তেপান্তরের মাঠ। গ্রামে গেলে প্রতিদিন আমার নদীর পাড়ে ঘুরতে যাওয়া চাই। আর দুপুরে খালে ভরা জোয়ারের পানিতে গোসল করি। বাচ্চা-কাচ্চাদের সাথে নিয়ে ঝাঁপাঝাঁপি করি অনেক ক্ষণ।

এবারে গ্রামে গিয়ে ছবি তুলেছি অনেক। ভাল কোন ক্যামেরায় নয়। আমার মোবাইলের ক্যামেরায়। নিজ গ্রামের ছবি বলে আমার কাছে ভিষন সুন্দর লাগে ওগুলো। তাই এখানে তুলে দেবার লোভ সংবরন করতে পারলাম না।

ছবিগুলো আপনাদের যদি বিন্দু পরিমান ভালো লাগে তাতেই আমি খুশি।

খড়ের গাদা : বরিশালের ভাষায় কুডার কুর অথবা কুরের কুর

চলছে ইরি ধান রোপনের আয়োজনচলছে ইরি ধান রোপনের আয়োজন

আলু ক্ষেত

গাঁয়ের মেঠোপথ

নির্জন মেঠোরাস্তা : তার একটু সমুখেই সিমেন্টের পুল

নারিকেল গাছ : ডাব খাওয়া হবে এখনি

খেজুর গাছ : শীতে সবার প্রিয় গাছ

দিনের আলোয় গাঁয়ের পাশের খাল

সাঁঝের বেলা ভাটার টানে শুকিয়ে যাওয়া খাল

বেদে নৌকার সারি ভিড়েছে নদীর ধারে

বেদে নৌকা : বেদে-বেদেনীরা গেছে গ্রামে নানা পসরা নিয়ে

কুমোর পাড়া

কুমোর পাড়া : পোড়ানো শেষ মাটির ঢাকনা

পথের ধারে সাজিয়ে রাখা মাটির সড়া বা ঢাকনা

পোড়ামাটির পণ্যে বোঝাই নৌকা : গঞ্জে যাবে

ছোট ডিঙিতে একা একা চলছে মাছ ধরা

নদীর পাড়ে ঝুলন্ত গাছে শেষ বিকেলের রোদ

সূর্যাস্তের আলোয় ছোট নদীসূর্যাস্তের আলোয় ছোট নদী

ফেরার পথে ফেরি থেকে তোলা ছবি : পড়ন্ত বিকেলে নদী আর নৌকা


মন্তব্য

তানিয়া এর ছবি

অসাধারন সব ছবি তুলেছেন আপনি গুরু গুরু । আপনার ক্যামেরা কি ব্রান্ড না ননব্রান্ড/ না মোবাইল তারচেয়ে বড় কথা হল ক্যামেরার চোখ দিয়ে আপনার মন কি দেখতে চায় তা (আমার মত) । আপনার ক্যামেরার চোখে যে গ্রাম দেখছি তা আমাকে একটানে দেশে নিয়ে এলো । অনেক অনেক ধন্যবাদ কীর্তি ভায়া চলুক

কীর্তিনাশা এর ছবি

মন্তব্যে আপনাকে উত্তম জাঝা!

এবং অসংখ্য ধন্যবাদ হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সুন্দর। খুব সুন্দর। ছবিতে গ্রাম থেকে ঘুরে এলাম। এরকম ছবি আর ৫০বছর পরে অতি মূল্যবান হবে, কারণ তখন গ্রাম হয়তো খুঁজেই পাওয়া যাবেনা।

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ পিপি'দা হাসি

আপনার মন্তব্যে সহমত। কারন আমার গ্রামেও উন্নয়নের ছোঁয়া লেগেছে। বেড়ে গেছে ইট পাথরের দৌরাত্ব।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ফ্রুলিক্স এর ছবি

আমিও ঐরকম গ্রামে যেতে চাই। কোন একসময় আমাদেরও এইরকম একটি গ্রাম ছিলো। এখন শহর হয়ে গিয়েছে মন খারাপ

সেইরকম সুন্দর হয়ে ছবিগুলো। মনখারাপ হলো।

কীর্তিনাশা এর ছবি

মন খারাপ করে আর কি হবে? তারচেয়ে বরং সময় থাকতে এরকম গ্রাম থেকে ঘুরে আসেন। মন ভালো হয়ে যাবে হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

পরিবর্তনশীল এর ছবি

খুবই সুন্দর ছবিগুলা।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মুস্তাফিজ এর ছবি

ভালো হইছে। এমন গ্রাম এখনও আছে। ক'দিন পর আর থাকবেনা।

...........................
Every Picture Tells a Story

কীর্তিনাশা এর ছবি

ঠিক মন খারাপ

আপনার ভ্রমন কাহিনী পাইনা অনেক দিন মুস্তাফিজ ভাই।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

এনকিদু এর ছবি

আমাদের দেশটায় এখনো এরকম ছবির মত সুন্দর গ্রাম আছে !

