ছবি পোস্ট : নদীতে সুর্যোদয় এবং সূর্যাস্ত ..........

কীর্তিনাশা এর ছবি
লিখেছেন কীর্তিনাশা (তারিখ: মঙ্গল, ১২/০৫/২০০৯ - ১:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

ছবি পোস্টে ছবিই থাকুক, লেখা নয়। হাসি

শুধু এটুকু বলি - সবগুলো ছবি তোলা হয়েছে পদ্মা নদীর বুকে ভেসে। সূর্যোদয়ের ছবিগুলো বরিশাল যাবার পথে পাটুরিয়া ঘাটের কাছে ফেরিতে আর সূর্যাস্তের ছবিগুলো শরিয়তপুর থেকে ফেরার পথে মাওয়া ঘাটের কাছে লঞ্চে বসে তোলা।

আরো একটু বলি - ছবিগুলো সব মোবাইলের ক্যামেরায় তোলা। অতএব ছবির মান নিয়ে প্রশ্ন উঠলে অধম নিরুত্তর........ হাসি

সূর্যোদয় পর্ব :

সূর্য ওঠার পূর্ব মুহুর্ত : আকাশ তাই বর্নীল হয়ে উঠেছেসূর্য ওঠার পূর্ব মুহুর্ত : আকাশ তাই বর্নীল হয়ে উঠেছে

সূর্য উঠবে এখনি তাই মেঘলা আকাশে রঙের ছটাসূর্য উঠবে এখনি তাই মেঘলা আকাশে রঙের ছটা

সূর্যোদয়ের প্রহর ১সূর্যোদয়ের প্রহর ১

সূর্যোদয়ের প্রহর - ২সূর্যোদয়ের প্রহর - ২

সূর্যোদয়ের প্রহর - ৩সূর্যোদয়ের প্রহর - ৩

সূর্যোদয়ের প্রহর - ৪সূর্যোদয়ের প্রহর - ৪

সূর্যোদয়ের প্রহরে নৌকা ভাসে জলে - ১সূর্যোদয়ের প্রহরে নৌকা ভাসে জলে - ১

সূর্যোদয়ের প্রহরে নৌকা ভাসে জলে - ২সূর্যোদয়ের প্রহরে নৌকা ভাসে জলে - ২

সূর্যোদয়ের প্রহরে নৌকা ভাসে জলে - ৩সূর্যোদয়ের প্রহরে নৌকা ভাসে জলে - ৩

নতুন সূর্যের আলো পড়েছে নদীর মাঝের বালু চরেনতুন সূর্যের আলো পড়েছে নদীর মাঝের বালু চরে

সূর্যাস্ত পর্ব :

সূর্যাস্ত - ১সূর্যাস্ত - ১

সূর্যাস্ত - ২সূর্যাস্ত - ২

ছুটছে স্পিড বোটছুটছে স্পিড বোট

লঞ্চও ছুটেছে রাঙা আলোয় ভেসেলঞ্চও ছুটেছে রাঙা আলোয় ভেসে


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

অসাধারণ! কোন ক্যামেরায় তুললেন, সেটা কোন ব্যাপার না। ছবিগুলো খুবই দুর্দান্ত, এইটাই আসল কথা।

নাহ্, নাশু ভাইকেও দেখি আমার 'হিংসা' লিস্টে তুলে দিতে হবে! দেঁতো হাসি

কীর্তিনাশা এর ছবি

ধুরো মিয়া আমারে আবার হিংসার কি হইলো ! খাইছে

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নজমুল আলবাব এর ছবি

খুবি সুন্দর।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ বাউল ভায়া হাসি
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

লুৎফুল আরেফীন এর ছবি

অতি জটিল লাগলো কীর্তি! ফাটাফাটি!!
উত্তম জাঝা!

কীর্তিনাশা এর ছবি

অসংখ্য ধন্যবাদ আরেফীন ভাই হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মূলত পাঠক এর ছবি

মোবাইল ক্যামেরা জিন্দাবাদ!

কীর্তিনাশা এর ছবি

হে হে হে দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বাহ্, খুব সুন্দর ছবি। আপনিতো দেখছি নদীপ্রেমিক হাসি সেটা অবশ্য আগের পোস্টে বলেছেন। কয়েকটা ছবি আছে বেশী সুন্দর। আরেকটা কথা বলি যদি কিছু মনে না করেন। ছবির নৌকাগুলোকে একদম ফ্রেমের মাঝখানে না নিয়ে ক্ষেত্রবিশেষে একটু বামে বা ডানে নিলে ছবির কম্পোজিশন আরো চমৎকার লাগবে।

ছবি সচলে আপলোড না করে ফ্লিকার থেকে এমবেড করলে ভালো হবে। কারণ সচলে এতগুলো ছবি একসাথে তোলার ফলে মাঝে মাঝেই ২/৩টা ছবি দেখা যাচ্ছেনা।

কীর্তিনাশা এর ছবি

পিপি'দা আপনার টিপস পেয়ে খুব খুশি হলাম। পরবর্তিতে ছবি তোলার সময় মাথায় রাখবো। কিছু মনে করার তো প্রশ্নই আসে না। হাসি

