সচলায়তনে আজ কবিতার জোয়ার ছুটেছে? তাই দিলাম আমিও একখানা । তবে এটা আসলেই কবিতা হয়েছে কিনা জানিনা।
----------------------------------------------------
চেনা অতীত কত সহজে অচেনা হয়ে যায়
সেই মেঠোরাস্তা, বুড়ির খাল, শাপলা বিল
সব আজ ধুলোমলিন স্মৃতি
তবু ভুলতে পারিনা........
সেই বাসের চাকার ঝড়ো বেগ
জানালার বাইরে পেছনে ছোটা গাছের সারি
রংপুর, নাটোর কি রাজশাহি
হন্যে হয়ে খুঁজে ফেরা স্বপ্নছবি
অথচ সে স্বপ্ন আজ ঝড়োকাঁক
মানুষগুলো কাঁকতাড়ুয়া
জানি দোমড়ানো নীল পঙক্তিমালা
আর অক্ষত নয়....
চেনা অতীত কত সহজে অচেনা হয়ে যায়।
মন্তব্য
হায় নস্টালজিয়া
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ও পথে আমিও যে গেছি বার বার
তাই কবিতা পড়ে নষ্টালজিয়ার সুখ ভাগ করে নিলাম
যাক সঙ্গী পাওয়া গেল একজন
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আপনি সত্যি সত্যিই
ভালো লাগলো খুব!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
ধন্যবাদ তীরুদা
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
দারুণ লাগলো
সচলায়তনে কাল বোধহয় সত্যি কবিতার দিন ছিলো আজ কি এতটা আছে?
মেঘের পরে
মেঘের কথকতা
ধন্যবাদ
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
কবিতা-দিবসের মধ্যে আমিও ঢুকে পড়েছি কীভাবে জানি!
আপনার কবিতাটাও ভাল লাগছে কীর্তিনাশা! বেশ লাগে এমন সারাদিন কবিতা পড়তে আমার!
আমারও ভাল লাগে
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
- খাইছে, কোবতেরেও ছাড় দিবেন না আপনের ফ্যাক্টরী থেকে?
জম্পেশ হৈছে নাশু ভাই।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
থ্যাঙ্কু ধুগো'দা
ফ্যাক্টরি যখন চলতাছে তখন সবই উৎপাদন হোক
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
নতুন মন্তব্য করুন