খুব সুন্দর হয়েছে ছবিগুলো । তানিয়ার মন্তব্যের কথাগুলোই বলতে ইচ্ছা হচ্ছে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

কীর্তিনাশা এর ছবি

অসংখ্য ধন্যবাদ হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তানবীরা এর ছবি

তোমার গ্রাম ঘুরে এলাম। ক্যালেন্ডার এর পাতার মতো লাগল। শিল্পীর চোখে ধরা পড়া সৌর্ন্দয একেই বলে। পাচ হলো মিনিমাম। এর চেয়ে বেশী থাকলে তাই দিতাম।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

কীর্তিনাশা এর ছবি

লজ্জা দেন কেন, তাতাপু ?! লইজ্জা লাগে

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রায়হান আবীর এর ছবি

খূব সুন্দর ছবিগুলো। প্রথম মন্তব্যটার সাথে একমত। আপনার গপ্প লেখা থেমে গেলো কেন??
=============================

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ রায়হান! হাসি

ইদানিং গল্পের খরা চলছে ভাই। মন খারাপ

মনে হয় কি হবে এই সব আবজাব লিখে ??? মন খারাপ মন খারাপ

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রায়হান আবীর এর ছবি

আবজাব বিষয়ে আমি কি ভাবি জানেন। আরে লিখি, অসুবিধা কী। এটলিস্ট দশটা মানুষ তো আমার লেখা পড়বে। আপনিও চিন্তা করবেন না। লিখুন, পড়ার জন্য আমরা তো আছিই। তাই না?

=============================

কীর্তিনাশা এর ছবি

হ্যা সেই ভরসাতেই তো লিখি। হাসি

দেখি ফ্যাক্টরি আবার চালু করা যায় কিনা ...

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ভাইরে,কী ছবি দিলেন। মন চাচ্ছে কাল সকালে রিক্সায় উঠে গ্রামে চলে যাই।

কীর্তিনাশা এর ছবি

তাড়াতাড়ি চলেন।

আমিও আপনার সঙ্গে আছি হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

পান্থ রহমান রেজা এর ছবি

আহারে। গ্রামে যেতে মন চাইতেছে। আমাদের গ্রামে নদী নাই। তবে একটু দূরে আছে যমুনা নদী। দু'এক গ্রাম পর। মাঝে মাঝে যাই নদীর পাড়ে। সন্ধ্যায় নদীর পাড়ে বসে থেকে আড্ডা দিতে কী যে ভালো লাগে।

কীর্তিনাশা এর ছবি

হ্যা যমুনা নদীর পাড়েও আড্ডা দিয়ে এসেছি দুদিন আগে।

সুন্দর জায়গা। হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আহারে কীর্তি... মনটা উদাসায়া দিলেন...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

কীর্তিনাশা এর ছবি

উদাস তো হতেই হবে। উদাস না হলে লেখালেখি করবেন কেমনে ? হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতন্দ্র প্রহরী এর ছবি

ফাটাফাটি সব ছবি। আপনার আসলেই দেখার চোখ আছে... চলুক

ফ্যাক্টরি বন্ধ নাকি? চিন্তিত

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ হাসি

ফ্যাক্টরি আপাতত বন্ধ মন খারাপ

অফিসে কাজের চাপ আর মুভি দেখার পুরোন নেশাটা চাগিয়ে ওঠায় কিছু লিখতে পারছি না ইচ্ছা থাকলেও। আলসেমিও আরেকটা কারন।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আমি বাবু ঘোষের তৈরি ছানার রসগোল্লা খাবো... মন খারাপ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

কীর্তিনাশা এর ছবি

চলেন আমার সাথে আইজকাই গ্রামে চলেন। খিলামু নে দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নীড় সন্ধানী [অতিথি] এর ছবি

আপনার গ্রামের ছবিগুলো সুন্দর। কোন জায়গা এটা? আমিও আমার গ্রামের উপর একটা ফটুক সেশান চালাইছিলাম, আপনার এলবাম দেখে আমারও একটা পোষ্ট দিতে মন চাইতেছে।

কীর্তিনাশা এর ছবি

আমার গ্রামটা বরিশাল জেলায়।

তাড়তাড়ি পোস্ট করেন। আপনার গ্রামকেও দেখে ফেলি নয়ন ভরে....... হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।