ফ্লিকার থেকে কিভাবে ছবি এমবেড করে তা তো জানি না। একটু যদি বলে দেন। তাহলে এরপর থেকে তাই করবো। হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনার ফ্লিকার একাউন্টে লগিন করে যেকোন একটা ছবিতে ক্লিক করেন। দেখবেন ছবির উপরে অনেকগুলো অপশন সহ একটা লাইন আছে। Add note, Add to set, Blog this.. etc এর মধ্যে একটা হলো All sizes. এটাতে ক্লিক করলেই দেখবেন ছবির নিচে html একটা বড়সর কোড দেখাচ্ছে। সেটাকে কপি করে সচলে পেস্ট করলেই হবে। তবে খেয়াল রাখবেন যে সাইজের ছবি আপনি নিতে চান সেই সাইজ আগে সিলেক্ট করে নিতে হবে। বাই ডিফল্ট আপনি যখন All sizes বোতামে টিপ দিবেন, তখন সবচেয়ে বড় সাইজের ছবি+ কোড দেখাবে।

নোট: শুধুমাত্র আপনার নিজের ছবির ক্ষেত্রেই এটা সম্ভব। অন্য কারো ছবিতেও সম্ভব যদি সেই ব্যবহারকারি এই অপশনগুলো ডিজ্যাবল না করে থাকেন।

কীর্তিনাশা এর ছবি

আবারো ধন্যবাদ পিপি'দা।

এখন আমার প্রথম কাজ হবে ফ্লিকারে একটা এ্যাকাউন্ট খোলা হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মুস্তাফিজ এর ছবি

সূর্যোদয়ের প্রহরে নৌকা ভাসে জলে - ২ ছবিটা জটিল

উপরের মন্তব্যের সূত্র ধরে আরেকটা পরামর্শ, পরেরবার এমন ছবি তোলার সময় আকাশের অংশ বেশী রাখবেন, অনেকটা এরকম
Sunset
ভালো লাগবে দেখতে

...........................
Every Picture Tells a Story

কীর্তিনাশা এর ছবি

গুরু আমার একটা ছবি যে আপনার ভাল লেগেছে তাতেই ধন্য হলাম।

পরামর্শের জন্য অশেষ ধন্যবাদ। আরো পেলে খুশি হবো।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

কীর্তিনাশা এর ছবি

হে হে হে দেঁতো হাসি

থ্যাঙ্কু গুরু !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

দময়ন্তী এর ছবি

বাবাগো!
----------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

কীর্তিনাশা এর ছবি

আপনার আবার কি হইলো, দমু'দী হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তানবীরা এর ছবি

ছবির পোষ্টে আসলে ছবিই দেখতে ভালো লাগে, পড়তে ইচ্ছে করে না কিছু। তুমি ছবি তোলার জন্য কি ঘুম থেকে জেগে বসে ছিলা নাকি?
যাহোক পাঁচ তারা।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

কীর্তিনাশা এর ছবি

ভ্রমনে গেলে আমি কখনও ঘুমাই না সে দিন হোক কি রাত হোক। কখন কোন ফাঁকে কি মিস করি সেই দুঃশ্চিন্তায়।

পাঁচতারার জন্য পাঁচ সহস্র ধন্যবাদ হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তুলিরেখা এর ছবি

আহা আপনার তোলা ছবিগুলো দেখে পরান আনচান আনচান করে! দারুণ সব ছবি।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

কীর্তিনাশা এর ছবি

আপনার তোলা ছবিগুলো দেখে আমারো একই অবস্থা হয়। হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সুন্দর ছবি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

কীর্তিনাশা এর ছবি

অশেষ ধন্যবাদ নজু ভাই হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

এমন ছবি দেখলে ঘুরতে যাওয়ার লোভটা অনেক বেড়ে যায়।

কীর্তিনাশা এর ছবি

লোভ বেড়ে গেলেই তো ভাল। জলদি ঘুরতে বের হন আর সুন্দর সব ছবি তুলে সচলে পোস্ট করুন হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

জুলফিকার কবিরাজ এর ছবি

কীর্তিনাসার কীর্তিনাসা ( পদ্মার আরেক নাম কীর্তিনাসা) দেখে স্বাস্হ্যকর ভ্রমণের আনন্দ পেলাম।

কীর্তিনাশা এর ছবি

সব ঠিক আছে কবিরাজ ভাই। শুধু কীর্তিনাসা'র স্থলে কীর্তিনাশা বললে আরো আনন্দিত হতাম। হাসি

আমার কথায় মাইন্ড খাবেন না আবার হাসি হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

জুলফিকার কবিরাজ এর ছবি

ভুল ধরে দেবার জন্য ধন্যবাদ।
ধ্বংসকে নাক পর্যন্ত নিয়ে যাবার জন্য লজ্জিতি।

কীর্তিনাশা এর ছবি

লজ্জিত হবার কিছু নেই কবিরাজ ভাই।

আমরা আমরাই তো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

চলুক

কীর্তিনাশা এর ছবি

হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সাইফুল আকবর খান এর ছবি

ছবির মান অনেক ভালো হৈছে।
চলুক হাসি
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

কীর্তিনাশা এর ছবি

ধইন্যাপাতা হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।