কী চমৎকার দেখা গেল !! ......................

কীর্তিনাশা এর ছবি
লিখেছেন কীর্তিনাশা (তারিখ: সোম, ১৮/০৫/২০০৯ - ৩:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

এক বন্ধুর কাছ থেকে পাওয়া ছবিগুলো। কে তুলেছে জানিনা। ছবিগুলো এতই মজার যে পোস্টানোর লোভ সামলাতে পারলাম না। ফটোগ্রাফির মান নিয়ে প্রশ্ন না করাই বাঞ্ছনীয় হাসি

ছবি দেখতে ব্লগে ঢুকুন। ছবি দেখতে ব্লগে ঢুকুন। ছবি দেখতে ব্লগে ঢুকুন। ছবি দেখতে ব্লগে ঢুকুন। ছবি দেখতে ব্লগে ঢুকুন। ছবি দেখতে ব্লগে ঢুকুন। ছবি দেখতে ব্লগে ঢুকুন। ছবি দেখতে ব্লগে ঢুকুন। ছবি দেখতে ব্লগে ঢুকুন। ছবি দেখতে ব্লগে ঢুকুন।

ছবি দেখতে ব্লগে ঢুকুন। ছবি দেখতে ব্লগে ঢুকুন। ছবি দেখতে ব্লগে ঢুকুন। ছবি দেখতে ব্লগে ঢুকুন।

ছবি দেখতে ব্লগে ঢুকুন। ছবি দেখতে ব্লগে ঢুকুন। ছবি দেখতে ব্লগে ঢুকুন। ছবি দেখতে ব্লগে ঢুকুন।

কী চমৎকার দেখা গেল - ১

কী চমৎকার দেখা গেল - ২

কী চমৎকার দেখা গেল - ৩

কী চমৎকার দেখা গেল - ৪

কী চমৎকার দেখা গেল - ৫

কী চমৎকার দেখা গেল - ৬

কী চমৎকার দেখা গেল - ৭


মন্তব্য

তানবীরা এর ছবি

পাচ নম্বরটা হইলো জুশ ফটু। জীবনে এইরম ফটু দেখি নাই কীরতি।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

কীর্তিনাশা এর ছবি

হ আমিও দেখি নাই দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নীড় সন্ধানী এর ছবি

বাড়ী ফেরার আগে যেটা পড়ে শিক্ষা নিলাম-

ভালু হতে চাও, আগে নষ্ট হয়ে নাও।

দেখি চেষ্টা চরিত্র করে!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

কীর্তিনাশা এর ছবি

এই লাইনের নিচে আরো একটা লাইন আছে। ঐটাও খুব খিয়াল কইরা চোখ টিপি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অছ্যুৎ বলাই এর ছবি

শেষটা বেস্ট, আমেরটা অভিনব।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

কীর্তিনাশা এর ছবি

হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

বিপ্লব রহমান এর ছবি

ওরে... হো হো হো


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

কীর্তিনাশা এর ছবি

ছবিগুলা প্রথম দেখে আমারো আপনার মতো অবস্থা হইছিল হো হো হো

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রণদীপম বসু এর ছবি

সাত নম্বরটা তো পুরা দার্শনিক গাড়ি ! এই গাড়িতে কি দার্শনিকরাই চড়েন, না কি আম পাবলিকরাও সওয়ার হয় ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

কীর্তিনাশা এর ছবি

আম পাবলিকরাও সওয়ার হয়। তবে তারপর তারা আর আম পাবলিক থাকে না, দার্শনিক হয়া যায় হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অনিকেত এর ছবি

শেষেরটা আসলেই দুর্দান্ত!
মনে হচ্ছে কোন বাসের পেছনে লেখা, তাই কী?

এইটা বেশ অদ্ভুত ব্যাপার আমাদের দেশের! মাঝে মাঝেই দেয়াল জুড়ে কিছু সম্পূর্ণ অপ্রত্যাশিত ধরনের লেখা পাওয়া যায়। হাজার হাজার রাজনৈতিক শ্লোগানের ভীড়ে সেই ক'টি কথা বড় উজ্জ্বল, বড় বেমানান, বড় স্বতন্ত্র হয়ে ফুটে থাকে।

মনে পড়ছে কাটাবনের দেয়ালে লেখা "কষ্টে আছি আইজুদ্দিন" বা বুয়েটের দেয়ালে 'হুমায়রার নিশ্বাস চুরি হয়ে গেছে--" এই জাতীয় গ্রাফিটিগুলোর কথা। বিদেশে এই রকম গ্রাফিটি অহরহ দেখা যায়। নিউ ইয়র্কের দেয়ালে দেয়ালে গ্রাফিটির সমারোহ একেবারে চোখ ধাঁধানো। কিন্তু সেগুলো যতনা রাজনৈতিক শ্লোগান বা ব্যক্তিগত উচ্চারন---তার চেয়ে অনেক বেশি অঙ্কনশৈলীর প্রদর্শন।তীব্র রঙের সমারোহের মাঝে তারুণ্যের ক্ষোভ, ভালবাসা, হতাশা ভাষা পায়।

