সকালে ঘুম থেকে অফিস যাওয়ার প্রস্তুতি নেবার ফাঁকে মাঝে মাঝে বারান্দায় গিয়ে দাঁড়াই। আমার বাসা তিন তলায় হওয়ায় বাড়ির পাশের ছোট্ট বাগানটার পুরোটাই দেখা যায় সেখান থেকে।
আজ সকালে সেখানে গিয়ে দাঁড়াতেই দেখলাম তারা দু'জন ঘোরাঘুরি করছে বাগানের এদিক ওদিক। এরপর আমি ভেতরে গিয়ে টুথব্রাশে টুথপেস্ট লাগিয়ে দাঁত মাজতে মাজতে আবারো এসে দাঁড়ালাম বারান্দায়। তখন দেখি দু'জনের স্থলে এখন তাদের পনের বিশ জন ঘোরাঘুরি করছে বাগান ও তার আশেপাশে। আমার কপালে একটা কুঞ্চিত ভাঁজ পড়ল কি ব্যাপার ভেবে। তারপর দাঁত ব্রাশ করতে করতেই বাথরুমে ঢুকে গেলাম গোসলের জন্য।
এর আধাঘন্টা পরে অফিসে যাবার জন্য ফিটফাট হয়ে বারান্দায় আবার ঢুঁ দিলাম। এবং গিয়েই তাজ্জব হয়ে গেলাম। তারা সংখ্যায় তখন অসংখ্য। আর আমাদের পাশের বিল্ডিং-এর একটা অংশ তারা ইতিমধ্যেই দখল করে নিয়েছে।
তাদের এমন দখলবাজি দেখে আশেপাশের বাসার লোকজনও দেখি উৎসুক হয়ে উঁকি দিচ্ছে। চোখে তাদের কিঞ্চিত ভয়ের ছায়াও দেখলাম - দখলবাজরা আবার তাদের না আক্রমন করে বসে সেই ভেবে।
এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এই দখলবাজরা কে? উত্তর দেয়া আছে লেখার তলানিতে। আপনার উত্তরটা ভেবে নিয়ে তারপর ছবিটা দেখবেন দয়া করে.....
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ছাদের কার্নিশে মৌচাকটা গঠন করতে মৌমাছিগুলো মাত্র ত্রিশ মিনিট বা তার কিছু বেশি সময় নিয়েছে । দেখে আমি পুরো টাশকি খেয়ে থাকলাম কিছুক্ষণ। মৌমাছি অনেক কর্মঠ ও সংগঠিত জানতাম। কিন্তু তাই বলে এতটা তা বুঝতে পারিনি।
মন্তব্য
আমার আন্দাজ ভুল ছিল।
অনেক আগে স্কুলে পড়া কবিতার কথা মনে পড়ে গেল।
"মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি
দাঁড়াও না একবার ভাই
ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে
দাঁড়াবার সময় তো নাই"
আমি বড় হয়ে মৌমাছির মতো কর্মঠ হইতে চাই
আমিও
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আমার নাম মুমু, আমি এখন ছড়ার বাকিটুকু বলব
ছোটপাখি ছোটপাখি, কিচিমিচি ডাকি ডাকি
কোথা যাও, যাও ভাই শুনি,
এখন না কবো কথা, আনিয়াছি তৃণলতা
আপনার বাসা আগে বুনি।।
পিপিলিকা পিপিলিকা, দল বল ছাড়ি একা
কোথা যাও? যাও ভাই বলি,
শীতের সন্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই
ছয় পায় পিল পিল চলি।।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
হা হা, মুমু আপনি তো দারুন দেখালেন
এতদিন পরেও পুরো কবিতা কিভাবে মনে রাখলেন
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
তাই বলে এতো কম সময়ে !
আমিও টাশকি খাইলাম।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
হায় হায় আমি ভাবসিলাম কাক
আমিও
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
হেঃ হেঃ সন্ন্যাসী জি, ভুল সবই ভুল.....
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
কাকেরা দলবদ্ধ হয়, কোন কাক মারা গেলে।
আমি তো কারো মরার কথা কই নাই
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
বাপ্রে
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
কীর্তিনাশা দেখছি অন্যের কীর্তি প্রচারে দারূন সরব...!!!
কীর্তি প্রচারে, না কি কীর্তি নাশে ! হা হা হা !
কীর্তিনাশা @
ছবিটাকি মৌচাক ? না কি দলবদ্ধ অবস্থায় মৌমাছিদের জমাট হয়ে থাকা ? প্রকৃত বিষয়টা একটু জানাইয়েন তো ভাই। আমার হিসাবটা কিছুতেই মিলছে না এখনো।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আপনার কথাই ঠিক রণ'দা। প্রাথমিক জমাট বাধাটাকেই আমি মৌচাক বলে উল্লেখ করেছি।
এখন তাদের কি অবস্থা তা বুঝতে নিচের ছবিটা দেখুন -
মৌচাক
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
কীর্তিনাশা দেখছি অন্যের কীর্তি প্রচারে দারূন সরব...!!!
সবার না, কেবল মৌমাছির
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
রুদ্ধশ্বাস সৃষ্টিতে কীর্তিনাশা অনন্য।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
কি যে বলেন না দাদা
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
মনেপড়ে অনেক ছোটবেলায় আমাদের চারতালা বাসায় জানালার পাশে এরকম অনেক বড় একটা মৌচাক হয়েছিল অনেকটা এরকমই
পি এস: আমি না লেখা পড়ার আগেই ছবি দেখে ফেলসিলাম
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
পি এস: আমি না লেখা পড়ার আগেই ছবি দেখে ফেলসিলাম
ব্যাপার্না, এইটা আমি আগেই বুঝতে পারছিলাম
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
কীর্তি মৌচাকের আপডেট দিতে থাকে ফটুতে।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
তথাস্তু
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
নতুন মন্তব্য করুন