সেদিক থেকে আমাদের দেশের এই গ্রাফিটিগুলো বড় বেশি ব্যক্তিগত উচ্চারন। এ যেন অনেকটা হাজার লোকের ভীড়ের মাঝে হঠাৎ করে কারো মন্দ্রিত কন্ঠের আর্তনাদ! আরো কৌতুহলোদ্দীপক ব্যাপার হল, এই ধরনের গ্রাফিটি গুলোর সমারোহ, ঢাকায় যতটা, অন্য কোন জেলায় কিন্তু ততটা নয়।

যাই হোক, লিখতে এসেছিলাম---কীর্তি তোমার ছবি গুলো খুব আনন্দ দিয়েছে। তার বদলে দেখো হা বিতং করে গ্রাফিটি নিয়ে বকবকানি।
নাহ বয়েস হয়ে যাচ্ছে হে---

শুভেচ্ছা রইল

কীর্তিনাশা এর ছবি

মনে হচ্ছে কোন বাসের পেছনে লেখা, তাই কী?

- হ্যা তারেক ভাই, বাসের পেছনেই হাসি

যাই হোক, লিখতে এসেছিলাম---কীর্তি তোমার ছবি গুলো খুব আনন্দ দিয়েছে। তার বদলে দেখো হা বিতং করে গ্রাফিটি নিয়ে বকবকানি।

- ভাগ্যিস গ্রাফিটি নিয়ে বকবক করেছেন, নইলে এত কিছু জানতাম কী করে ?
আপনাকে অশেষ ধন্যবাদ এবং প্রতিশুভেচ্ছা হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতন্দ্র প্রহরী এর ছবি

এরকম বেশ অনেক ছবির কালেকশন ছিল আমার।
খুবই মজা পাইলাম নাশুদা। শেষেরটা তো একদম লা-জওয়াব দেঁতো হাসি

কীর্তিনাশা এর ছবি

দেঁতো হাসি

আপনার কালেকশনগুলো কি হারিয়ে গেল? কিছু থেকে থাকলে পোস্টদেন দেখে একটু আমোদ পাই!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

পলাশ দত্ত এর ছবি

৩, ৫ মারাক্কত।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

কীর্তিনাশা এর ছবি

দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মূলত পাঠক এর ছবি

মজার ছবি।

পুশ পেইড বিলটা কী বস্তু (ছবি ৩)?

দময়ন্তী এর ছবি

"পুশ পেইড' বোধহয় "পোস্ট পেইড বিল'৷ মানে মোবলির পোস্ট পেইড আর কি৷
-------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

কীর্তিনাশা এর ছবি

দমুদী ঠিক ধরেছেন এখানে মোবাইলের পোস্ট পেইড বিলের কথাই বলা হচ্ছে হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

দময়ন্তী এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
ব্যপক!
------------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রানা মেহের এর ছবি

শেষেরটা তো একদম বাধিয়ে রাখার মতো দেঁতো হাসি
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

কীর্তিনাশা এর ছবি

ঠিক আছে আপনাকে তবে এটা বাঁধিয়েই দিবোনে রানা'পু । হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

শ্যাজা এর ছবি

আসলেই চমৎকার দেখা গেল হাসি

এইর'ম কিছু ফটু আমার কাছেও আছে।

------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ শ্যাজা'দী! হাসি

আপনার সংগ্রহে থাকা ফটুগুলি আমাদের সাথে শেয়ার করুন প্লিজ! দেখে আনন্দ ও জ্ঞান দুটোই লাভ করি হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

শেষেরটা বৈষম্যবাদী বক্তব্য তাই ভালো লাগলোনা। বাকী গুলা ভালো হয়েছে।

কীর্তিনাশা এর ছবি

বক্তব্যটা কে দিয়েছে সেটাও দেখতে হবে পিপি'দা। হাসি

এই পোস্টে শিক্ষনীয় কিছু নেই, আছে কেবল হাসির খোড়াক দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হাসিটা উপভোগ করে একটু ভারী মন্তব্য দিলাম আরকি হাসি হে হে হে..

কীর্তিনাশা এর ছবি

হ তাইলে ঠিক আছে দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

আসমানী-মডু এর ছবি

ছবি পোষ্ট করার ক্ষেত্রে প্রথম পেইজের সৌন্দর্য্য লক্ষ্য করার অনুরোধ রইল। লেখার শুরুতে চার-পাঁচ লাইন লেখা দিয়ে শুরু করলে প্রথম পেইজে দীর্ঘ্য জায়গা জুড়ে পোষ্ট আসে না। পেইজ লোডও হয় দ্রুত।

কীর্তিনাশা এর ছবি

এরপর থিকা খিয়াল রাখিবো মডু ভায়া হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

দ্রোহী এর ছবি

ছবিগুলা আগে দেখা ছিল। মন খারাপ

কীর্তিনাশা এর ছবি

তাতে মন খারাপের কী হইলো গুরু?

আবার নতুন কইরা একটু মজা লইলেন না হয় ! দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হা হা হা
৩, ৫ আর ৭ নম্বরে সিরাম মজা পাইলাম। দেঁতো হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

কীর্তিনাশা এর ছবি

হ তাইলে ঠিক আছে দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ধুসর গোধূলি এর ছবি
কীর্তিনাশা এর ছবি

গুরু আপনে কাইত্তইয়া পড়লে তো মুছিবত আছে। ঘরে তো উঠানোর মানুষ নাই। আগে উঠানোর মানুষ আনেন তারপর কাইত্তন। দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।